Wednesday, June 5, 2019

ঈদের চাঁদ

   ঈদের চাঁদ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ওই যে দেখো উর্ধ্বাকাশে
       ওঠছে ঈদের চাঁদ,
এ চাঁদে আজ মর্তে জাগায়
       ঈদ মোবারক নাদ।

ঈদের জোয়ার ডোবাবে কাল
     সকল পাপাচার,
প্রীতির জলে বসুন্ধরায়
     ভাসবে ঈমানদার।

থাকবে না কেউ হীনতা আর
    দুঃখ-দুর্দশায়,
দীনের কষ্ট মুছে দেবে
   যাকাত ও ফিৎরায়।

মুমিন-মুসলিম ঈদের দিনে
      যে খুশিটা পান,
ওই খুশিটা স্বর্গ থেকে
     স্রষ্টা করেন দান।
       
বছরের এক বিশেষ দিনে
     ঈদ আসে ধরায়,
আর সেই বিশেষ দিনটির খবর
    এ চাঁদে জানায়।
            ........

No comments: