Wednesday, March 22, 2017

মেলার সেরা আকর্ষণ

    মেলার সেরা আকর্ষণ     
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চলছে মেলা ধরাতলে
        জাগছে খুশির ঢেউ,
লোকজন মেলায় কেনছে জিনিস
      দেখছে মেলা কেউ।

হাঁড়ি পাতিল কেনছে কেউ কেউ
      নিজের ইচ্ছে মত,
শিশুরাও নানা খেলনা
      কেনছে শত শত।

যুবক এবং যুবতীরা 
     মেলায় দেখায় ঠাট,
কেউ কেউ আবার ভাবটা দেখায়
      যেনো বড় লাট।

ধরে প্রেকিক-প্রেমিকারা
   পরস্পরের হাত,
ঘোরে মেলায় মনের সুখে
     হয়ে প্রেমে মাত।

কোনো কোনো সময় তাদের
      প্রেমের হয় ভাঙ্গন,
মেলায় দিতে হেরফের হলে
       প্রীতির উপঢৌকন।

আবার কোনো সময় শোনি
      ঘটতে সর্বনাশ,
মেলা ঘোরে ফেরার পথে
      প্রেমিকা হয় লাশ।

মেলায় দর্শক বুড়া-বুড়ী
      দেখা যায় কতক
ভাবে যেনো পেতে তারা
      যৌবনের ঝলক।

নানা সাজের দর্শক মেলার
       আকর্ষণ বাড়ায়,
বেহায়ার সাজ দেখে লোকজন
        নয়নে শূল পায়।

এক যুবকের সাজ দেখায় তার
        নগ্নপাছা আজ,
যা দেখে লোক বোঝলো কেমন
        নব্যরুচির সাজ।

এটি হচ্ছে আজকের মেলার
       সেরা আকর্ষণ,
হাসিতে তাই মুখরিত
          মেলার মাঠ-প্রাঙ্গন।

No comments: