Tuesday, April 23, 2024

ভন্ড সমাচার

ভন্ড সমাচার
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভন্ডদের আজ কদর বেশি
              বাংলাদেশের ভেতরে,
পূজা তাদের করে বহু
              মানুষরূপী ইতরে।

নেইকো তাদের ধর্মীয় জ্ঞান
                দেখায় ধর্মে শ্রদ্ধা খুব, 
শয়তানেরই মলে তারা
                পূত হতে মারে ডুব। 

গাঁজার আসর বসায় তারা
            মারে গাঁজায় নেশারটান,
মাতালামি আর আস্ফালনে
           মুখে জপে আল্লার নাম। 

মদ,গান, নাচ আর জেনায় তাদের
              খানকা থাকে সরগরম,
বিজ্ঞজনে দেখলে এদের
                বলে পাপী, বেশরম।

জাহান্নামের পথিক হবে
          চললে এদের পথ ধরে,
শাস্ত্রবিদদের কথা এখন
             শোনে না সব বর্বরে। 

তারিখ. ০৫- ০২- ২০২৪ খ্রি.

             ........

Sunday, April 14, 2024

আলেমের কারণে



অধিকাংশ আলেম এখন
     দেখা যায় পথভ্রষ্ট,
যাদের দ্বারা হচ্ছে ধর্মের
     ঐতিহ্য বিনষ্ট।

এদের থাকে টাকার লিপ্সা
         এলেমের স্বল্পতা,
কথা, কর্ম আর চিন্তায় নেই
       মোটেও সততা।

বেশভূষাতে সাজে অলি
        আর করে ভণ্ডামি,
 স্বার্থে রক্ষায় পর ঠকাতে
      করে সব নোংরামি।

ঐক্য, সংযম, উদারতা
    সামাজিক সম্প্রীতি,
দেখা যায় না তাদের মাঝে
     এসব রীতি-নীতি। 

একে অন্যের বিরোধিতায়
       বনে রণবীর, 
খানকা করে লোকালয়ে
       সাজে ভন্ড পীর। 
 

Tuesday, April 9, 2024

বাজে আলেম সম্পর্কে

আপনারা আলেম হয়ে খেঁকিকুত্তার মত কামড়াকামড়ি করেন। তাই বর্তমানে আপনাদেরকে মানুষ বয়কট করে চলছ। আপনাদের এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে জনগণ আপনাদেরকে দেখলে মুগুর নিয়ে নেড়িকুত্তাকে যেভাবে তাড়ায় সেভাবে তাড়াবে। আর আপনাদের মতো নোংরা আলেমদের কারণে প্রকৃত আলগণও অপমানিত হবে এবং বর্তমানে হচ্ছেও।

Monday, April 8, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ২৮

পবিত্র রমজানের সৌহন্যে প্রার্থনা-২৮
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে ক্ষমাশীল, হে দয়াবান,
বিশ্বপ্রভু রাব্বানা,
দুহাত তুলে তোমার নিকট
করছি আজ এ যাচনা,
"দাও আমাকে দৃঢ় ঈমান আর দাও দৃঢ় চেতনা।"
                       কবুল করো প্রার্থনা।।

ঈমান ছাড়া পুণ্যবান লোক
হয় না কভু ভুলোকে,
মরলে হবে এমন লোকের
কঠিন শাস্তি দ্যুলোকে।
এ অবস্থা আমায় তুমি দিয়ো না হে মাওলানা।
                       কবুল করো প্রার্থনা।।

সারা বিশ্বের সব জাতিতে
মেলবন্ধনের দাও বন্যা,
অশান্ত এ বিশ্বে করো
স্থায়ী শান্তির সূচনা।
সিয়াম ব্রতের অসিলায় এ চাওয়ায়  বিমুখ হয়ো না।
                    কবুল করো প্রার্থনা

             .....

Sunday, April 7, 2024

প্রার্থনা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুব

হে প্রভু, বিশ্বস্রষ্টা, আমি তোমার দাশ
তোমার দরবারে করি প্রার্থনা,
চাই ক্ষমা আর করি তব
অনুগ্রহ কামনা।
             কবুল করো প্রার্থনা।

হে মহান, হে দয়াবান,
তুমিই সর্বদাতা, তোমার দানের নেই
তুলনা। আজীবন আমাকে রেখো আনন্দে ভরপুর করে বর্ষিয়ে তব করুণা।
                কবুল করো প্রার্থনা।

হে সর্বক্ষমতাবান, মম জীবনের 
সবঋতুকে বৃথা যেতে দিও না,
শক্তি দাও এগুলোতে ভালো বীজ বপিতে যেনো মোর যবুথবু শীত ঋতুতে আসে ফসলের বন্যা।
               কবুল করো প্রার্থনা।



Sunday, March 31, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা -২০

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২০                       
   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইয়া আল্লাহু, ইয়া সাত্তারু,
ইয়া আলিমু, ইয়া গাফ্ফার,
পাক রমজানের অসিলাতে
মাফ করে দাও পাপ আমার।।

আমার মনে জাগিয়ে দাও
ন্যায়-নীতি আর প্রীতিবোধ,
শক্তি সাহস দাও গো আরো
অন্যায় করতে প্রতিরোধ।
তুমি ভিন্ন কাউকে যেনো ভয় না করি আমি আর,
পাক রমজানের অসিলাতে মাফ করে দাও পাপ আমার।।

করো আমার মন আলোময়
কোরান সুন্নার আলোতে,
বিশ্বে জাগাও শান্তির বন্যা
সমাজ, রাষ্ট্রগুলোতে।
ধরায় যেনো মানবতার থাকে শুধু জয় জয়কার,
পাক রমজানের অসিলাতে মাফ করে দাও পাপ আমার।

মানবতার কান্না থামাও
করছি আজ এ প্রার্থনা,
সৃষ্টির সেরা জীবের কান্নায়
ধরা সফল হচ্ছে না।
একারণে তপ্ত মরুর রূপ হয়েছে এ ধরার,
পাক রমজানের অসিলাতে মাপ করে দাও পাপ আমার।।
                  ..........

Saturday, March 30, 2024

কদর রাতের সৌজন্যে

(কদর রাতের সৌজন্যে)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কদর রাতে করছি খোদা
তোমার নিকট প্রার্থনা,
দূর করে দাও ধরা থেকে
মুসলমানদের যন্ত্রণা-
                   কবুল করো প্রার্থনা।।

মুসলিম নিধন বিশ্বের অনেক
দেশে চলছে, থামছেনা,
যারা চালায় নিধন কর্ম
দাও তাদেরকে গঞ্জনা।
              কবুল করো প্রার্থনা।।

জীবিতরা ভোগছে শুধু
স্বজন হারার বেদনা,
জাগাও তাদের মনে খোদা
বিয়োগ ব্যাথার শান্তনা-
                        কবুল করো প্রার্থনা।।

শীঘ্রই তাদের রক্ষা কর
ধ্বংসের মুখে রেখো না,
মুক্তি পেতে দাও তাদেরকে
শক্তি, সাহস, চেতনা-
                      কবুল করো প্রার্থনা।।

তাদেরকে দাও ঈমানী বল
একতার দাও প্রেরণা,
জ্ঞান-বিজ্ঞানে খোল তাদের
সুখ-সমৃদ্ধির মোহনা-
                        কবুল করো প্রার্থনা।।

মৃত মুসলিম নর-নারীর 
আত্মায় আযাব দিয়ো না,
করছি আমরা তাদের জন্যে
তোমার কৃপা কামনা।
                         কবুল করো প্রার্থনা।।

পিতা-মাতার জন্যে প্রভু
জান্নাত করছি যাচনা,
পরকালে তারা যেনো
পায় না আদৌ লাঞ্চনা-
                          কবুল করো প্রার্থনা।।

সত্য পথের পথিক করে
রেখো মোমিন-মো'মেনা,
কদর রাতের বরকত থেকে
কাউকে নিরাশ করো না-
                              কবুল করো প্রার্থনা।

দোয়া আমার কবুল করো;
গুনা করো মার্জনা,
কদরে চাই দিদার তোমার
এর বেশি আর চাইবো না-
                            কবুল করো প্রার্থনা।।

চরিত্রবান হওয়ার তরে
বাড়াও মনে এষণা
প্রিয়ভূমি রক্ষার্থেও
দাও সাহসী প্রেষণা-
                          কবুল করো প্রার্থনা।।

বিশ্বে সকল জাতির উপর
ঝরাও প্রীতির ঝরনা,
না হয় যাতে তাদের মাঝে
বাড়াবাড়ির সূচনা-
                       কবুল করো প্রার্থনা।।

হে দয়াবান, তোমার দয়ার
হয় না কোন তুলনা,
বিশ্ববাসী সুখে রেখো
বর্ষণ করো করুণা-
                            কবুল করে প্রার্থনা।।
                      ........

