Wednesday, July 31, 2019

অন্তমিলে 'শিক্ষক' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
 
শিক্ষাদাতা, শিক্ষয়িতা
  গুরু, অধ্যাপক,
উপাদ্যায়, উপদেষ্টা
   ওস্তাদ, দীক্ষক।

শিক্ষক, ঠাকুর, সাস্তা
    অধ্যক্ষ, সর্দার,
মন্ত্রদাতা, বিদ্যাদাতা
      পন্ডিত, মাষ্টার।

  

অন্তমিলে 'মূর্খ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

গবেট, গর্দভ, মূর্খ
  বোকা, বিদূষক,
খাসি, বোমা, নাড়াবুনে
    বুদ্ধু, আহম্মক।
   
  
  

অন্তমিলে 'জ্ঞান' এর প্রতিশব্দ

মুহামদ আবদুল মান্নান ইয়াকুবী

শিক্ষা, বিদ্যা, অভিজ্ঞতা
      তথ্য, অধ্যয়ন,
অবগতি, তত্ত্ব, জ্ঞাত,
      ধী, উপগমন।

ধীশক্তি, বোধ, প্রবোধ, বুদ্ধি
    চেতন, পরিজ্ঞান,
বিদ্যাবেত্তা, অনুভুতি,    
        মিতি, সংজ্ঞা, জ্ঞান।

   

অন্তমিলে 'ভালো' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উপযুক্ত, ব্যবহার্য
    মঙ্গল, সদয়
মনোরম, উপকার
 আচ্ছা, কৃপাময়।

প্রগাঢ়, সুকৃতি, দৃঢ়
    শিব, প্রীতিকর,
শুভ, সাধু, সৎ, প্রেয়
     শ্রেয়, হিতকর।

সুশীল, কল্যাণ, খাঁটি
      মঙ্গলসাধন,
ভদ্র, উপযুক্ত, যোগ্য
      উন্নতিসাধন।
    

Tuesday, July 30, 2019

অন্তমিলে 'মন্দ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অসাধু, বদ, দুষ্ট, খারাপ
              অসৎ, ক্ষতিকর,
নিছনি, ব্যসন, আশিব
     অসিব, 'কু' অমঙ্গলকর।

অন্তমিলে 'আকার'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আকৃতি, চেহারা, ঢং
   কায়া, অবয়ব,
কলেবর, কাঠামো, ডক
    আদল সৌষ্ঠব।

ডৌল, ছাঁদ, ধাঁচ, রূপ
   ধরন, গঠন,
দেহ, শরীর, অঙ্গ
    স্বরূপ, গড়ন।

Monday, July 29, 2019

অন্তমিলে 'গরিব' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অভাবযুক্ত, দীন-দরিদ্র
    অভাবী, দিন-হীন,
অবস্থাহীন, জীর্ণশীর্ণ
    ফতুর ,অর্থহীন।

নির্ধন, কাঙ্গাল, অভাবগ্রস্থ
    দুর্ভাগা, অসচ্ছল,
নিঃস্ব , কাতর, সঙ্গতিহীন
    অনুদার, নিঃসম্বল।
     
     
   

অন্তমিলে 'লোভ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রলুব্ধতা, টান, লিপ্সা
   বশ, প্রলোভন,
প্ররোচনা, যাদু, মোহ
   লোভ, বিমোহন।

সম্মোহন, আকর্ষণ
   লালসা, আকাঙ্ক্ষা
অনুরক্তি, ফুসলানো
অভিরতি, কাঙ্ক্ষা।

অন্তমিলে 'ষন্ডা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চোয়াড়, গোঁয়ার, বলী
  গুন্ডা, পলোয়ান,
কান্ডজ্ঞানহীন, ষন্ড
     ষন্ডা, বলবান।

    

Sunday, July 28, 2019

অন্তমিলে 'চোখ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কননীকা, দৃষ্টি, অক্ষি
   নয়না, লোচন,
চোখ, নেত্র, আঁখি, চক্ষু
    নজর, নয়ন।

অন্তমিলে 'শরম'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অমর্যাদা, অপমান
       ত্রপা, চক্ষুলজ্জা,
কলঙ্ক, গ্লানি, শরম
        মানহানি, লজ্জা।
         

অন্তমিলে 'ষাড় 'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ষাঁড়, এঁড়ে, বলীবর্দ
    বৃষভ,ঋষণ্ড,
দামড়া,পুঙ্গব, বৃষ
   গো, বলদ, ষণ্ড।
  

    

Saturday, July 27, 2019

অন্তমিলে 'স্বামী' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দয়িত, কান্ত, খসম
  কর্তা, পতি, বর,
জীবনবল্লভ, নাথ
   শয্যাসহচর।

অর্ধাঙ্গ, আদমী, ভর্তা
  ক্ষেত্রী, সয্যাসঙ্গী,
ভাতার, মনিব, প্রভু
   স্বামী, চিরসঙ্গী।

অন্তমিলে 'বেয়াদবি' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বেহায়াপনা, তুচ্ছতা
গোস্তাকি, জেঠাম,
উচ্ছৃঙ্খলতা, ঔদ্ধত্য
   রুক্ষতা, ঠেঁঠাম।

প্রগল্ভতা, নির্লজ্জতা
  ধ্রষ্টামি, হীনতা
অশিষ্টতা, অসৌজন্য
   ধৃষ্টতা, নীচতা।

অন্তমিলে 'ভদ্রতা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিনয়, অমায়িকতা,
    বিনতি, শিষ্টতা
শিষ্টচার, মনোজ্ঞতা
     আদব, ভব্যতা।

কোমলত্ব, সুশীলতা
  সৌজন্য, তনুতা,
বিনম্রতা, শালীনতা
    শ্লীলতা, নম্রতা।
  

Friday, July 26, 2019

রমজানে প্রার্থনা- ৩০

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

করুণাময় মহাপ্রভু
গফুর ও গাফ্ফার,
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

রমজানের আজ শেষ দিবসে
ওহে মাওলা ধনী,
দুহাত তুলে তোমার পানে
দয়ার প্রহর গুনি।
ধন্য হবো পেলে তোমার দয়া ও দিদার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

রোজা, নামাজ, দান, সদকা সব
করবো তোমার তরে,
কোনো গুনা করবো না আর
বলছি শপথ  করে।
হৃদয় কাঁপে পাপের ভয়ে মাফ করো পরওয়ার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

পাপকে ঘৃণা করার মতো
দাও ঈমানী বল,
যাতে তোমার জন্যে থাকে
আমর প্রাণ উচ্ছল।
পূণ্যবানদের মতো পূত করো মন আমার-
কবুল করো আজকে তুমি আমার ইস্তেগফার।।

    . 

অন্তমিলে 'বড়'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সম্ভ্রান্ত, নেহাত, উচ্চ
     প্রকান্ড, বৃহৎ,
উদার, প্রশস্ত, লম্বা
     বিশাল, মহৎ।

জেষ্ঠ্য, ধনী, শীর্ষ, দীর্ঘ
     শ্রেষ্ঠ, অতিশয়
ডাগর, চওড়া, মস্ত
      লাট, সদাশয়।
 

   

অন্তমিলে 'ভাই' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সোদর্য,ভ্রাতৃ, একজ
  ভ্রাতা, সহোদর,
ভাইয়া, সোদর, ভায়া
   সগর্ভ, একোদর।
 

অন্তমিলে 'ওঠা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

গাত্রোত্থান, ঊর্ধ্বগতি
   খাড়া, অভ্যোুদয়,
আবির্ভাব, উৎপন্ন,
    উত্থিতি, উদয়।

খাড়া, তোলা, অগ্রগতি
     বাড়া, উন্নয়ন,
বৃদ্ধিশীল, নিদ্রাজাগা
      ওঠন, বর্ধন।

অন্তমিলে 'রাজপুত্র' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুখ্যব্যক্তি, রাজপুত, নেতা,
             নায়ক, সর্দার, কুমার,
রাজবংশধর, অধিপতি,
               যুবরাজ, রাজকুমার।
              

অন্তমিরে 'রাজকন্যা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাজকুমারী, রাজদুহিতা
    রাজকন্যা, রাজ-অঙ্গজা,
রাজতনয়া, শাহজাদী,
     রাজবালা, রাজ-দেহজা।

রাজকন্যকা, নবাবজাদী
       রাজপুত্রী, রাজদারিকা,
রাজাত্মজা, রাজতনয়া
       রাজসুতা, রাজপুত্রীকা।

    

অন্তমিলে 'রাণী' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বেগম, রাজমহিষী,
  রাজপতি, রাজ্ঞী,
ঠাকরূণ, বিবি, রাণী
   মহিষী, সম্রাজ্ঞী।

