Monday, December 16, 2019

মুসলিম নিধনের নেপথ্যে

মুসলিম নিধনের নেপথ্যে
             মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পৃথিবীতে মুসলিম নিধন
             চলছে এখন উল্লাসে,
করলে তাকে কচুকাটা
             সবাই থাকে সুহাসে।

সে যেনো আজ আজব প্রাণী
              নয় যেনো এ গ্রহের লোক,
তাইতো ভিন্ন জাতিরা আজ
              বলে শুধু মুসলিম রোখ্।

পেলে মুসলিম মারবি সবে
            রাখবি না কেউ তাকে আর, 
বলছে তারা মুসলিম হচ্ছে
             নীচু জাতি এ ধরার।

তারাই হবে পুরস্কৃত
             যারা মারবে মুসলমান,
হবে আরো নোবেল জয়ী
             থাকবে ধরায় মহীয়ান।

কেনো যে আজ মারছে মুসলিম
         এ প্রশ্নটির নেই জবাব,  
ভয়ে এখন এমন প্রশ্ন
          করার লোকও খুব অভাব।

এ জন্যে সে, যে দিকে যায়
          সে দিকে খায় মার আর মার,
পাচ্ছে না তাই ধরাতলে
            পথও খুঁজে পালাবার।

ছিল সেরা এক কালে সে
              কাঁপতো ধরা তার ভয়ে,
শৌর্যে-বীর্যে বিশ্ববুকে
              থাকতো সদা বিজয়ে।

ধরায় তাকে দেখলে সবে
            বলতো প্রভুর আশীর্বাদ,
এখন কিন্তু দেখতে পায় সে
             নির্যাতনের মরণ ফাঁদ।

কিন্তু কেন হচ্ছে এমন
             বলছি শুনো মুসলমান,
তোমার কাছে তোমার ভায়ের
             একটুও নেই দাম ও মান।

একে অন্যের বিরোধীতায়
         করছো ঐক্যের সর্বনাশ,
নগ্ননাচন চালাও আরো
         দেখলে তোমার ভায়ের লাশ।

গদির লোভে তদানীন্তন
          পাকিস্তানের মুসলমান,
একাত্তোরে বাংলায় করে
           আপন ভাইয়ের রক্তপান।

বাংলাদেশে মুসলমানদের
             সমাজটাকে দেখো আজ,
ভাইয়ে ভাইয়ে কেমন করে
              সাজে নিত্য রণসাজ।

সুন্নি-ওয়াহাব, মাজারপ্রেমী,
              পীর মুরিদ আর ভান্ডারী,
যারা একদল অপর দলের 
                উপর চালায় তরবারি।

সাদ্দাম হোসেন মেরেছিল
                  বহু কুর্দী দেশে তার,
লাদেন প্রশ্নে হাজার হাজার
                 আফগান মুসলিম হয় ছারখার।

সৌদিয়ারা ইয়ামিনীদের
               মারছে এখন খুব জোরে,
সিরিয়াতে ভাইয়ের মাংস
               ভাইয়ে খাচ্ছে পেঠভরে।

শিয়া-সুন্নি দাঙ্গায় মরে
             বহু মুসলিম ফি বছর,
আরো কত মরছে মুসলিম
             কে রাখতেছে কার খবর।

মুসলিম জাতির পতন হোক তা
              চায় ইহুদী আর খ্রিস্টান,
যাদের সাথে আছে আরো
               হিন্দু বৌদ্ধের প্রীতির টান।

বিশ্বের কিন্তু অর্থনৈতিক
               অবস্থাটা নিয়ন্ত্রণ,
করার মত মুসলমানদের
              আছে ভুমি, আছে ধন।

তাদের এখন দরকার শুধু
           সম্প্রীতি আর একতা, 
এতে তাদের বাড়বে শক্তি
           থাকবে না আর দীনতা। 

মুসলমানের আছে আরো
               সেরা গ্রন্থ আলকোরআন,
এটি হচ্ছে মানবজাতির
                সব সমস্যার সমাধান।

কোরআন-সুন্নার বিধান মেনে
                  জাগলে মুসলিম একতায়,
সকল জাতি থাকবে তাদের
                    অনুগত এ ধরায়।

প্রবল শক্তি এ জাতিতে
                না জাগাতে শত্রুর দল,
মুসলমানদের মাঝে বসায়
                 বিভাজনের নানা কল।

বোকা মুসলিম বোঝে না তা
                  আটকা পড়ে ওই কলে
তখন তাকে মারতে থাকে
                   পাপীষ্ঠদের সব দলে।

যেমনটি আজ মারছে মুসলিম
                 ফিলিস্তিন ও আফ্রিকায়,
কাশ্মীরেও পশুর মত
                  হত্যা চালায় ইণ্ডিয়ায়।

মিয়ানমারে বইছে এখন
                 মুসলমানদের রক্তের ঢল
দগ্ধ এবং জবাই করে
                  মুসলিম মারে পশুর দল।

মোদি সরকার ভেঙ্গে ফেলে
                  বাবরি মসজিদ অযোধ্যায়,
প্রতিবাদে ভারতব্যাপী
                   বহু মুসলিম প্রাণ হারায়। 
                   
হায়রে মুসলিম, আর কত কাল
               খেতে থাকবে এমন মার,
পেছন দিকে ফিরে দেখো
                ছিলে তুমি জাতটা কার।

তোমার মাঝে নেই কি সে তেজ
               আলী এবং খালিদের,
দেখলে যাদের শুরু হতো 
                হৃদয়কম্পন জালিমের।

আল্লাহ আর রাসূলপ্রীতি
                 হৃদয়ে দাও ঊর্ধ্বে স্থান,
ইব্রাহীমি খোদাপ্রেমে
                 অগ্নি কর ফুল বাগান।

ভবে করো সৌহার্দ্য আর
                পরামর্শে কাল যাপন,
জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে
                তেজী করো নিজের মন।

গুণের মুসলিম হলে তুমি
              শ্রেষ্ঠ থাকবে ধরাতে,
তোমার অগ্রের আসন কভু
               যাবে না আর পশ্চাতে।
                    .....

