Friday, July 26, 2019

অন্তমিলে 'রাজা, এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অধীশ, নরেশ, ভূপ
  অধীপ, কৃপেন্দ্র,
অবনীশ ক্ষিতিনাথ
  ক্ষিতিপ, নরেন্দ্র।

নরাধিপ, নৃপামণি
  নৃপ, অধিপতি,
জাঁহাপনা, বাদশাহ
  রাজা, ক্ষিতিপতি।

রাজশেখর, খৌণিশ
   ঠাকুর, ভূধর,
মনিব, ধরণীধর
     রাজরাজেশ্বর।

অধীরাজ, অধীশ্বর
  অধিভু, নৃপাল,
নরপতি, মহিপাল
রাজেন্দ্র, ভূপাল।

প্রজাপালক, পাতশা
   রাজন্য, ভূপতি,
বিশ্বপালক, সম্রাট,
   রাজড়া, নৃপতি।
    

  

No comments: