Sunday, July 12, 2020

খোদাপ্রীতি- ২

খোদাপ্রীতি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

খোদাপ্রীতি যার রয়েছে
সে করে সব জয়,
ইহকাল ও পরকাল তার
হয় না শঙ্কাময়।
উভয়কালে জীবনটা তার অধিক সুখের হয়-
খোদাপ্রীতি যার রয়েছে সে করে সব জয়।।

খোদার প্রেমে থাকে যে জন
লোক থাকে তার প্রেমে,
সবার থাকে নিবিষ্ট প্রাণ
তার প্রতি এ ধামে।
সমাজও তার পুণ্য নুরে থাকে আলোময়-
খোদাপ্রীতি যার রয়েছে সে করে সব জয়।।

লোকে মানে তার বাণী যে
মানে খোদার বাণী,
তার পরশে কোমল করে
সবার হৃদয়খানি।
তার সান্নিধ্যে সব লোকের হয় জীবন পুণ্যময়,
খোদাপ্রীতি যার রয়েছে সে করে সব জয়।।

খোদাকে যে শ্রদ্ধা করে
মান বেড়ে যায় তার,
তার অবাধ্য হতে সাহস
করে না কেউ আর।
আশীর্বাদ তার পেতে সবে করে অনুনয়-
খোদাপ্রীতি যার রয়েছে সে করে সব জয়।।

মুকুটবিহীন সম্রাট হয় সে 
সবার্থহীন ভবের,
খোদাপ্রেমে তুচ্ছ ভাবে
সকল জৌলুস মর্তের।
নিঃস্বার্থে সে মানব সেবায় জীবন করে ক্ষয়-
খোদাপ্রীতি যার রয়েছে সে করে  সব জয়।।

খোদাপ্রেমিক লোক করে নাo
ধরায় মৃত্যুর ভয়,
নিত্য থাকে সৎপথে সে 
মিথ্যার ঘটায় লয়।
তাইতো তারই নিকট ঘটে মৃত্যুর পরাজয়
খোদাপ্রীতি যার রয়েছে সে করে সব জয়।
                        .......

Tuesday, July 7, 2020

প্রেমের অবস্থান

প্রেমের অবস্থান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

স্বর্গ এবং মর্তলোকে 
 প্রেম করে না বাস,
এটি শুধু প্রাণীর মনে
   গড়ে তার নিবাস।

জীবনে যে রাখতে পারে
    পরিশুদ্ধ মন,
কেবল সে জন করতে পারে
     প্রেমের উৎকর্ষণ।

মানুষসহ সর্বপ্রাণী 
    প্রেমের পোষ্য হয়,
তাইতো প্রেমের কর্তাগীরীর
    থাকে চির জয়।

প্রেম যার মনে নিত্য বিরাজ
   করে থাকে ভবে,
সুখের রাজ্যের অধিপতি
    তাকেই ভাবতে হবে।
           .......