Wednesday, July 31, 2019

অন্তমিলে 'জ্ঞান' এর প্রতিশব্দ

মুহামদ আবদুল মান্নান ইয়াকুবী

শিক্ষা, বিদ্যা, অভিজ্ঞতা
      তথ্য, অধ্যয়ন,
অবগতি, তত্ত্ব, জ্ঞাত,
      ধী, উপগমন।

ধীশক্তি, বোধ, প্রবোধ, বুদ্ধি
    চেতন, পরিজ্ঞান,
বিদ্যাবেত্তা, অনুভুতি,    
        মিতি, সংজ্ঞা, জ্ঞান।

   

No comments: