Monday, October 14, 2019

অন্তমিলে, চালাক' এর প্রতিশব্দ

চতুর, দক্ষ, চোখা, ওস্তাদ
       ধূর্ত, পটু, সেয়ান,
ঝানু, চালবাজ, কুশল, পাকা
      নিপুন, বুদ্ধিমান।

Sunday, October 13, 2019

অন্তমিলে 'যুদ্ধ' এর প্রতিশব্দ

সমর, সংগ্রাম, লড়াই, কন্দল
       অনীক, দ্বন্দ্ব, যোধন,
মল্লযুদ্ধ, আহব, বিরোধ
      রণ, প্রতিদারণ।
             .....
          

Saturday, October 12, 2019

অন্তমিলে 'দরিয়া';এর প্রতিশব্দ

স্রোতস্বিনী, স্রোতস্বতী
    নদী, কল্লোলিনী,
শৈবলিনী, তরঙ্গিনী
    নদী, পয়স্বিনী।

মন্দাকিনী, স্রোতোবহা
     গঙ্গা, নির্ঝরিণী,
আপগা, তটিনী, গাঙ
      নই, প্রবাহিণী।
     

    

Friday, October 11, 2019

অন্তমিলে 'দক্ষ' এর প্রতিশব্দ

পারদর্শী, তৎপর
   চতুর, কিশলী
বিদগ্ধ, ক্ষমতাবান
   পটু সুকৌশলী

ক্ষমতাশালী,কার্মুক
    পারক, নিপুণ,
প্রবীণ, সুদক্ষ, পাকা
     কারূ, সুনিপন।

অন্তমিলে 'ধুমধাম' এর প্রতিশব্দ

শোভাযাত্রা, আড়ম্বর
     মহাসমারোহ,
জাঁকজমক, জমক
    ঘটা, সমারোহ।

Sunday, October 6, 2019

অন্তমিলে 'দান'এর প্রতিশব্দ

দান, খয়রাত, দয়া
  ভিক্ষা,বদান্যতা,
দানশীলতা, দাক্ষিণ্য
   ত্রাণ  উদারতা।

হিতৈষিতা, নজরানা
   তত্ব, বিতরণ।
দেওয়া , উপঢৌকন
   স্থাপন, বর্ষণ।

আরোপন, নিবসন,
  ভেট, সম্প্রদান।
উপায়ন, সওগাত,
  অর্পণ, প্রদান।