অন্তমিলে 'রাজা, এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অধীশ, নরেশ, ভূপ
  অধীপ, কৃপেন্দ্র,
অবনীশ ক্ষিতিনাথ
  ক্ষিতিপ, নরেন্দ্র।

নরাধিপ, নৃপামণি
  নৃপ, অধিপতি,
জাঁহাপনা, বাদশাহ
  রাজা, ক্ষিতিপতি।

রাজশেখর, খৌণিশ
   ঠাকুর, ভূধর,
মনিব, ধরণীধর
     রাজরাজেশ্বর।

অধীরাজ, অধীশ্বর
  অধিভু, নৃপাল,
নরপতি, মহিপাল
রাজেন্দ্র, ভূপাল।

প্রজাপালক, পাতশা
   রাজন্য, ভূপতি,
বিশ্বপালক, সম্রাট,
   রাজড়া, নৃপতি।
    

  

অন্তমিলে 'রাত' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাত্তির, নিশুতি, রাতি
   যামিকা, রজনী,
ত্রিযামা, অসুরা, রাত
     শর্বরী, শমনী।

বিভাবরী, যামবতী,
  ক্ষপা, নিশীথিনী,
ক্ষণদা, অন্ধিকা, নিশি
    রাত্রী, তারকিনী।

নিঃসম্পাত, রাত্রিবেলা
    ক্ষপা, নিশিকাল,
প্রদেশকাল, অন্ধিকা,
    নক্ত, রাত্রিকাল।

অন্তমিলে 'নিঝুম' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অনুচ্চারিত, অক্রীয়,
    গোমটা, নীরব,
মুখচাপা, নিরুত্তর
   নিঃশব্দ, অরব।

শব্দহীন, চুপচাপ
  সংযতবাক,
অনুরক্ত স্বল্পভাষী
  নিসাড়া, নির্বাক।

Thursday, July 25, 2019

অন্তমিলে 'লাভ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পাওনা, উন্নতি, লাভ
   লাভবান, নাফা,
কিফায়ত, উপকার
    অর্জন, মুনাফা।

অর্জিত, সুবিধা, জিতা
    কামান, সফল,
বৃদ্ধি, লাভ, পরিভৃতি
    জয়, ফলাফল।

Wednesday, July 24, 2019

অন্তমিলে 'স্বর্ণ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নিষ্ক, সোনা, জাম্বুক, কলথৌত
      অষ্টাপদ সুবর্ণ,
কর্বুর,  কণক, গৌরবিত, হেম
      হিরণ, কাঞ্চন, স্বর্ণ।

অন্তমিলে 'পন্ডিত' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিদ্বান, প্রাজ্ঞ, মনীষী
     বিশারদ, বিজ্ঞ,
ঋষি, জ্ঞানী, বিচক্ষণ
     পন্ডিত, অভিজ্ঞ।

অন্তমিলে 'সাপ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আশীবিষ, চক্ষুশ্রবা
   কঁচুকি, নাগিনী,
দ্বিজিহ্বা, পান্না উরগ
       সরীসৃপ, ফণী,

গোক্ষুরা, ভুজগ, অহি
       নাগ, ফনাধর,
  ককোধর, ভুজঙ্গম,
      ব্যাল,  বিষধর।

বায়ুভুক, সর্প, সাপ
     উরহ, উরঙ্গ,
কালনাগ, ফনাধারী
   পন্নগ, ভুজঙ্গ।

Tuesday, July 23, 2019

অন্তমিলে 'হাতি' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দ্রুুমারি, দ্বিপ, বারণ, কুঞ্জর
       মাতঙ্গ, পিল, করী ,
দন্তী, দ্বিরদ, নাগ, দন্তাবল
        ক্ষুদ্রাক্ষ, পুস্করী।

সিন্ধুর, কুনকে, মাকলা, রদনী
    কুনকি, রদি, গজ
হাতি, হস্ত, ঐরাবৎ, ইভ
    ইরম্মদ, নগজ।

Monday, July 22, 2019

অন্তমিলে 'চিন্তন' এর প্রতিশব্দ

অনুধাবন, কল্পনা
    ভাবনা, স্মরণ,
ভাবা, চিন্তা, বিভাবন
    ভাবন, মনন।

অনুচিন্তা, চিন্তন,
খেয়াল, আধ্যান,
অনুস্মরণ, উদ্বোধ
   অনুধ্যায়, ধ্যান।
    
   

অন্তমিলে 'ঠাট্টা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিদ্রুপ, রসিকতা,
      উপহাস,
তামাসা, মশকরা
       পরিহাস।

অন্তমিলে 'ঋণ' এর প্রতিশব্দ।

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ঋণ, ধার, কর্জ, দেনা
     দায়, বিকলন।
দেয়, বাকী, হাওলাত,
    পাওনা, দাদন।
        ........

