Monday, February 13, 2017

ছাত্রদলের গান

       ছাত্রদলের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আমরা কিশোর, আমরা যুবক
আমরা ছাত্রদল,
আমরা শক্তির উন্মাদনায়
কাঁপাই গগনতল-
                    আমরা ছাত্রদল।।

আলো হয়ে জ্বলবো আমরা
নামলে অন্ধকার,
রাখবো না নিজ দেশ-জাতিকে
তিমিরবন্ধী আর।
উদ্দীপনায় করবো সচল

অলস লোকের দল--
                         আমরা ছাত্রদল।।

দেশ ও জাতি রাখবো আমরা
বিশ্বে মহান করে,
জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তিতে
দেশটা দেবো ভরে।
সোনার বাংলায় আনবো আমরা উন্নয়নের ঢল-
                       আমরা ছাত্রদল।।

বিজয় নিশান উড্ডীয়মান  
রাখবো গগনতলে,
ভাসাবো নিজ জন্মভূমি
সুখের জোয়ার জলে।
আমরা এখন ফুটন্ত ফুল, 

দেবো মিষ্টি ফল-
                    আমরা  ছাত্রদল।।
                     .......

No comments: