মুজিব তুমি
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মুজিব তুমি বঙ্গভূমির
গর্বিত সন্তান,
তোমার হস্তে রক্ষিত হয়
বঙ্গ মাতার মান।
নিশার তিমির বিতাড়নের
তুমি কিরণমালী,
শোষণ, ত্রসন নির্মূলের এক
শ্রেষ্ঠ বীর বাঙালি।
দেশ-জাতিকে মুক্ত করাই
ছিল তোমার ব্রত,
তাই শোষকের নির্যাতনে
ছিলে অবিরত।
সৌর্যে-বীর্যে তুমি যেনো
ছিলে কালাপাহাড়,
হায়েনারা বঙ্গ ছাড়ে
ছায়া দেখে তোমার।
বজ্রতুল্য কন্ঠ তোমার
সুধামাখা বাণি,
আকাশতুল্য উদার তুমি
আমরা সবাই জানি।
হাজার বছর ধরে এ দেশ
ছিল পরাধীন,
পারেনি তো এ দেশটাকে
করতে কেউ স্বাধীন।
তোমার হাতে স্বাধীনতা
হয়েছে অর্জিত,,
হাজার বর্ষের শ্রেষ্ঠ বঙ্গে
তাই তুমি স্বীকৃত।
ধন্য তুমি, থাকবে তোমার
অমর -অক্ষয় নাম,
হৃদয় ভরে জানাই তোমায়
শ্রদ্ধা ও সালাম।
.........
No comments:
Post a Comment