নাতির চুমোয়
মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী
এক চুমোতে যেমন তেমন
দুচুমোতে মজা,
তিন চুমোতে নাতি রাজা
নানা হবে প্রজা।
নানা নাতির প্রীতি রাজ্যে
নামবে খুশির ঢল,
নাচবে সখি গাইবে সখা
দেখবে লোক সকল।
নামবে বারি, গেয়ে জারী
চাঙ্গা করবে ধরা,
রাজ্য তখন হবে নাতির
ফল-ফসলে ভরা।
No comments:
Post a Comment