Wednesday, July 17, 2019

অন্তমিলে সাগরের প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উদধি, জলদি, জলাধিপা
      অম্বুধি, জলধর,
ঊর্মিমালী,বারীশ, বরুণ
      পয়োধি, সাগর।

রত্নগর্ভ, জলারণ্য
   প্রচেতা, বারিধি,
মকরাকর, মকরালাম
   রত্নাকর, জলনিধি।

সিন্ধু, সায়র, জলোনিধি
   জলেন্দ্র, পাথার,
পয়োনিধি, বারিনিধি,
     অর্ণব,পারাবার।

জলদি, অকুল, অম্ভোনিধি
   জলেশ্বর, নীরধি,
ধরণীপ্লব, নদীকান্ত
    নীলাম্বু, তয়োধি।
        ........
   

No comments: