Saturday, March 17, 2018

সাবধান বাণি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নয়ন মেলে ওরে মুসলিম
      দেখরে তোর চারপাশে,
  জাগছে সকল দুর্বল জাতি
        বিজয়ের উল্লাসে।
  
তারাই এখন তোদের নিয়ে
               করে ধ্বংসের খেলা,   
তবু তাদের পা চাটিয়ে
              কাটাস তোরা বেলা।
                   .....

Sunday, March 4, 2018

অচেনা পাখি

    অচেনা পাখি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিজন বনে কূজন করে
    অচেনা এক পাখি,
রূপমাখা সে পাখিটাকে
    দেখলে জুড়ায় আঁখি।

বনকে মুখর রাখে পাখি
    তার সুরেলা গানে,
ওই সুরে সব অলস প্রাণে
    সজিবতা আনে।

না বলা যে কথা সবে
     মনে চেপে রাখে,
অশ্রুত তার সুর দিয়ে তা
       ব্যক্ত হয়ে থাকে।

মোহমুগ্ধ কন্ঠটি তার
    বিজন বনে ভাসে, 
তাই অচেনা পাখিটাকে
      সবাই ভালোবাসে। 
               .......