Tuesday, April 23, 2024

ভন্ড সমাচার

ভন্ড সমাচার
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভন্ডদের আজ কদর বেশি
              বাংলাদেশের ভেতরে,
পূজা তাদের করে বহু
              মানুষরূপী ইতরে।

নেইকো তাদের ধর্মীয় জ্ঞান
                দেখায় ধর্মে শ্রদ্ধা খুব, 
শয়তানেরই মলে তারা
                পূত হতে মারে ডুব। 

গাঁজার আসর বসায় তারা
            মারে গাঁজায় নেশারটান,
মাতালামি আর আস্ফালনে
           মুখে জপে আল্লার নাম। 

মদ,গান, নাচ আর জেনায় তাদের
              খানকা থাকে সরগরম,
বিজ্ঞজনে দেখলে এদের
                বলে পাপী, বেশরম।

জাহান্নামের পথিক হবে
          চললে এদের পথ ধরে,
শাস্ত্রবিদদের কথা এখন
             শোনে না সব বর্বরে। 

তারিখ. ০৫- ০২- ২০২৪ খ্রি.

             ........

Sunday, April 14, 2024

আলেমের কারণে



অধিকাংশ আলেম এখন
     দেখা যায় পথভ্রষ্ট,
যাদের দ্বারা হচ্ছে ধর্মের
     ঐতিহ্য বিনষ্ট।

এদের থাকে টাকার লিপ্সা
         এলেমের স্বল্পতা,
কথা, কর্ম আর চিন্তায় নেই
       মোটেও সততা।

বেশভূষাতে সাজে অলি
        আর করে ভণ্ডামি,
 স্বার্থে রক্ষায় পর ঠকাতে
      করে সব নোংরামি।

ঐক্য, সংযম, উদারতা
    সামাজিক সম্প্রীতি,
দেখা যায় না তাদের মাঝে
     এসব রীতি-নীতি। 

একে অন্যের বিরোধিতায়
       বনে রণবীর, 
খানকা করে লোকালয়ে
       সাজে ভন্ড পীর। 
 

Tuesday, April 9, 2024

বাজে আলেম সম্পর্কে

আপনারা আলেম হয়ে খেঁকিকুত্তার মত কামড়াকামড়ি করেন। তাই বর্তমানে আপনাদেরকে মানুষ বয়কট করে চলছ। আপনাদের এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে জনগণ আপনাদেরকে দেখলে মুগুর নিয়ে নেড়িকুত্তাকে যেভাবে তাড়ায় সেভাবে তাড়াবে। আর আপনাদের মতো নোংরা আলেমদের কারণে প্রকৃত আলগণও অপমানিত হবে এবং বর্তমানে হচ্ছেও।

Monday, April 8, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ২৮

পবিত্র রমজানের সৌহন্যে প্রার্থনা-২৮
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে ক্ষমাশীল, হে দয়াবান,
বিশ্বপ্রভু রাব্বানা,
দুহাত তুলে তোমার নিকট
করছি আজ এ যাচনা,
"দাও আমাকে দৃঢ় ঈমান আর দাও দৃঢ় চেতনা।"
                       কবুল করো প্রার্থনা।।

ঈমান ছাড়া পুণ্যবান লোক
হয় না কভু ভুলোকে,
মরলে হবে এমন লোকের
কঠিন শাস্তি দ্যুলোকে।
এ অবস্থা আমায় তুমি দিয়ো না হে মাওলানা।
                       কবুল করো প্রার্থনা।।

সারা বিশ্বের সব জাতিতে
মেলবন্ধনের দাও বন্যা,
অশান্ত এ বিশ্বে করো
স্থায়ী শান্তির সূচনা।
সিয়াম ব্রতের অসিলায় এ চাওয়ায়  বিমুখ হয়ো না।
                    কবুল করো প্রার্থনা

             .....

Sunday, April 7, 2024

প্রার্থনা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুব

হে প্রভু, বিশ্বস্রষ্টা, আমি তোমার দাশ
তোমার দরবারে করি প্রার্থনা,
চাই ক্ষমা আর করি তব
অনুগ্রহ কামনা।
             কবুল করো প্রার্থনা।

হে মহান, হে দয়াবান,
তুমিই সর্বদাতা, তোমার দানের নেই
তুলনা। আজীবন আমাকে রেখো আনন্দে ভরপুর করে বর্ষিয়ে তব করুণা।
                কবুল করো প্রার্থনা।

হে সর্বক্ষমতাবান, মম জীবনের 
সবঋতুকে বৃথা যেতে দিও না,
শক্তি দাও এগুলোতে ভালো বীজ বপিতে যেনো মোর যবুথবু শীত ঋতুতে আসে ফসলের বন্যা।
               কবুল করো প্রার্থনা।