Tuesday, July 7, 2020

প্রেমের অবস্থান

প্রেমের অবস্থান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

স্বর্গ এবং মর্তলোকে 
 প্রেম করে না বাস,
এটি শুধু প্রাণীর মনে
   গড়ে তার নিবাস।

জীবনে যে রাখতে পারে
    পরিশুদ্ধ মন,
কেবল সে জন করতে পারে
     প্রেমের উৎকর্ষণ।

মানুষসহ সর্বপ্রাণী 
    প্রেমের পোষ্য হয়,
তাইতো প্রেমের কর্তাগীরীর
    থাকে চির জয়।

প্রেম যার মনে নিত্য বিরাজ
   করে থাকে ভবে,
সুখের রাজ্যের অধিপতি
    তাকেই ভাবতে হবে।
           .......

No comments: