Tuesday, March 28, 2017

ছাগপ্রিয় চপল খোকার গান

  ছাগপ্রিয় চপল খোকার গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ছাগপ্রিয় এক চপল খোকা
পল্লিতে বাস করে,
তার পোষিত ছাগের সাথে
সখিতা সে গড়ে।
নিত্য ঘোরে তার সাথে ছাগ বাইরে এবং ঘরে--
ছাগপ্রিয় এক চপল খোকা পল্লিতে বাস করে।।

আদর করে ছাগটিকে সে
অতি উজাড় মনে,
ছাগও তাকে অতি প্রিয়
ভাবে একারণে।
তার সাথে ছাগ নাচে-খেলে সারাটা দিন ধরে--
ছাগপ্রিয় এক চপল খোকা পল্লিতে বাস করে।।

নেই ডিজিট্যাল খেলনা যে তার
খেলবে সে তা নিয়ে,
তাই সে দোলনা খেলে গাছে
ছাগের রশি দিয়ে।
দোলনাতে সে চড়ে যখন ছাগল তখন চরে--
ছাগপ্রিয় এক চপল খোকা পল্লিতে বাস করে।।

তাদের দুয়ের মাঝে নিত্য
চলে প্রীতির লড়াই,
এ লড়ায়ে তারা করে
আপন আপন বড়াই।
তারাই যেনো তাদের দুঃখ নাশে পরস্পরে।
ছাগপ্রিয় এক চপল খোকা পল্লিতে বাস করে।।

     

Monday, March 27, 2017

সেরা ক্রিকেটারের গান

মুহাম্মদ আবদুল মন্নান ইয়াকুবী

আমি এখন বাংলাদেশের
সেরা ক্রিকেটার,
ছক্কা মেরে বলটি আমি
মাঠ করে দিই পার--
আমি এখন বাংলাদেশের সেরা ক্রিকেটার।।

জন্ম আমার সোনার বাংলার
সবুজ-শ্যামল গাঁয়,
এর মাঠে ভাই ক্রিকেট খেলায়
দিনটা আমার যায়।
আমার খেলা দেখে সবে
বলে চমৎকার--
আমি এখন বাংলাদেশের সেরা ক্রিকেটার।।

বোলিং করার ব্যাপারেও
দক্ষ আমার হাত,
প্রতিপক্ষের বল ক্যাচ করে
সরব রাখি মাঠ।
আমার বোলিং দখলে বেটসম্যান 
দিশা হারায় তার-
আমি হবো বাংলাদেশের সেরা ক্রিকেটার।।

আই, সি, সি-তে খেলতে আমায়
ডাকলে টায়গার দল,
বিশ্বকাপ জয় করে রাখবো
জাতির নাম উজ্জ্বল।
প্রমাণ করবো বিশ্বে সেরা
টাইগার এ বাংলার--
আমি হবো বাংলাদেশের সেরা ক্রিকেটার।।
            ........

         

Saturday, March 25, 2017

গর্বিতা খুকী

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আমি ছোট্ট খুকী কিন্তু
   সবই করতে পারি,
লেখা-পড়ার ফাঁকে ফাঁকে
    গৃহের কাজও সারি।

মুখরোচক খাবার তৈরী
  আরো নানা কাজে,
নিত্য আমি ব্যস্ত থাকি
   সকালে ও সাঁঝে।

কাজের মেয়ে রাখার সুযোগ
    দিই না আপন ঘরে,
নিজের কাজটা নিজে করি
     তৃপ্তিতে মন ভরে।

নিয়মিত বিদ্যালয়ে
  করে থাকি গমন,
শিক্ষা অর্জন করে আমি
  গড়বো সুখের জীবন।

কখনো নই হীন আমি
     কন্যাশিশু বলে,
কর্মে আমি সফল হয়ে
     থাকবো গগনতলে।

Thursday, March 23, 2017

হিজাব পরিহিতা খুকী

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

যাচ্ছে খুকী পাঠশালাতে
   সাথে নেই কেউ তার,
হিজাবপরা বেশে তাকে
    দেখায় চমৎকার।

চাঁদের কোমল রূপটি যেনো
       বদনে তার মাখা,
কায়াও তার গেলাপ ফুলের
        রূপে যেনো ঢাকা।

চোখদুটো তার দেখায় যেনো
       রূপে নীলাকাশ,
সফল জীবন গড়া খুকীর
        দৃঢ় অভিলাষ।

মধুর খুকীর মুখের কথা
   স্বভাব খুকীর ভালো,
এমন খুকী পিতা-মাতার
   সংসারে দেয় আলো।

