Tuesday, September 19, 2023

মশার গর্ব-১

মশার গর্ব
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রক্ত চোষা পোকা আমি
    রক্তের জন্যে লড়ি,
রক্ত চূষণ করতে আমি
    করি ওড়াউড়ি। 

সর্ব প্রাণির রক্ত পানে 
   নেইকো আমার মানা,
নর-নারীর রক্ত যেন
     আমার পোলাও খানা।

নরের চেয়ে নারীর রক্ত
     অতি মধুর লাগে,
শিশুর রক্ত পেলে আমার
    চিত্তে পুলক জাগে

মাঝেমধ্যে রক্ত পানে 
   আগে শুনাই গান,
তবুও লোকে মারে থাপড়
    ভয়ে কাঁপে প্রাণ।

যে ব্যক্তি তার দেহের রক্ত
    আমকে দান করে,
ম্যালেরিয়া,ডেঙ্গু পাঠাই
    উপহার তার তরে। 

জেড় বিমানের মত আমি
   ছুটোছুটি করি 
সর্ব লকের কর্মে সদা
    ব্যাঘাত সৃষ্টি করি।

রক্তপানে প্রাণ গেলে যাক 
     ভয় করি না আমি,
বীরত্বে তাই আমার বংশ
    থাকে অতি নামী।

আবর্জনায় জন্ম আমার 
    থাকি আবর্জনায়,
যেটি মানুষ সৃষ্টি করে
    আমার বংশ বাড়ায়।
         ....... 

No comments: