নানা নাতির একই রূপের
সাজটি দারুণ দেখায়,
এক বৃন্তে দুই রক্তজবা
ফুটে যেনো শাখায়।
জোড়া মানিক পাখির মত
মোহ তাদের আজ,
মন জুড়ে যায় দেখলেে তাদের
প্রীতি এবং সাজ।
খুশির উত্তাল হিল্লোল এখন
বইছে তাদের প্রাণে,
তাইতো নানা নাতির পিছু
ছুটছে মনের টানে।
No comments:
Post a Comment