Wednesday, March 22, 2017

মেলার সেরা আকর্ষণ

    মেলার সেরা আকর্ষণ     
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চলছে মেলা ধরাতলে
        জাগছে খুশির ঢেউ,
লোকজন মেলায় কেনছে জিনিস
      দেখছে মেলা কেউ।

হাঁড়ি পাতিল কেনছে কেউ কেউ
      নিজের ইচ্ছে মত,
শিশুরাও নানা খেলনা
      কেনছে শত শত।

যুবক এবং যুবতীরা 
     মেলায় দেখায় ঠাট,
কেউ কেউ আবার ভাবটা দেখায়
      যেনো বড় লাট।

ধরে প্রেকিক-প্রেমিকারা
   পরস্পরের হাত,
ঘোরে মেলায় মনের সুখে
     হয়ে প্রেমে মাত।

কোনো কোনো সময় তাদের
      প্রেমের হয় ভাঙ্গন,
মেলায় দিতে হেরফের হলে
       প্রীতির উপঢৌকন।

আবার কোনো সময় শোনি
      ঘটতে সর্বনাশ,
মেলা ঘোরে ফেরার পথে
      প্রেমিকা হয় লাশ।

মেলায় দর্শক বুড়া-বুড়ী
      দেখা যায় কতক
ভাবে যেনো পেতে তারা
      যৌবনের ঝলক।

নানা সাজের দর্শক মেলার
       আকর্ষণ বাড়ায়,
বেহায়ার সাজ দেখে লোকজন
        নয়নে শূল পায়।

এক যুবকের সাজ দেখায় তার
        নগ্নপাছা আজ,
যা দেখে লোক বোঝলো কেমন
        নব্যরুচির সাজ।

এটি হচ্ছে আজকের মেলার
       সেরা আকর্ষণ,
হাসিতে তাই মুখরিত
          মেলার মাঠ-প্রাঙ্গন।

শিশু হাফিজ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

এ যে দেখো সোনার শিশু
            হাতে আল-কোরআন,
বদনে তার নূরের জ্যোতি
             দেখলে জুড়ায় প্রাণ।

মর্তে এখন এ শিশুটি,
                 স্বর্গের আশীর্বাদ,
তাকে দেখে রূপটি হারায়
              দূর আকাশের চাঁদ।

সূর্য যেনো হারাচ্ছে আজ
               তার নিজস্ব তেজ,
ধরায় দেখে এ শিশুটি
           কোরআনের হাফেজ।

এ কোরআনে দূর করে  দেয়
             ভবের অন্ধকার,
ছড়িয়ে দেয় আলোর জ্যোতি
             পথ হারে না আর।

পরিপূর্ণ জীবন বিধান
       এ গ্রন্থ ধরায়,
সব সসস্যার সমাধান তাই
      এতে পাওয়া যায়।

আল-কোরআনের নীতি মানলে
      বিশ্বে সর্বজন,
মহাসুখের প্লবে তারা
       ভাসবে আজীবন।

এ শিশুটির বক্ষে আছে
       পবিত্র কোরআন,
তাইতো ধরায় পাচ্ছে সে আজ
       স্বর্গীয় সম্মান।

পাঁচ বছরের কম বয়সে
      কোরআনের হাফেজ
হতে লাগে কঠোর শ্রম আর
        মেধাটা সতেজ।

গর্বিত এ শিশু এতে
        হয়েছে সফল,
বেহেস্তি নূর সর্বাঙ্গে তার
         করে তাই ঝলমল।

সে যেনো আজ ধরার মাঝে
       স্বর্গীয় মেহমান,
সবার দোয়ায় জীবন হোক তার
         অতি মহীয়ান।
                 ........

Sunday, March 19, 2017

মা

            মা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ধরার মাঝে মা গো তুমি
প্রভুর সেরা দান,
নয়ন তোমার দয়ার জ্যোতি
কোমল তোমার প্রাণ।
প্রসারিত হস্তে তোমার জাগে সুুুুখের বান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।
      
মাগো আমরা পাই যে তোমার
হৃদয়মাখা মায়া,
তোমার হৃদয় ঢেকে রাখে
খোদার কৃপার ছায়া।
বিশ্ব আঁধার দেখি তোমার বদন দেখলে ম্লান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।

আড়াল করে আমাদের প্রাণ
তোমার প্রাণের মাঝে,
তাই আমাদের সুখ-দুঃখের সুর
তোমার প্রাণে বাজে।
আমাদের সুখ নিয়ে শুধু তোমার থাকে ধ্যান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।

নিত্য মাগো তোমার স্মরণ
থাকে হৃদয় গাঁথা,
তুমি ছাড়া বিশ্বে দেখি
দুঃখের আসন পাতা।
তোমায় নিয়ে জাগে উল্লাস; কণ্ঠে জাগে গান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।

ডাকলে তোমায় দুঃখের মাঝে
যাতনা যায় চলে
স্বর্গটাও পাই যে মাগো
তোমার চরণ তলে।
জীবনটা হয় তোমার স্নেহে স্বর্গীয় উদ্যান-
ধরার মাঝে মাগো তুমি প্রভুর সেরা দান।।

                .....