Saturday, November 9, 2019

পুণ্যভূমি এ দেশ...…

পুণ্যভূমি এদেশ নেই আর
   আগের মতো শালীন,
সারাদেশে কৃত্রিম প্রেমের
     হাট বসে রাতদিন।

না থাকাতে  সত্য প্রেমের
       চাহিদা এ হাটে,
নগ্নতা তাই দাপট চালায়
       নিত্য পথে-ঘাটে।


Monday, October 14, 2019

অন্তমিলে, চালাক' এর প্রতিশব্দ

চতুর, দক্ষ, চোখা, ওস্তাদ
       ধূর্ত, পটু, সেয়ান,
ঝানু, চালবাজ, কুশল, পাকা
      নিপুন, বুদ্ধিমান।

Sunday, October 13, 2019

অন্তমিলে 'যুদ্ধ' এর প্রতিশব্দ

সমর, সংগ্রাম, লড়াই, কন্দল
       অনীক, দ্বন্দ্ব, যোধন,
মল্লযুদ্ধ, আহব, বিরোধ
      রণ, প্রতিদারণ।
             .....
          

Saturday, October 12, 2019

অন্তমিলে 'দরিয়া';এর প্রতিশব্দ

স্রোতস্বিনী, স্রোতস্বতী
    নদী, কল্লোলিনী,
শৈবলিনী, তরঙ্গিনী
    নদী, পয়স্বিনী।

মন্দাকিনী, স্রোতোবহা
     গঙ্গা, নির্ঝরিণী,
আপগা, তটিনী, গাঙ
      নই, প্রবাহিণী।
     

    

Friday, October 11, 2019

অন্তমিলে 'দক্ষ' এর প্রতিশব্দ

পারদর্শী, তৎপর
   চতুর, কিশলী
বিদগ্ধ, ক্ষমতাবান
   পটু সুকৌশলী

ক্ষমতাশালী,কার্মুক
    পারক, নিপুণ,
প্রবীণ, সুদক্ষ, পাকা
     কারূ, সুনিপন।

অন্তমিলে 'ধুমধাম' এর প্রতিশব্দ

শোভাযাত্রা, আড়ম্বর
     মহাসমারোহ,
জাঁকজমক, জমক
    ঘটা, সমারোহ।

Sunday, October 6, 2019

অন্তমিলে 'দান'এর প্রতিশব্দ

দান, খয়রাত, দয়া
  ভিক্ষা,বদান্যতা,
দানশীলতা, দাক্ষিণ্য
   ত্রাণ  উদারতা।

হিতৈষিতা, নজরানা
   তত্ব, বিতরণ।
দেওয়া , উপঢৌকন
   স্থাপন, বর্ষণ।

আরোপন, নিবসন,
  ভেট, সম্প্রদান।
উপায়ন, সওগাত,
  অর্পণ, প্রদান।

Sunday, September 15, 2019

তর্ক

             তর্ক    

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তর্ক যদি করতে হয় তা
                     জ্ঞানীর সাথে করো,
শেখবে তবে অনেক কিছু
                      গুণে হবে বড়।

মূর্খের সাথে করলে তর্ক
               মান সম্মান হয় বিনাশ,
নিজকে এতে করবে আরো
                 মূর্খ বলে প্রকাশ।

তোমার সাথে মূর্খ যদি
                   বাড়াবাড়ি করে,
চুপটি করে থাকবে তুমি
                    তার কথার উত্তরে।

নইলে তোমার ব্যক্তিত্বটা
                     হবে ধুলিস্যাৎ,
আজীবন এ অপমানে
                     মারবে মাথায় হাত।

মূর্খের তর্কের পরিণাম হয়
                      প্রায়ই ভয়াবহ,
ঘটে এতে ঝগড়া বিবাদ
                       হত্যা অহরহ।

তর্ক করার প্রারম্ভে তাই
                      ভেবে দেখা চাই,
তার্কিক ব্যক্তি মূর্খ হলে
                        তর্ক করতে নাই।
               .........
তারিখঃ ১৫ - ০৯-২০১৯ খ্রি.

Saturday, August 24, 2019

জ্বলবে কে কোন জাহান্নামে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জ্বলবে কে কোন জাহান্নামে
    বলছি এখন ভাই,
এ কথাটি আমার নহে
    শাস্ত্রে দেখতে পাই।

সাতটি নামে জাহান্নামের
    আছে সাতটি স্তর
 মুসলিম নর ও নারীগণকে
     দিচ্ছি সেই খবর।

'হাবিয়া' এ নামটি হলো
     প্রথম জাহান্নামের,
এতে জ্বলবে ফেরাউন আর
     তার ভক্ত সব কাফের।

দ্বিতীয় যে জাহান্নাম এর
   নামটি হলো 'সাঈর,'
জ্বলবে এতে নাসারা আর,
   খ্রিষ্টান জগদ্বাসীর।

তৃতীয় যে জাহান্নাম এর
  নামটি হলো 'সাকার,'
কপট এবং ধর্মহীন লোক
   হবে এটির আধার।

'জাহীম' নামক যে জাহান্নাম
     চতুর্থ এর স্থান,
এতে মুশরিক, অগ্নিপূজক
     করবে অবস্থান।

জাহান্নামের পঞ্চম স্তরের
   'হুতামা' নাম রাখা,
অনন্ত কাল ইহুদিদের
    এতে হবে থাকা।

ষষ্ট স্তরের জাহান্নামের
   নামটি হলো 'লাজা',
ইবলিশ ও তার অনুসারীর
    হবে এতে সাজা।

'ওয়াইল' হলো সপ্তম স্তরের
      জাহান্নামের নাম,
মনটা দিয়ে শুনুন এতে
       হবে কাদের ঠাম।

শেষ জমানার পাপী উম্মত
     তওবা ছাড়া যারা,
মৃত্যু বরণ করবে এতে
        জ্বলবে শুধু তারা।

জাহান্নামের আজাব থেকে
       মুক্তি পাওয়ার তরে,
চাও সর্বদা খোদার কাছে
      ক্ষমা সকাতরে।

জীবন-যাপন করতে হবে
   কোরান, সুন্নাহ মতে,
চির দৃঢ় থাকতে হবে
         সরল সত্য পথে।
              .........
তারিখঃ ২৩- ০৮ -২০১৯ খ্রি.

   
  
      

Monday, August 19, 2019

নারী-২

     নারীর মাহাত্ম্য

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আপনার পবিরবারে
  নারী হলে কন্যা,
এসে যাবে তার সাথে
   রহমতের বন্যা।

যদি নারী হয়ে থাকে
     বোন আপনার,
আমানত ছাড়া সে তো
      নয় কিছু আর।

আপনার ঘরে যদি
   নারী বিবি হয়,
জানবেন বিধাতার
  দান সে নিশ্চয়।

ভবে নারী আপনার
   মা জননী হলে,
স্বর্গটা পেয়ে যাবেন
     তার পদতলে।

সংসারে নারী করে
   নর মহারাজ,
কোরানেও বলে নারী
    নরদের সাজ।

যে নরের কাছে নারী
   হয় অপমান,
সে নরটা শাস্ত্র মতে
   সেরা নাফরমান।

  তারিখঃ ২১-০৮- ২০১৯ খ্রি.

        ........ 

     

 

Sunday, August 11, 2019

মুজিব তুমি-২

     মুজিব তুমি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুজিব তুমি বঙ্গভূমির
     গর্বিত সন্তান,
তোমার হস্তে রক্ষিত হয়
     বঙ্গ মাতার মান।

নিশার তিমির বিতাড়নের
    তুমি কিরণমালী,
শোষণ, ত্রসন নির্মূলের এক
     শ্রেষ্ঠ বীর বাঙালি।

দেশ-জাতিকে মুক্ত করাই
      ছিল তোমার ব্রত,
তাই শোষকের নির্যাতনে
      ছিলে অবিরত।

সৌর্যে-বীর্যে তুমি যেনো
   ছিলে কালাপাহাড়,
হায়েনারা বঙ্গ ছাড়ে
    ছায়া দেখে তোমার।

বজ্রতুল্য কন্ঠ তোমার
    সুধামাখা বাণি,
আকাশতুল্য উদার তুমি
     আমরা সবাই জানি।
    
হাজার বছর ধরে এ দেশ 
    ছিল পরাধীন,
পারেনি তো এ দেশটাকে
    করতে কেউ স্বাধীন।

তোমার হাতে স্বাধীনতা
      হয়েছে অর্জিত,,
হাজার বর্ষের শ্রেষ্ঠ বঙ্গে
      তাই তুমি স্বীকৃত।

ধন্য তুমি, থাকবে তোমার
    অমর -অক্ষয় নাম, 
হৃদয় ভরে জানাই তোমায়
     শ্রদ্ধা ও সালাম।

          .........

Tuesday, August 6, 2019

অন্তমিলে 'দমন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবরোধ, নিবারণ
            নিগ্রহ, নিরোধ,
অবদমন, শাসন
             নিপীড়ন, বোধ।

তাড়ন, পীড়ন, বাধা
               নিকৃতি, বারণ,
প্রতিহত, প্রতিরোধ
             নিরস্ত, দমন।

অন্তমিলে 'দমন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবরোধ, নিবারণ
            নিগ্রহ, নিরোধ,
অবদমন, শাসন
             নিপীড়ন, বোধ,

তাড়ন, পীড়ন, বাধা
               নিকৃতি, বারণ,
প্রতিহত, প্রতিরোধ
             নিরস্ত, দমন।

অন্তমিলে 'দমন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবরোধ, নিবারণ
            নিগ্রহ, নিরোধ,
অবদমন, শাসন
             নিপীড়ন, বোধ,

তাড়ন, পীড়ন, বাধা
               বারণ, দমন,
প্রতিহত, প্রতিরোধ
             নিরস্ত, যাতন।

Sunday, August 4, 2019

অন্তমিলে 'অক্ষম'এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অশক্ত, ক্ষমতাহীন
  অযোগ্য, দুর্বল,
অসমর্থ, শক্তিহীন
   ব্যর্থ, হীনবল।

ক্ষীণবল, শক্তিহীন
  অপটু, নীর্বল,
বলহীন, কমজোর
   ক্ষীণ, হতবল।

Saturday, August 3, 2019

অন্তমিলে 'জাগরণ' এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জাগরণ, উদ্বোধন
  উন্মেষ, উদয়,
প্রতিবোধ, প্রবোধন
  জাগা, অভ্যুদয়।

নিদ্রাহীনতা, উন্নতি
  উঠা, অগ্রসর,
গাত্রোত্থান, পাহারা
   প্রবোধ, জাগর।

চৈতন্যলাভ, চৈতন্য
    চেতনা, বোধন,
রাতজাগা, উদ্দীপনা
     উঠতি, চেতন।

চেতনাবোধ উন্নিদ্রা
     চাগা, উদয়ন।
প্রতিবোধন উত্থান
    বৃদ্ধি, উন্নয়ন।
  
    
  

