Friday, June 21, 2019

ব্যর্থ প্রেমিক/ প্রেমিকাকে


ব্যর্থ হওয়ায় ভালবাসার
     তৃষ্ণা নিবারণে,
আছো তুমি এর বিরুদ্ধে
     নিত্য অনশণে।

ক্ষোভের অনল জ্বলছে এতে
      চাঙ্গা হচ্ছে খরা,
রাঙা তোমার হচ্ছে না তাই
      ভালবাসার ধরা।

চিরতরে মনটা তুমি
  পূত রেখো যদি,
পেয়ে যাবে ভালবাসার
     চিরস্থায়ী গদি।
           ....
তারিখঃ ২১-০৬- ২০১৯ খ্রি.
( শুক্রবার রাত আট ঘটিকা)

.

.

Monday, June 17, 2019

শিক্ষক মান্যকরণ

শিক্ষক মান্যকরণ
মুহাম্মদ আবদুল মন্নান ইয়াকুবি
  
যিনি তোমার শিক্ষক তাঁকে
মান্য কর যদি,
ভবিষ্যতে পাবে তুমি
ধরায় সুখের গদি।
শিক্ষকের তাই মন জয় করে চলবে নিরবদি।।

তোমরা যারা ছাত্র-ছাত্রী
কর শিক্ষা অর্জন,
স্মরণ রাখবে, শিক্ষক করেন
শিষ্যের জীবন গঠন।
এ কারণে শিক্ষকগণকে করবে অনুসরণ।।

শিক্ষক হলেন জাতি গড়ার
সুদক্ষ নির্মাতা
ছাত্র করলে অপমান তার
সহে না বিধাতা।
যথামান দাও তাঁকে যাতে তিনি শিক্ষাদাতা।।
        .......

Wednesday, June 5, 2019

ঈদের চাঁদ

   ঈদের চাঁদ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ওই যে দেখো উর্ধ্বাকাশে
       ওঠছে ঈদের চাঁদ,
এ চাঁদে আজ মর্তে জাগায়
       ঈদ মোবারক নাদ।

ঈদের জোয়ার ডোবাবে কাল
     সকল পাপাচার,
প্রীতির জলে বসুন্ধরায়
     ভাসবে ঈমানদার।

থাকবে না কেউ হীনতা আর
    দুঃখ-দুর্দশায়,
দীনের কষ্ট মুছে দেবে
   যাকাত ও ফিৎরায়।

মুমিন-মুসলিম ঈদের দিনে
      যে খুশিটা পান,
ওই খুশিটা স্বর্গ থেকে
     স্রষ্টা করেন দান।
       
বছরের এক বিশেষ দিনে
     ঈদ আসে ধরায়,
আর সেই বিশেষ দিনটির খবর
    এ চাঁদে জানায়।
            ........