অন্তমিলে 'ধনী' এর প্রতিশব্দ

অর্থশালী, সার্থ, ধনী
     অর্থবান, মালদার,
আণ্ডিল, আঢ্য, আলাল, সচল
    প্রচুর, দৌলতদার।

সম্পদশালী, ধনশালী
    বৃত্তবান, শ্রীমন্ত,
ধনবান,সমৃদ্ধ, সুস্থিত
      ধনাঢ্য, উন্নত।

উমদা, সচ্ছল, প্রাচুর্যময়
    দামী, বৃত্তশালী,
প্রবহনশীল, পয়সাওয়ালা
     ক্ষেমবান , আলালী।

করদ-নদী, উচ্ছলিত
   ধনধান্যপূর্ণ,
প্রবহনশীল, অপর্যাপ্ত
    অঢ়েল, মূদ্রপূর্ণ।
   
   

,

Sunday, July 21, 2019

অন্তমিলে 'দয়ালু'এর প্রতশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

করুণাময়, ক্ষমাশীল
    ক্ষমী, দয়াবান,
অনুগ্রাহক, করুনিক
     কৃপা, ক্ষমাবান।

অনুকম্পা, স্নেহশীল
  সাধু, কৃপাময়,
সকরুণ, সদাসয়
  দরদী, সদয়।

উৎকৃষ্ট, সুকৃতি
শিষ্ট, অমায়িক,
অনুকূল, সহায়ক
বদান্য, ধার্মিক।

পরোপচিকীর্ষা, শুভ
   কোমল, হৃদয়,
উপকারেচ্ছু, সুশিল
    শ্রেয়, মায়াময়।

Saturday, July 20, 2019

অন্তমিলে 'ভালবাসা'এর প্রতি শব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভালবাসা, অনুরাগ,
            প্রেম, অনুরক্তি,
আকর্ষণ, অনুষঙ্গ
         আসঙ্গ, আসক্তি।

আদর, মমতা, স্নেহ
           কামনা, আকুল,
পেয়ার,  পছন্দ, প্রীতি
             পিরিত, ব্যাকুল।

করুণা, দয়া, আসক্ত
              প্রেম, লোভ, লুব্ধ,
রিরংসা, কামানল,
             লোলুপ, প্রলুব্ধ।

লিপ্সা, ভাব, রতি,কাম
                    পরিতোষপূর্ণ,
দিলখোলা, আন্তরিক
                     সমাদরপূর্ণ।

              

অন্তমিলে 'থাকা' এর প্রতিশব্দ

উপস্থিতি, বসবাস
    বাস, অবস্থান,
অবস্থিতি, স্থিতিকাল
    টেকা, অধিষ্ঠান।

স্থির, যাপন, কাটান,
   রওয়া, দাঁড়ান,
বাসস্থান, স্থিতাবস্থা
    বহাল, কাটান।

    
  
      
   

    

অন্তমিলে 'ছলনা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুটবুদ্ধি, ছলাকলা,
    ভণিতা, ছলনা,
প্রবঞ্চনা, ফুসলান
  ছলা, প্রতারণা,

ভাঁড়ান, কপটাচরণ
ধোঁকাবাজি, ছল
ভান, ছুতা, জাল, ফাঁদ
  জোচ্চুরি, কৌশল।

চাতুরী, ন্যাকামি, ছলা
      ধোঁকা, কপটতা,
উপলক্ষ, ফাঁকিবাজি
     ছলন, শঠতা
     

অন্তমিলে 'ছলনা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুটবুদ্ধি, ছলাকলা,
    শঠতা, ছলনা,
প্রবঞ্চনা, ফুসলান
  ধোঁকা, প্রতারণা,

ভাঁড়ান, কপটাচরণ
ধোঁকাবাজি, ছল
ভান, ছুতা, জাল, ফাঁদ
  জোচ্চুরি, কৌশল।

অন্তমিলে 'তেজ'এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আশক্তি, মেজাজ, ফুর্তি
     জ্যোতি, বিচ্ছুরণ,
বিকাশ, আলোক, তাপ
     জ্বালানি, দাহন।