অন্তমিলে 'ঈর্ষা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পরহিংসা, অসুয়া
            বিদ্রূপ, বিদ্বেষ,
মাৎসর্য, উপহাস
             ঘৃণা, বিষ, দ্বেষ।

রেষ, ঈর্ষা, রেষারেষি
              আড়ি, অন্তর্দাহ,
হিংসা, অবজ্ঞা, হেয়
               তুচ্ছ, চিত্তদাহ।

অন্তমিলে 'শোষণ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উৎপীড়ন, যন্ত্রণা
         পীড়ন, শোষণ,
নিপীড়ন, জুলুম
          কষ্ট, নির্যাতন।

নির্মমতা, অত্যাচার
            দৌরাত্ম, দলন,
নির্দয়তা, নিষ্ঠুরতা
            পীড়ন, ত্রসন।

অন্তমিলে 'তীক্ষ্ণ'এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তীব্র, রুঢ়, তীক্ষ্ণ, খবর
  প্রখর, ধারাল,
প্রবল, নিশিত, স্পষ্ট
   শানিত, টিকাল।

বিদ্রূপপূর্ণ, অসৎ,
  বেধন, বেদক,
কঠোর, তীক্ষ্ণধী, তিগ্ম
  সাগ্রহ, ভেদক।

অন্তমিলে 'গতি'; এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

গমন, যাত্রা চলন
   গমনশীলতা,
গম্যতা, সরণ, সৃতি
    চলনশীলতা।

চঞ্চলন, চলিষ্ণুতা
   রীতি, জঙ্গমতা,
অস্থবিরতা, অস্থিতি
   ঋতি, অস্থিরতা

জঙ্গমত্ত, রাস্তা, গতি
    উপায়, ব্যবস্থা,
গতিশীল, অস্থাবর
   রত্ম, পথ, পন্থা।

অন্তমিলে 'ধন'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিত্ত, অর্থ, টাকাকড়ি
  ঐশ্বর্য, বৈভব,
ধনসম্পদ, কাঁচন
    প্রাচুর্য, বিভব।

ধনদৌলত, ঋকথ
  মাল, প্রচুরতা,
দৌলত, সম্পত্তি, ঋদ্ধি
  শাঁস, ধনাঢ্যতা।

Friday, August 2, 2019

অন্তমিলে 'তট' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কিনার, ঠেকনা, বেলা
  তীরভূমি, ধার
সমুদ্রতীর, সৈকত
   নদীতট, পার।

উপকূল, তীর, পাড়
    কূল, বেলাভূমি,
নদীকূল, তট, কান্দী
    ডাঙ্গা, তটভূমি।
    

অন্তমিলে 'ক্ষমা' এর প্রতিশব্দ

অনুকম্পা, অনুগ্রহ
     মাফ, সুনজর,
অব্যাহতি, আনুকূল্য
     রেয়াৎ, ওজর।

নিষ্কৃতি, রেহাই, ছুতা
    প্রসাদ, নিস্তার,
মকুব, করুণা, কৃপা
    নিস্তরণ, ছাড়।

অন্তমিলে 'ক্ষতি'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অনিষ্ট, অশুভ, ক্ষতি
  অগুণ, খোয়ার,
অপকৃতি, শয়তানি
   ক্ষয়, অপকার।

উপঘাত, অপকর্ম
  অনর্থ, অহিত,
তসরূপ, অপচয়
হ্রাস, অত্যাহিত।

খারাবি, অশ্রেয়, হারা
     দোষ, অপব্যয়,
অর্থনাশ, লোকসান
     হানি, অর্থব্যয়।

Thursday, August 1, 2019

অন্তমিলে 'লক্ষ্য' এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উদ্দেশ্য, অভীষ্ট, লক্ষ্য
   অভিমিতি, তাক,
উপলক্ষ্য, লক্ষ্যবস্তু
   সংকল্প, টাক।

নজর লক্ষ্যসন্ধান
  নিশানা, নিকায়,
খোঁজা, তাগ, কল্প, দৃষ্টি
     দর্শনীয়, কায়।

অন্তমিলে 'হত্যা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রাণনাশ, নরহত্যা
            খতম, ঘাতন,
সংহরণ, অর্দন
            হত্যা, উন্মন্থন।

নাশন, মারণ, বধ
              নিধন, হনন,
অভিঘাত, হত্যাকান্ড
               নাশ, নিসূদন।
 

অন্তমিলে 'হরণ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

লুটপাট, অপযশ
    খর্বতা, লুন্ঠন,
ছিনতাই, নিন্দা, হ্রাস
   ডাকাতি, ধর্ষণ।

পাচার, সতীত্বনাশ
     অবমুল্যায়ন,
চুরি, চৌর্য, তসরূপ
     হরণ, লুঠন।

অন্তমিলে 'নতুন'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আধুনিক, তাজা, নয়া
    টাটকা, তরুণ,
সদ্যজাত, নব্য, নব
     নবীন, নতুন।

অন্তমিলে 'হীন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নীন্দনীয়, অবনত
   গরীব, অধম,
ক্ষীণ, শূন্য,  নীচ, হীন
     ইতর, অক্ষম।

Wednesday, July 31, 2019

অন্তমিলে 'শিক্ষক' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
 
শিক্ষাদাতা, শিক্ষয়িতা
  গুরু, অধ্যাপক,
উপাদ্যায়, উপদেষ্টা
   ওস্তাদ, দীক্ষক।

শিক্ষক, ঠাকুর, সাস্তা
    অধ্যক্ষ, সর্দার,
মন্ত্রদাতা, বিদ্যাদাতা
      পন্ডিত, মাষ্টার।

  

