Monday, August 6, 2018

জিকিরের গুরুত্ব

জিকিরের গুরুত্ব

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল,
মোমিন বান্দার এ জিকিরের পুণ্যটাই অতুল।।

ভবে চলন-গমনসহ
  ধ্যান ও জাগরণে,
জপে মোমিন এ কলেমা
প্রতি ক্ষণে ক্ষণে।
হৃদয়ভরে জপতে এটি করে না সে ভুল,
মোমিন বান্দার এ জিকিরের পুণ্যটাই অতুল।।

এ কলেমা মোমিন বান্দার
জীবন চলার গতি,
এর গুণে সে হয়ে থাকে
ন্যায়-নীতির ব্রতী।
তাইতো পায় সে শান্তি-সুখের একূল আর সেকূল
মোমিন বান্দার এ জিকিরের পুণ্যটাই অতুল।

এ কলেমায় নূর এনে দেয়
মোমিন বান্দার মনে,
কুপ্রবৃত্তি তার মনে স্থান


পায় না তাই জীবনে।
মনে আরো বিদে না তার ধরার মোহের শূল,
মোমিন বান্দার এ জিকিরের পুণ্যটাই অতুল।।

মোমিন প্রভুর খাঁটি বান্দা
  বনে এ কলেমায়,
পুণ্য ছাড়া পাপ কর্মে তাই
থাকে না সে ধরায়।
এতে হয় সে প্রভুর কৃপার অপরূপ এক ফুল,
মোমিন বান্দার এ জিকিরের পুণ্যটাই অতুল।।

   (রচনাকালঃ ০৫. ০৮. ২০১৮ খ্রি. রাত ১০টা।)

                   ......