দৈহিকশক্তি, দেমাক
  দীপ্তি, বলিষ্ঠতা,
ওজস্বীতা,অংশুক
  প্রভা, সজিবতা,

রজগুন,গর্ব, ত্বিষা
  বীর্য, প্রাণশক্তি,
পুরুষত্ব, উদ্দীপনা
   বর্চ,কর্মশক্তি।

সক্রীয়শক্তি , উচ্ছ্বাস
   প্রভাব, উত্তেজন,
অহংকার, বিক্মশশ
   দীধিতি, দহন।
 
বসু, আলা, বিভা, নুর
    ভানু, বিকাশন,
রশ্মি, ময়ুখ, আলতো
     জ্বলন, কিরণ।
   

       

Friday, July 19, 2019

অন্তমিলে 'ঝিলিক' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ঝলমল, উজ্বলতা
   প্রদীপ্তি, ঝলক,
ঝলকানো, প্রতিবিম্ব
   প্রভা, চকচক।

ছটা, দীপ্তি, চমকানো
     দ্যুতি, ঝলসানি,
চমক, ঔজ্বল্য, আভা
     তেজ, চমকানি।
  

অন্তমিলে 'ঢাক'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মৃদঙ্গ, ডম্বরু, ডাক
        ঢাকি, ভেঁপি, ভেরী,
কেদার, পটহ, ঢোল,
         তুরি, ডাক,  ঢেঁড়ি।

অন্তমিলে 'ঠক' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রতারক, প্রতারণা
            ঠক, ফাঁকিবাজ,
টগ, ধূর্ত, ফাঁকিবাজ
            চাল, ঠকবাজ।

অন্তমিলে 'ডাক'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সম্বোদন, আকর্ষণ,
   ডাকা, আমন্ত্রণ,
দাওয়াত, আবাহন
   ডাক, নিমন্ত্রণ।

অন্তমিলে 'ডাকা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সম্বোদন, আকর্ষণ,
   ডাকা, নিমন্ত্রণ,
দাওয়াত, আবাহন
   ডাক, আমন্ত্রণ।

Thursday, July 18, 2019

অন্তমিলে 'বাবা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জন্মদাতা, পূর্বপুরুষ,
  আব্বুজি, জনিতা,
বাবা, আব্বাজান, আব্বু
   পিতৃ, জনয়িতা।

জন্মদ, বাবুজি, পিতা
    জনক, বাজান,
বাবাজি, আব্বাজি, আব্বি
     ধাতা, বাবাজান।

অন্তমিলে 'ছাত্র'এর প্রতিশব্দ

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পড়ুয়া, অধীয়মান,
   পাঠক, পাঠার্থী,
শিক্ষানবিশ, অধ্যেতা
   ছাত্রিক, শিক্ষার্থী।

অনুবর্তী, শাগরেদ
     শিষ্য, অনুচারী,
পশ্চাদানুসারী, ছাত্র,
     অনুসরণকারী।

     

অন্তমিলে 'ঐক্য' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সঙ্গতি, জোট, একরূপতা,
            সঙ্ঘ, অখণ্ডতা,
এককত্ব, সামঞ্জস্য,
             মিলন, সমগ্রতা।

অভেদ, ঐকতান, কৈবল্য, এক
              যুক্ত, অভিন্নতা,
অভিসন্বাদ, অবিচ্ছেদ, মিল,
            একত্ব, একতা।
        

অন্তমিলে 'ঔষধ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

   জায়ু, অগদ, ঔষধি,
           ভেষজবিদ্যা,
   ভেষজ, অবলেহ,
           চিকিৎসাবিদ্যা।
  

Wednesday, July 17, 2019

অন্তমিলে 'ঊষা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রাভাতিক, ভোর, প্রত্যুষ, সকাল
     ফজর, প্রাতঃকাল,
ঊষা, বেহান, উদয়, প্রাতঃ
      প্রভাত, ঊষাকাল।
    
        

অন্তমিলে 'একাকীত্ব'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নিরিবিলি, নির্জনবাসী
  একক, নিঃসঙ্গতা,
একাকীত্ব, নির্জন, একা
    একলা, নির্জনতা।

