Sunday, December 9, 2018

রমজানের সৌজন্যে প্রার্থনা-২৩

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২৩

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে প্রভু!
তোমার ডাকে আসলাম একা
যাবো একা ডাকলে আবার,
আমি পাপী হতভাগা
মাপ করে দাও গুনাহ্ আমার।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।

রমজানের আজ পুণ্য রাতে
যাঁচি তোমায় খালি হাতে,
কবুল করো আমার দোয়া
আর দাও তোমার কৃপা অপার।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।
    
অচিন দেশে যাবো যেদিন
নিঃস্ব আমি থাকবো সেদিন
তোমায় ছাড়া পাবো না যে
কোনো উপায় খুঁজেও আর।
            তোমার ডাকে আসলাম একা
             যাবো একা ডাকলে আবার।।

আছি ভুলে জীবনব্যাপী
হয়েছি তাই মহাপাপী,
তুমি মহা ক্ষমাশীল তাই

আশা রাখি তবে ক্ষমার।

            তোমার ডাকে আসলাম একা
            যাবো একা ডাকলে আবার।।
                  ......

Thursday, December 6, 2018

শিশুর গুরুত্ব

শিশুর গুরুত্ব

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মোদের দেশের শিশু যদি
   জঠর জ্বালায় মরে,
তবে মোদের অধঃপতন
  থাকবে যুগ যুগ ধরে।

শিশু হলো একটা দেশ ও
      জাতির ভবিষ্যৎ,
আগামীতে সে তো আনবে
     স্বর্ণযুগ আলবৎ।

হাতের মুঠোর মধ্যে শিশু
     রাখবে সারাবিশ্ব,
ধরায় কাউকে দেবে না সে
     হতে কভু নিঃস্ব।

আদর-যত্ন দিয়ে শিশু
     রাখ শান্তি-সুখে,
বদন যেনো ম্লান না হয় তার
    কোনে কষ্টে, দুঃখে।

শিক্ষা-দীক্ষা দিয়ে সবে
    গড়তে হবে শিশু ,
কারণ,ভাবীর কাণ্ডারী সে
   নির্মাতা আর যিশু।
          ......
তারিখঃ ০২-১২-২০১৮ খ্রি.

Tuesday, December 4, 2018

নামাজ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পাঞ্জেগানা নামাজ কায়েম
    করুন ঈমানদার,
নামাজ দ্বারা আদেশ পালন
      হয়ে যায় মাওলার।

স্রষ্টা ছাড়া পড়তে হয় না
  নামাজ কারো জন্যে,
পড়লে নামাজ মহান আল্লাহ্
    খুশি হন এজন্যে।

আল্লাহর দ্বীন কায়েম করতে
   পড়তে হয় নামাজ,
এর দ্বারা হয় স্রষ্টা-সৃষ্টির
    মেলবন্ধনের কাজ।

নামাজে হয় খোদা তালার
     শোকরিয়া আদায়,
আরো অনায়াসে তাঁরই
    সাক্ষাত পাওয়া যায়।

আল্লাহর হক আদায় করতে
     চান যদি সবাই
তবে সকল নর ও নারীর
      নামাজ পড়া চাই।

গুনাহ থেকে বাঁচায় নামাজ;
      পুণ্যের দেয় ছয়লাপ,
আর নামাজির কবর আজাব
      করেন খোদা মাফ।

নামাজ পড়লে ত্রাণ পাওয়া যায়
  শয়তানের হাত থেকে,
সব ওয়াক্তে তাই আগে নামাজ
   পড়বে সব কাজ রেখে।

নামাজি হন প্রিয়পাত্র
      আল্লাহ তালার,
ছাড়লে নামাজ জাহান্নামি
      হবেন খবরদার।
               .....
তারিখঃ ০৪-১২-২০১৮ খ্রি.