Wednesday, March 27, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২

রমজানের সৌজন্যে -২
      ভক্তিগীতি
              মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে মাহে রমজান!
তোমার মাঝে জাগে ধরায়
খোদাপ্রীতির বান,
পুণ্যকর্মে মুসলিম থাকে
নিবেদিত প্রাণ।
বিশ্বপ্রভুর দয়ার থাকে অফুরন্ত দান-
                         হে মাহে রমজান!

তন্দ্রা যেনো দূর হয়ে যায়
তোমার আগমনে,
খোদার দিদার পেতে মুসলিম
থাকে জাগরণে।
নিঝুম রাতে জেগে মু'মিন পাঠ করে কুরআন-
                         হে মাহে রমজান!

 কদর তোমার অনেক বেশি
হে কোরআনের মাস ,
তোমার মাঝে অধিক ক্ষমা
পায় আল্লাহর দাস।
তাইতো থাকে প্রার্থনাতে মগ্ন মুসলমান,
                        হে মাহে রমজান!

রোজ হাশরে আল্লাহ যখন
হবেন বিচারক,
তখন তুমি সব মুমিনের
থেকো সহায়ক।
সাক্ষ্য দিও রোজাদারের দিতে পরিত্রাণ,
                        হে মাহে রমজান।।

                      .......

Sunday, March 24, 2024

রমজানের সৌজন্যে প্রার্থনা-১৩

    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী 

ওহে প্রভু!
ধরায় আমরা তোমার ওপর
এনেছি ঈমান,
নামাজ পড়ি, রোজা রাখি
করি তোমার ধ্যান।
আরো করি তোমার ওপর সর্বদা নির্ভর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

আমরা করি হজ্ব পালন আর
জাকাত করি দান,
আজান দিয়ে নামটি তোমার
রাখি মহীয়ান।
জপি তোমার পবিত্র নাম আমরা নিরন্তর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

আমরা পড়ি তোমার কালাম
পবিত্র কোরআন,
মর্ত্যে আমরা নিত্য করি
তোমার গুণ ও গান।
তোমার জন্যে হিজরত  করি, আপন করি পর -
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

পূর্বে কিন্তু আমরা ছিলাম
বিশ্বসেরা বীর,
ন্যায়-নীতি আর ঐক্যে আমরা
রাখতাম উঁচু শির।
ঐতিহ্যহীন আজ আমরা তাই, শত্রু দেখায় ডর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

দাও আমাদের ঈমানি বল
দাও প্রযুক্তির জ্ঞান,
ঐক্যশক্তি দিয়ে কর
বিশ্বে বলীয়ান।
শান্তির বিশ্ব গড়ার শক্তি দাও হে শক্তিধর!
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।

                     .......

Saturday, March 23, 2024

রমজানের প্রার্থনা-১১

রমজানের প্রার্থনা -১১
        মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে আল্লাহ করুণাময়, সর্বশক্তিমান
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।

রোজা, নামাজ, জিকির খোদা
কবুল করো সব,
মাফ করে দাও আমাদের পাপ
এ মাসে হে রব!
দৃঢ় করে দাও গো আরো আমাদের ঈমান--
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।

তোমার প্রেমে আমরা যেনো
থাকি নিরন্তর,
তোমার ভয়ে কাঁপে যেনো
আমাদের অন্তর।
মনের পশু দমনেরও শক্তি করো দান-
তোমার জন্য করছি পালন সিয়ামে রমজান।।

এ পবিত্র মাসে তুমি
রাখলে কদর রাত,
যে রাত্রিতে কোরআন নাজিল
করলে হে পাক জাত!
করো প্রভু ওই নিশিতে মোদের ভাগ্যবান -
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।

জ্ঞান-বিজ্ঞানে রেখো উঁচু
মুসলমানদের শির,
শান্তির বিশ্ব গড়তে তাদের
করো কর্মবীর।
জাগিয়ে দাও তাদের ভেতর ঐক্যশক্তির বান-
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।
              ......