অন্তমিলে 'মূর্খ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

গবেট, গর্দভ, মূর্খ
  বোকা, বিদূষক,
খাসি, বোমা, নাড়াবুনে
    বুদ্ধু, আহম্মক।
   
  
  

অন্তমিলে 'জ্ঞান' এর প্রতিশব্দ

মুহামদ আবদুল মান্নান ইয়াকুবী

শিক্ষা, বিদ্যা, অভিজ্ঞতা
      তথ্য, অধ্যয়ন,
অবগতি, তত্ত্ব, জ্ঞাত,
      ধী, উপগমন।

ধীশক্তি, বোধ, প্রবোধ, বুদ্ধি
    চেতন, পরিজ্ঞান,
বিদ্যাবেত্তা, অনুভুতি,    
        মিতি, সংজ্ঞা, জ্ঞান।

   

অন্তমিলে 'ভালো' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উপযুক্ত, ব্যবহার্য
    মঙ্গল, সদয়
মনোরম, উপকার
 আচ্ছা, কৃপাময়।

প্রগাঢ়, সুকৃতি, দৃঢ়
    শিব, প্রীতিকর,
শুভ, সাধু, সৎ, প্রেয়
     শ্রেয়, হিতকর।

সুশীল, কল্যাণ, খাঁটি
      মঙ্গলসাধন,
ভদ্র, উপযুক্ত, যোগ্য
      উন্নতিসাধন।
    

Tuesday, July 30, 2019

অন্তমিলে 'মন্দ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অসাধু, বদ, দুষ্ট, খারাপ
              অসৎ, ক্ষতিকর,
নিছনি, ব্যসন, আশিব
     অসিব, 'কু' অমঙ্গলকর।

অন্তমিলে 'আকার'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আকৃতি, চেহারা, ঢং
   কায়া, অবয়ব,
কলেবর, কাঠামো, ডক
    আদল সৌষ্ঠব।

ডৌল, ছাঁদ, ধাঁচ, রূপ
   ধরন, গঠন,
দেহ, শরীর, অঙ্গ
    স্বরূপ, গড়ন।

Monday, July 29, 2019

অন্তমিলে 'গরিব' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অভাবযুক্ত, দীন-দরিদ্র
    অভাবী, দিন-হীন,
অবস্থাহীন, জীর্ণশীর্ণ
    ফতুর ,অর্থহীন।

নির্ধন, কাঙ্গাল, অভাবগ্রস্থ
    দুর্ভাগা, অসচ্ছল,
নিঃস্ব , কাতর, সঙ্গতিহীন
    অনুদার, নিঃসম্বল।
     
     
   

অন্তমিলে 'লোভ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রলুব্ধতা, টান, লিপ্সা
   বশ, প্রলোভন,
প্ররোচনা, যাদু, মোহ
   লোভ, বিমোহন।

সম্মোহন, আকর্ষণ
   লালসা, আকাঙ্ক্ষা
অনুরক্তি, ফুসলানো
অভিরতি, কাঙ্ক্ষা।

অন্তমিলে 'ষন্ডা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চোয়াড়, গোঁয়ার, বলী
  গুন্ডা, পলোয়ান,
কান্ডজ্ঞানহীন, ষন্ড
     ষন্ডা, বলবান।

    

Sunday, July 28, 2019

অন্তমিলে 'চোখ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কননীকা, দৃষ্টি, অক্ষি
   নয়না, লোচন,
চোখ, নেত্র, আঁখি, চক্ষু
    নজর, নয়ন।

অন্তমিলে 'শরম'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অমর্যাদা, অপমান
       ত্রপা, চক্ষুলজ্জা,
কলঙ্ক, গ্লানি, শরম
        মানহানি, লজ্জা।
         

অন্তমিলে 'ষাড় 'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ষাঁড়, এঁড়ে, বলীবর্দ
    বৃষভ,ঋষণ্ড,
দামড়া,পুঙ্গব, বৃষ
   গো, বলদ, ষণ্ড।
  

    

Saturday, July 27, 2019

অন্তমিলে 'স্বামী' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দয়িত, কান্ত, খসম
  কর্তা, পতি, বর,
জীবনবল্লভ, নাথ
   শয্যাসহচর।

অর্ধাঙ্গ, আদমী, ভর্তা
  ক্ষেত্রী, সয্যাসঙ্গী,
ভাতার, মনিব, প্রভু
   স্বামী, চিরসঙ্গী।

অন্তমিলে 'বেয়াদবি' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বেহায়াপনা, তুচ্ছতা
গোস্তাকি, জেঠাম,
উচ্ছৃঙ্খলতা, ঔদ্ধত্য
   রুক্ষতা, ঠেঁঠাম।

প্রগল্ভতা, নির্লজ্জতা
  ধ্রষ্টামি, হীনতা
অশিষ্টতা, অসৌজন্য
   ধৃষ্টতা, নীচতা।

অন্তমিলে 'ভদ্রতা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিনয়, অমায়িকতা,
    বিনতি, শিষ্টতা
শিষ্টচার, মনোজ্ঞতা
     আদব, ভব্যতা।

কোমলত্ব, সুশীলতা
  সৌজন্য, তনুতা,
বিনম্রতা, শালীনতা
    শ্লীলতা, নম্রতা।
  

Friday, July 26, 2019

রমজানে প্রার্থনা- ৩০

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

করুণাময় মহাপ্রভু
গফুর ও গাফ্ফার,
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

রমজানের আজ শেষ দিবসে
ওহে মাওলা ধনী,
দুহাত তুলে তোমার পানে
দয়ার প্রহর গুনি।
ধন্য হবো পেলে তোমার দয়া ও দিদার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

রোজা, নামাজ, দান, সদকা সব
করবো তোমার তরে,
কোনো গুনা করবো না আর
বলছি শপথ  করে।
হৃদয় কাঁপে পাপের ভয়ে মাফ করো পরওয়ার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

পাপকে ঘৃণা করার মতো
দাও ঈমানী বল,
যাতে তোমার জন্যে থাকে
আমর প্রাণ উচ্ছল।
পূণ্যবানদের মতো পূত করো মন আমার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

    . 

অন্তমিলে 'বড়'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সম্ভ্রান্ত, নেহাত, উচ্চ
     প্রকান্ড, বৃহৎ,
উদার, প্রশস্ত, লম্বা
     বিশাল, মহৎ।

জেষ্ঠ্য, ধনী, শীর্ষ, দীর্ঘ
     শ্রেষ্ঠ, অতিশয়
ডাগর, চওড়া, মস্ত
      লাট, সদাশয়।
 

   

অন্তমিলে 'ভাই' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সোদর্য,ভ্রাতৃ, একজ
  ভ্রাতা, সহোদর,
ভাইয়া, সোদর, ভায়া
   সগর্ভ, একোদর।
 

অন্তমিলে 'ওঠা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

গাত্রোত্থান, ঊর্ধ্বগতি
   খাড়া, অভ্যোুদয়,
আবির্ভাব, উৎপন্ন,
    উত্থিতি, উদয়।

খাড়া, তোলা, অগ্রগতি
     বাড়া, উন্নয়ন,
বৃদ্ধিশীল, নিদ্রাজাগা
      ওঠন, বর্ধন।

অন্তমিলে 'রাজপুত্র' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুখ্যব্যক্তি, রাজপুত, নেতা,
             নায়ক, সর্দার, কুমার,
রাজবংশধর, অধিপতি,
               যুবরাজ, রাজকুমার।
              

অন্তমিরে 'রাজকন্যা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাজকুমারী, রাজদুহিতা
    রাজকন্যা, রাজ-অঙ্গজা,
রাজতনয়া, শাহজাদী,
     রাজবালা, রাজ-দেহজা।

রাজকন্যকা, নবাবজাদী
       রাজপুত্রী, রাজদারিকা,
রাজাত্মজা, রাজতনয়া
       রাজসুতা, রাজপুত্রীকা।

    

অন্তমিলে 'রাণী' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বেগম, রাজমহিষী,
  রাজপতি, রাজ্ঞী,
ঠাকরূণ, বিবি, রাণী
   মহিষী, সম্রাজ্ঞী।

অন্তমিলে 'রাজা, এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অধীশ, নরেশ, ভূপ
  অধীপ, কৃপেন্দ্র,
অবনীশ ক্ষিতিনাথ
  ক্ষিতিপ, নরেন্দ্র।

নরাধিপ, নৃপামণি
  নৃপ, অধিপতি,
জাঁহাপনা, বাদশাহ
  রাজা, ক্ষিতিপতি।

রাজশেখর, খৌণিশ
   ঠাকুর, ভূধর,
মনিব, ধরণীধর
     রাজরাজেশ্বর।

অধীরাজ, অধীশ্বর
  অধিভু, নৃপাল,
নরপতি, মহিপাল
রাজেন্দ্র, ভূপাল।

প্রজাপালক, পাতশা
   রাজন্য, ভূপতি,
বিশ্বপালক, সম্রাট,
   রাজড়া, নৃপতি।
    

  

অন্তমিলে 'রাত' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাত্তির, নিশুতি, রাতি
   যামিকা, রজনী,
ত্রিযামা, অসুরা, রাত
     শর্বরী, শমনী।

বিভাবরী, যামবতী,
  ক্ষপা, নিশীথিনী,
ক্ষণদা, অন্ধিকা, নিশি
    রাত্রী, তারকিনী।

নিঃসম্পাত, রাত্রিবেলা
    ক্ষপা, নিশিকাল,
প্রদেশকাল, অন্ধিকা,
    নক্ত, রাত্রিকাল।

অন্তমিলে 'নিঝুম' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অনুচ্চারিত, অক্রীয়,
    গোমটা, নীরব,
মুখচাপা, নিরুত্তর
   নিঃশব্দ, অরব।

শব্দহীন, চুপচাপ
  সংযতবাক,
অনুরক্ত স্বল্পভাষী
  নিসাড়া, নির্বাক।

Thursday, July 25, 2019

অন্তমিলে 'লাভ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পাওনা, উন্নতি, লাভ
   লাভবান, নাফা,
কিফায়ত, উপকার
    অর্জন, মুনাফা।

অর্জিত, সুবিধা, জিতা
    কামান, সফল,
বৃদ্ধি, লাভ, পরিভৃতি
    জয়, ফলাফল।

Wednesday, July 24, 2019

অন্তমিলে 'স্বর্ণ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নিষ্ক, সোনা, জাম্বুক, কলথৌত
      অষ্টাপদ সুবর্ণ,
কর্বুর,  কণক, গৌরবিত, হেম
      হিরণ, কাঞ্চন, স্বর্ণ।

অন্তমিলে 'পন্ডিত' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিদ্বান, প্রাজ্ঞ, মনীষী
     বিশারদ, বিজ্ঞ,
ঋষি, জ্ঞানী, বিচক্ষণ
     পন্ডিত, অভিজ্ঞ।

অন্তমিলে 'সাপ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আশীবিষ, চক্ষুশ্রবা
   কঁচুকি, নাগিনী,
দ্বিজিহ্বা, পান্না উরগ
       সরীসৃপ, ফণী,

গোক্ষুরা, ভুজগ, অহি
       নাগ, ফনাধর,
  ককোধর, ভুজঙ্গম,
      ব্যাল,  বিষধর।

বায়ুভুক, সর্প, সাপ
     উরহ, উরঙ্গ,
কালনাগ, ফনাধারী
   পন্নগ, ভুজঙ্গ।

Tuesday, July 23, 2019

অন্তমিলে 'হাতি' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দ্রুুমারি, দ্বিপ, বারণ, কুঞ্জর
       মাতঙ্গ, পিল, করী ,
দন্তী, দ্বিরদ, নাগ, দন্তাবল
        ক্ষুদ্রাক্ষ, পুস্করী।

সিন্ধুর, কুনকে, মাকলা, রদনী
    কুনকি, রদি, গজ
হাতি, হস্ত, ঐরাবৎ, ইভ
    ইরম্মদ, নগজ।

Monday, July 22, 2019

অন্তমিলে 'চিন্তন' এর প্রতিশব্দ

অনুধাবন, কল্পনা
    ভাবনা, স্মরণ,
ভাবা, চিন্তা, বিভাবন
    ভাবন, মনন।

অনুচিন্তা, চিন্তন,
খেয়াল, আধ্যান,
অনুস্মরণ, উদ্বোধ
   অনুধ্যায়, ধ্যান।
    
   

অন্তমিলে 'ঠাট্টা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিদ্রুপ, রসিকতা,
      উপহাস,
তামাসা, মশকরা
       পরিহাস।

অন্তমিলে 'ঋণ' এর প্রতিশব্দ।

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ঋণ, ধার, কর্জ, দেনা
     দায়, বিকলন।
দেয়, বাকী, হাওলাত,
    পাওনা, দাদন।
        ........

অন্তমিলে 'ধনী' এর প্রতিশব্দ

অর্থশালী, সার্থ, ধনী
     অর্থবান, মালদার,
আণ্ডিল, আঢ্য, আলাল, সচল
    প্রচুর, দৌলতদার।

সম্পদশালী, ধনশালী
    বৃত্তবান, শ্রীমন্ত,
ধনবান,সমৃদ্ধ, সুস্থিত
      ধনাঢ্য, উন্নত।

উমদা, সচ্ছল, প্রাচুর্যময়
    দামী, বৃত্তশালী,
প্রবহনশীল, পয়সাওয়ালা
     ক্ষেমবান , আলালী।

করদ-নদী, উচ্ছলিত
   ধনধান্যপূর্ণ,
প্রবহনশীল, অপর্যাপ্ত
    অঢ়েল, মূদ্রপূর্ণ।
   
   

,

Sunday, July 21, 2019

অন্তমিলে 'দয়ালু'এর প্রতশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

করুণাময়, ক্ষমাশীল
    ক্ষমী, দয়াবান,
অনুগ্রাহক, করুনিক
     কৃপা, ক্ষমাবান।

অনুকম্পা, স্নেহশীল
  সাধু, কৃপাময়,
সকরুণ, সদাসয়
  দরদী, সদয়।

উৎকৃষ্ট, সুকৃতি
শিষ্ট, অমায়িক,
অনুকূল, সহায়ক
বদান্য, ধার্মিক।

পরোপচিকীর্ষা, শুভ
   কোমল, হৃদয়,
উপকারেচ্ছু, সুশিল
    শ্রেয়, মায়াময়।

Saturday, July 20, 2019

অন্তমিলে 'ভালবাসা'এর প্রতি শব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভালবাসা, অনুরাগ,
            প্রেম, অনুরক্তি,
আকর্ষণ, অনুষঙ্গ
         আসঙ্গ, আসক্তি।

আদর, মমতা, স্নেহ
           কামনা, আকুল,
পেয়ার,  পছন্দ, প্রীতি
             পিরিত, ব্যাকুল।

করুণা, দয়া, আসক্ত
              প্রেম, লোভ, লুব্ধ,
রিরংসা, কামানল,
             লোলুপ, প্রলুব্ধ।

লিপ্সা, ভাব, রতি,কাম
                    পরিতোষপূর্ণ,
দিলখোলা, আন্তরিক
                     সমাদরপূর্ণ।

              

অন্তমিলে 'থাকা' এর প্রতিশব্দ

উপস্থিতি, বসবাস
    বাস, অবস্থান,
অবস্থিতি, স্থিতিকাল
    টেকা, অধিষ্ঠান।

স্থির, যাপন, কাটান,
   রওয়া, দাঁড়ান,
বাসস্থান, স্থিতাবস্থা
    বহাল, কাটান।

    
  
      
   

    

অন্তমিলে 'ছলনা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুটবুদ্ধি, ছলাকলা,
    ভণিতা, ছলনা,
প্রবঞ্চনা, ফুসলান
  ছলা, প্রতারণা,

ভাঁড়ান, কপটাচরণ
ধোঁকাবাজি, ছল
ভান, ছুতা, জাল, ফাঁদ
  জোচ্চুরি, কৌশল।

চাতুরী, ন্যাকামি, ছলা
      ধোঁকা, কপটতা,
উপলক্ষ, ফাঁকিবাজি
     ছলন, শঠতা
     

অন্তমিলে 'ছলনা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুটবুদ্ধি, ছলাকলা,
    শঠতা, ছলনা,
প্রবঞ্চনা, ফুসলান
  ধোঁকা, প্রতারণা,

ভাঁড়ান, কপটাচরণ
ধোঁকাবাজি, ছল
ভান, ছুতা, জাল, ফাঁদ
  জোচ্চুরি, কৌশল।

অন্তমিলে 'তেজ'এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আশক্তি, মেজাজ, ফুর্তি
     জ্যোতি, বিচ্ছুরণ,
বিকাশ, আলোক, তাপ
     জ্বালানি, দাহন।

দৈহিকশক্তি, দেমাক
  দীপ্তি, বলিষ্ঠতা,
ওজস্বীতা,অংশুক
  প্রভা, সজিবতা,

রজগুন,গর্ব, ত্বিষা
  বীর্য, প্রাণশক্তি,
পুরুষত্ব, উদ্দীপনা
   বর্চ,কর্মশক্তি।

সক্রীয়শক্তি , উচ্ছ্বাস
   প্রভাব, উত্তেজন,
অহংকার, বিক্মশশ
   দীধিতি, দহন।
 
বসু, আলা, বিভা, নুর
    ভানু, বিকাশন,
রশ্মি, ময়ুখ, আলতো
     জ্বলন, কিরণ।
   

       

Friday, July 19, 2019

অন্তমিলে 'ঝিলিক' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ঝলমল, উজ্বলতা
   প্রদীপ্তি, ঝলক,
ঝলকানো, প্রতিবিম্ব
   প্রভা, চকচক।

ছটা, দীপ্তি, চমকানো
     দ্যুতি, ঝলসানি,
চমক, ঔজ্বল্য, আভা
     তেজ, চমকানি।
  

অন্তমিলে 'ঢাক'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মৃদঙ্গ, ডম্বরু, ডাক
        ঢাকি, ভেঁপি, ভেরী,
কেদার, পটহ, ঢোল,
         তুরি, ডাক,  ঢেঁড়ি।

অন্তমিলে 'ঠক' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রতারক, প্রতারণা
            ঠক, ফাঁকিবাজ,
টগ, ধূর্ত, ফাঁকিবাজ
            চাল, ঠকবাজ।

অন্তমিলে 'ডাক'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সম্বোদন, আকর্ষণ,
   ডাকা, আমন্ত্রণ,
দাওয়াত, আবাহন
   ডাক, নিমন্ত্রণ।

অন্তমিলে 'ডাকা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সম্বোদন, আকর্ষণ,
   ডাকা, নিমন্ত্রণ,
দাওয়াত, আবাহন
   ডাক, আমন্ত্রণ।

Thursday, July 18, 2019

অন্তমিলে 'বাবা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জন্মদাতা, পূর্বপুরুষ,
  আব্বুজি, জনিতা,
বাবা, আব্বাজান, আব্বু
   পিতৃ, জনয়িতা।

জন্মদ, বাবুজি, পিতা
    জনক, বাজান,
বাবাজি, আব্বাজি, আব্বি
     ধাতা, বাবাজান।

অন্তমিলে 'ছাত্র'এর প্রতিশব্দ

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পড়ুয়া, অধীয়মান,
   পাঠক, পাঠার্থী,
শিক্ষানবিশ, অধ্যেতা
   ছাত্রিক, শিক্ষার্থী।

অনুবর্তী, শাগরেদ
     শিষ্য, অনুচারী,
পশ্চাদানুসারী, ছাত্র,
     অনুসরণকারী।

     

অন্তমিলে 'ঐক্য' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সঙ্গতি, জোট, একরূপতা,
            সঙ্ঘ, অখণ্ডতা,
এককত্ব, সামঞ্জস্য,
             মিলন, সমগ্রতা।

অভেদ, ঐকতান, কৈবল্য, এক
              যুক্ত, অভিন্নতা,
অভিসন্বাদ, অবিচ্ছেদ, মিল,
            একত্ব, একতা।
        

অন্তমিলে 'ঔষধ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

   জায়ু, অগদ, ঔষধি,
           ভেষজবিদ্যা,
   ভেষজ, অবলেহ,
           চিকিৎসাবিদ্যা।
  

Wednesday, July 17, 2019

অন্তমিলে 'ঊষা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রাভাতিক, ভোর, প্রত্যুষ, সকাল
     ফজর, প্রাতঃকাল,
ঊষা, বেহান, উদয়, প্রাতঃ
      প্রভাত, ঊষাকাল।
    
        

অন্তমিলে 'একাকীত্ব'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নিরিবিলি, নির্জনবাসী
  একক, নিঃসঙ্গতা,
একাকীত্ব, নির্জন, একা
    একলা, নির্জনতা।

অন্তমিলে 'ঘৃণা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

      অবজ্ঞা, অশ্রদ্ধা, আড়ি
           অন্তর্দাহ, রেষ,
      মাত্সর্য, দ্বেষ, চিত্তদাহ
           খলতা, বিদ্বেষ।
         
           

অন্তমিলে 'গৌরব' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অহংকার, দাপ, আত্মাভিমান
         গরিমা  গোমর,
গৌরব, দর্প, যশ, অভিমান
          গর্ব, আড়ম্বর।

কুদরত, ভগ, সুখ, মহিমা
       জিতা, জয়ী, মান,
আদব, মহৎ, খ্যাতি, দম্ভ
        মর্যাদা, সম্মান।
       

অন্তমিলে সাগরের প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উদধি, জলদি, জলাধিপা
      অম্বুধি, জলধর,
ঊর্মিমালী,বারীশ, বরুণ
      পয়োধি, সাগর।

রত্নগর্ভ, জলারণ্য
   প্রচেতা, বারিধি,
মকরাকর, মকরালাম
   রত্নাকর, জলনিধি।

সিন্ধু, সায়র, জলোনিধি
   জলেন্দ্র, পাথার,
পয়োনিধি, বারিনিধি,
     অর্ণব,পারাবার।

জলদি, অকুল, অম্ভোনিধি
   জলেশ্বর, নীরধি,
ধরণীপ্লব, নদীকান্ত
    নীলাম্বু, তয়োধি।
        ........
   

Tuesday, July 16, 2019

অন্তমিলে 'খাদ্য 'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

খাদ্য, খাবার, রসদ, অন্ন
      অদন, অশন, আধার,
খোরাক, ভোজন, ভোজ্য, ভক্ষণ
       আহার্য, ভোজ, আহার।