Friday, September 22, 2023

তোমার অবদানে

( সনেট)
তোমার অবদানে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাতের আকাশ ছিল কালো মেঘে ঢাকা;
ছিল খুব বজ্রপাত আর বারিধারা,
অন্ধকারে পথিকেরা ছিল পথহারা,
চরিদিকে পথঘাট ছিল শুধু ফাঁকা।
পথিকদের পথও ছিল আঁকাবাঁকা।
তিমিরে অদৃশ্য ছিল শশাঙ্ক ও তারা,
বজ্রের ভীতিতে সবে ছিল দিশেহারা,
এ ছিল যেনো নিশির ত্রাস পেতে থাকা।

ভয়াল এ রাতে সবে ভাবে মনে মনে,
এগিয়ে  আসত যদি কেউ আলো নিয়ে, 
পৌঁছাতে পারতো সবে নিজেদের স্থানে।
প্রত্যকে ছিল তখন স্বীয় স্বীয় ধ্যানে,
শুধু তুমি উদ্ধারিতে এলে আলো নিয়ে,
রাহী গন্তব্য পায় তোমার অবদানে।
                .........

Wednesday, September 20, 2023

বাস্তবতায় ইসলাম

বাস্তবতায় ইসলাম
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইসলাম আছে কিতাবে আর
      মোমিন আছে কবরে,
মুসলিম আছে জীবিত সব
      বসুমতীর ওপরে। 

নির্ভুল আছে কেরআন-সুন্নাহ
       প্রভুর গড়া ধরাতে,
কাটমোল্লারা থাকে কিন্তু 
       এদের অপব্যাখ্যাতে।

এর পেছনে রাখে তারা
   ধর্মের ব্যবসা জমজমাট,
এতে সরল মুসলিমের ধন
        করে তারা আত্মসাৎ। 

চাঙ্গা রাখতে নিজ নিজ ব্যবসা 
    একে অন্যের ব্যাপারে,
কুমন্তব্য করে নিত্য
       গণ্ডমূর্খের রূপ ধরে।
     
     
     
 

এ দুয়ের পাক বিধান মেনে
      করতে হবে বন্দেগী,
নইলে পূত হয় না কভু
      ধরায় মানব জিন্দেগী।
     
     



  
       



       

Tuesday, September 19, 2023

তেল

তেল
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাফল্য লাভ হয়না কারও
              এ জীবনে তেল ছাড়া,
তাইতো সফল হতে হলে
         শেখতে হবে তেল মারা ।

মশার গর্ব-১

মশার গর্ব
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রক্ত চোষা পোকা আমি
    রক্তের জন্যে লড়ি,
রক্ত চূষণ করতে আমি
    করি ওড়াউড়ি। 

সর্ব প্রাণির রক্ত পানে 
   নেইকো আমার মানা,
নর-নারীর রক্ত যেন
     আমার পোলাও খানা।

নরের চেয়ে নারীর রক্ত
     অতি মধুর লাগে,
শিশুর রক্ত পেলে আমার
    চিত্তে পুলক জাগে

মাঝেমধ্যে রক্ত পানে 
   আগে শুনাই গান,
তবুও লোকে মারে থাপড়
    ভয়ে কাঁপে প্রাণ।

যে ব্যক্তি তার দেহের রক্ত
    আমকে দান করে,
ম্যালেরিয়া,ডেঙ্গু পাঠাই
    উপহার তার তরে। 

জেড় বিমানের মত আমি
   ছুটোছুটি করি 
সর্ব লকের কর্মে সদা
    ব্যাঘাত সৃষ্টি করি।

রক্তপানে প্রাণ গেলে যাক 
     ভয় করি না আমি,
বীরত্বে তাই আমার বংশ
    থাকে অতি নামী।

আবর্জনায় জন্ম আমার 
    থাকি আবর্জনায়,
যেটি মানুষ সৃষ্টি করে
    আমার বংশ বাড়ায়।
         ....... 

Sunday, September 3, 2023

মশার গর্বিত ভাষণ

মশার গর্বিত ভাষন
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আকৃতিতে যদিও ভাই
   আমি ক্ষুদ্র হই,
হিংস্র প্রাণীর চাইতে আমি
    মোটেও কম নই।

কামড় মেরে হিংস্র জন্তু
    শিকার মারে দ্রুত,  
আমার কামড় খেয়ে মানুষ
     মরে মরার মতো।

কেউবা মরে সাত আট দিনে
      কেউবা দু তিন মাসে,
আবার কাউকে ডেঙ্গুজর আর 
       ম্যালেরিয়ায় নাশে।

আমার লাগে রক্তের প্রোটিন
      ডিম পাড়ার সময়। 
তাই আমাকে প্রাণীদেহের
      রক্ত চূষতে হয়।

আমার জাতের পুরুষে খায়
    ফুল, ফল, পাতার রস,
এসব খেয়ে রাখে সে তার
     দেহটা সরস।

সাতচল্লিশটি তীক্ষ্ণ দন্ত
   মুখে আছে আমার,
দেখলে এসব দন্ত তোমার
   হুঁশ থাকতো না আর।

এক সেকেন্ডে ছয়শত বার
      পাখা আমি নাড়ি,
এতে আমার পাখার ভন ভন
       আওয়াজ তুলতে পারি।

একশতটি চক্ষু আছে
   আমার মাথার পরে,
মাইক্রোস্কোপ দিয়ে দেখলে
    মরতে তোমরা ডরে।

পাঁচ বা ছয় মাস বাঁচি আমি
     এ পৃথিবীর মাঝে,
এ স্বল্পকালব্যাপী আমি
     থাকি রণ সাজে।

মরবো নয়তো জিতবো আমি
       কার্য সম্পাদনে,
তাইতো আমি নির্ভীক হয়ে
      থাকি এ জীবনে।

আমার থেকে বাঁচতে হলে
     শোন বন্ধুগণ,
চারপাশ তোমরা পরিচ্ছন্ন 
      রেখো সর্বক্ষণ।

আবর্জনার স্তুপ কখনো
   রাখবে না কোথাও,
বাসি স্বচ্ছ খোলা পানি
    থাকলে ফেলে  দাও।

নয়তো কামড় খেয়ে পাবে
   রোগ চিকুনগুনিয়া,
হয়তো এতে মরবে তুমি
    ছাড়বে এ দুনিয়া।

আরো পাবে ওয়েস্ট নাইল ভাইরাস
   জিকা, হলুদ জ্বর,
যেসব জ্বরে মরে মানুষ
    দিলাম সে খবর।

এ ছাড়াও যেসব  রোগে 
    ভুগবে এ ভুবনে, 
সে সব রোগের খবর এখন
     দিচ্ছেন ডাক্তারগণে।

সময় থাকতে সাবধান হবে
     অনুরোধ আমার,
যা বললাম তা মেনে চললে
    ভয় নেই আদৌ আর।
             ......
 তারিখ. ২৬ আগস্ট ২০১৯।