অন্তমিলে 'ঘৃণা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

      অবজ্ঞা, অশ্রদ্ধা, আড়ি
           অন্তর্দাহ, রেষ,
      মাত্সর্য, দ্বেষ, চিত্তদাহ
           খলতা, বিদ্বেষ।
         
           

অন্তমিলে 'গৌরব' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অহংকার, দাপ, আত্মাভিমান
         গরিমা  গোমর,
গৌরব, দর্প, যশ, অভিমান
          গর্ব, আড়ম্বর।

কুদরত, ভগ, সুখ, মহিমা
       জিতা, জয়ী, মান,
আদব, মহৎ, খ্যাতি, দম্ভ
        মর্যাদা, সম্মান।
       

অন্তমিলে সাগরের প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উদধি, জলদি, জলাধিপা
      অম্বুধি, জলধর,
ঊর্মিমালী,বারীশ, বরুণ
      পয়োধি, সাগর।

রত্নগর্ভ, জলারণ্য
   প্রচেতা, বারিধি,
মকরাকর, মকরালাম
   রত্নাকর, জলনিধি।

সিন্ধু, সায়র, জলোনিধি
   জলেন্দ্র, পাথার,
পয়োনিধি, বারিনিধি,
     অর্ণব,পারাবার।

জলদি, অকুল, অম্ভোনিধি
   জলেশ্বর, নীরধি,
ধরণীপ্লব, নদীকান্ত
    নীলাম্বু, তয়োধি।
        ........
   

Tuesday, July 16, 2019

অন্তমিলে 'খাদ্য 'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

খাদ্য, খাবার, রসদ, অন্ন
      অদন, অশন, আধার,
খোরাক, ভোজন, ভোজ্য, ভক্ষণ
       আহার্য, ভোজ, আহার।

অন্তমিলে উন্নত এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উপচিত, উদ্দীপিত
     মহৎ, উঠিত,
অভিব্যক্ত, উন্নমিত
    গড়া, বিকশিত।

উদার, উচ্চ, সৌভাগ্য
  শ্রেষ্ঠ, শ্রী-সম্পন্ন,
অভ্যুদিত, ভাগ্যবান
     উদ্বর্তিত, ধন্য।

অবস্থা এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রকম, সঙ্গতি, স্থিতি
    অবস্থান, হাল,
প্রসঙ্গ, ব্যাপার, ক্ষেত্র
    দশা, হালচাল।

অন্তমিলে 'ভয়'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হৃদকম্পন, সন্ত্রাস
                মারমূখ, ত্রাস,
ভয়ভীতি, কুণ্ঠা, ভীতি
                ভয়ানক, গ্রাস।

খতরা, আতঙ্ক, ঘৃণ্য
               তরাস, সম্ভ্রম,
অভিশঙ্কা, ডর, শঙ্কা
              অস্থির,  নির্মম।

বিকটাকৃতি, বিকট
            অতি কুৎসিত,
জগন্য, ভীতিজনক
            বিষম, ভীবিত।

লোমহর্ষক, হিংস্র
             দুরূহ, ভয়ঙ্কর,
পরাক্রান্ত, ভীতিপ্রদ
             ক্রুদ্ধ, ত্রাসকর।

নির্মমতা, ভয়াভহ
          বেদনা, করাল,
ভীবৎস, উৎকট
           উদ্বেগ, ভয়াল।
        ........

     
    
     
    

Monday, July 8, 2019

সঠিকপ্রীতি অর্জন

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নগ্ন মাথায় কোঁকড়া চুলে
  গোলাপ উপবনে,
যেনো তুমি প্রীতির স্মৃতি
     দেখছো উদাস মনে।

সত্যপ্রীতি দেখতে পাবে
   সকল সৃষ্টির মাঝে,
কিন্তু প্রীতি মানবকূলে
  দেখবে পুরো বাজে।

মানুষ এখন ধরার বুকে
     মনুষ্যত্ব হারা,
এ কারণে সঠিক প্রীতির
    ধার ধারে না তারা।

ভোগের প্রেমের প্রেমিক তারা
       ত্যাগের প্রেমিক নয়,
তাইতো তাদের প্রেম বিনিময়
       ঘটায় বিপর্যয়।

থাকলে তাদের সঠিক প্রীতি
    সৃষ্টি ও স্রষ্টার,
সর্ব সৃষ্টির প্রীতি পেয়ে
    সুখ পেতো অপার।
        ..........

 
তারিখঃ ০৮-০৭-২০১৬ খ্রি৷