    

Saturday, March 18, 2017

ছাদ বিড়ালী

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

  ছাদ বিড়ালী, নয় বিড়ালী
        রূপটি তার অতুল,
   বদনে তার ফুলেল হাসি
        মাথায় কালো চুল।

আসরমুক্ত থাকার কবজ
      ঝুলছে গলায় তার,
পারবে না জ্বিন-পরি তাকে
       ক্ষতি করতে আর।

  ছাদ বিড়ালী নাম রাখলেও
        বাবায় আদর করে,
     আছে তাতে ছাপা দুঃখ
           বিড়ালীর অন্তরে।

      বিটলেমি নেই তার চরিত্রে
              শান্ত একটি মেয়ে,
      চাদ হারায় তার নিজের রূপটি
             বিড়ালীর রূপ চেয়ে।

      ছাদ বিড়ালী নিত্য থাকে
              হাসি-খুশি মনে,
      এ কারণে আদর তাকে
                করে সর্বজনে।

বীর শিশুর গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বীর বাঙ্গালির শিশু আমি
বীরের বেশে থাকি,
লাল সবুজের নিশান হাতে
শির উন্নত রাখি।
দেখলে অন্যায় রুখতে আমি
হায়দরী হাঁক হাঁকি--
           আমি বীরের বেশে থাকি।।

সত্যের আমি বীর সেনানী
মিথ্যা বিনাশ করি,
নীতির পক্ষে থাকি আমি
দুর্নীতি রোধ করি।
বিপথগামী লোককে আমি
সরল পথে ডাকি--
               আমি বীরের বেশে থাকি।।

আল্লাহ ছাড়া কাউকে আমিভয় করি না ভবে,
দেখলে আমায় ত্রাসে কাঁপে
পাপিষ্ঠের দল সবে।
ফুটেছি ফুল হয়ে আমি
দেশটা আমার শাখী--
                আমি বীরের বেশে থাকি।।

সাম্প্রদায়িক সম্প্রীতিভাব
রখবো আমি চাঙ্গা,
এতে আমার স্বাধীন দেশটা
থাকবে নিত্য রাঙ্গা।
রাখবো না দেশ-জাতির স্বার্থে
কোনো কাজ আর বাকি।
        আমি বীরের বেশে থাকি।।
                   ........

Friday, March 17, 2017

নাতি আমার

মুহাম্মদ আবদুল মান্নাম ইয়াকুবী

নাতি আমার ফুলের মত
   নেই তুলনা যার,
মুক্তা ঝরে হাসিতে আর
    কথায় মধু তার।

বদনে তার মাখা থাকেে
   চাঁদের মতো রূপ,
আকাশের শুকতারার মতো
     দেখায় তার দুচোখ।

স্বভাব নাতির অতি মধুর
     উদার নাতির মন,
এমন মধুর নাতি আমার
      সপ্ত রাজার ধন।

   

Thursday, March 16, 2017

যেখানে চলে আমার স্থায়ী বসবাস

:মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবারিত মাঠ-ঘাট, অসংখ্য বাট
বিভার কিরণরাঙ্গা, শশীর সুহাস,
সবুজ-শ্যামলঘেরা, পুষ্পে মনোহরা,
বারিস্নাত ধরা যেথা ঐশ্বয্যের রাশ।

বিচিত্র সুতার ফল, বিপুল ফসল
উর্বর ফলন মাটি, ছায়ায় নিবাস,
গিরি-সৈকত, বনানী, নানা জাত প্রাণী
উদার নিসর্গে নিত্য জাগায় উচ্ছ্বাস।

ষড়ঋতুর ষড়রঙ্গ, সমুদ্র তরঙ্গ
সুশীতল সমীরণ, সুনীল আকাশ,
কোকিলের কুহুরব, বাসন্তি সৌষ্ঠব,
সতত জাগিয়ে রাখে, হৃদয়ে উল্লাস।

বৈশাখের উন্মাদন, ময়ূর নাচন
আর থাকে রূপে যার ভরা আশপাশ,
সেটিই আমার ভূমি, প্রিয় জন্মভূমি
যেখানে চলে আমার স্থায়ী বসবাস।

Tuesday, March 14, 2017

বৃথা কামনা

        বৃথা কামনা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইচ্ছে করে এ ধরাতে
     চিরজীবী হতে,
থাকতে চির তরুণ এবং
   চলতে আপন মতে।

বিশ্ব তার রূপ আর ধনের লোভ
   দেখায় আমায় অপার,
ইচ্ছে করে ওসব চির
       অধীন করে রাখার।

মধুর লাগে এ ধরাতে
     করতে জীবন যাপন,
কারণ,  এতে ঘটাতে যায়
      ইচ্ছার প্রতিফলন।

ধরায় তৃপ্তির শেষ না থাকায়
      ছাড়তে চাই না তাকে,
তবুও ধরা ছাড়তেই হবে
             পরকালের ডাকে।
           .......

Monday, March 13, 2017

কানাই প্রফেসারের গান

  কানাই প্রফেসারের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চশমাচোখ নাতিকে আজ
দেখায় চমৎকার,
লাল গোলাপের হাস্যরূপও
ফুটছে মুখে তার।
তাই নাতিকে বলছে নানা কানাই প্রফেসার।।

নাতির মেধা অতি প্রখর
যেনো দিবাকর,
নিশিতেও দেখায় নাতি
যেনো সুধাকর।
দেবে নাতি জ্ঞানের আলো,
রাখবে না আঁধার
তাই নাতিকে বলছে নানা কানাই প্রসেসার।।

কলেজ এবং ছাত্র-ছাত্রী
পায় না নাতি ভবে,
ভাবছে নাতি মিশন যে তার
পূর্ণ বিফল হবে।
এখন নাতির নানা ছাড়া
শিষ্য নেই কেউ আর--
তাই নাতিকে বলছে নানা কানাই প্রফেসার।।
             ......

Sunday, March 12, 2017

জীবনসুখে নারী

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নারী ছাড়া নরের জীবন
          হয় না সুখের মোটে,
ব্যাকুলতায় দিবস কাটে
           কষ্টে আহার জোটে।

তার অভাবে নরের থাকে
                নিত্য হৃদয় ফাটা,
তবু প্রায়ই দেখি নারীর
                 মাথায় পড়ে ঠাঠা।

যাতনায় নর ভাঙ্গে যদি
                 নারীর কোমল মন,
সংসারে আর স্বর্গীয় সুখ
                  করে না গমন।

                    .....

একা নাতি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আজকে নাতি আছে একা
      নানা নেই তার পাশে,
বোধ হয় নাতি এ কারণে
        মনের সুখে হাসে।

মধুর নানার সঙ্গ নাতির
  আর লাগে না ভালো,
তাই সে দেখছে হাস্যমুখে
    ভিন্ন প্রীতির আলো।

নেত্রে নাতির রঙ লেগেছে
          রঙ্গীন দেখছে ধরা,
ক্ষিতির রূপের মোহে নাতির
           মনটা এখন ভরা।

Tuesday, March 7, 2017

সতর্ক বাণি

চক্ষু মেলে দেখো মুসলিম
                তোমার চারিপাশে,
দুর্বলেরা জয় করে সব
              মনের সুখে হাসে।

এখন তারা তোমায় নিয়ে
           চালায় লয়ের খেলা,
তবু তাদের পা চাটিয়ে
        কাটাও কেনো বেলা?
          ......

Monday, March 6, 2017

নানা নাতির একই সাজে

নানা নাতির একই রূপের
  সাজটি দারুণ দেখায়,
এক বৃন্তে দুই রক্তজবা
    ফুটে যেনো শাখায়।

জোড়া মানিক পাখির মত
       মোহ তাদের আজ,
মন জুড়ে  যায় দেখলেে তাদের
       প্রীতি এবং সাজ।

খুশির উত্তাল হিল্লোল এখন
     বইছে তাদের প্রাণে,
তাইতো নানা নাতির পিছু
     ছুটছে মনের টানে।

Sunday, March 5, 2017

নাতির চুমোয়

   নাতির চুমোয়
মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

এক চুমোতে যেমন তেমন
       দুচুমোতে মজা,
তিন চুমোতে নাতি রাজা
       নানা হবে প্রজা।

নানা নাতির প্রীতি রাজ্যে
    নামবে খুশির ঢল,
নাচবে সখি গাইবে সখা
   দেখবে লোক সকল।

নামবে বারি, গেয়ে জারী
      চাঙ্গা করবে ধরা,
রাজ্য তখন হবে নাতির
      ফল-ফসলে ভরা।

নারীর গড়া ফুলেল পরিবার

নারীর গড়া ফুলের মত
        পরিবার যে পায়,
ভবের সেরা ভাগ্যবান লোক
         তাকে বলা য়ায়।

লেগে থাকে মহানন্দ
       পরিবারে  তার,
দুঃখ তাকে দেখলে খুঁজে
       পথটা পালাবার। 

দুদিনের এ ধরাধামে

 সে লোক থাকে সুখে,

বইতে থাকে চিরশান্তির

      তরঙ্গ তার বুকে।

           .......