মশার গর্বিত ভাষন
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আকৃতিতে যদিও ভাই
আমি ক্ষুদ্র হই,
হিংস্র প্রাণীর চাইতে আমি
মোটেও কম নই।
কামড় মেরে হিংস্র জন্তু
শিকার মারে দ্রুত,
আমার কামড় খেয়ে মানুষ
মরে মরার মতো।
কেউবা মরে সাত আট দিনে
কেউবা দু তিন মাসে,
আবার কাউকে ডেঙ্গুজর আর
ম্যালেরিয়ায় নাশে।
আমার লাগে রক্তের প্রোটিন
ডিম পাড়ার সময়।
তাই আমাকে প্রাণীদেহের
রক্ত চূষতে হয়।
আমার জাতের পুরুষে খায়
ফুল, ফল, পাতার রস,
এসব খেয়ে রাখে সে তার
দেহটা সরস।
সাতচল্লিশটি তীক্ষ্ণ দন্ত
মুখে আছে আমার,
দেখলে এসব দন্ত তোমার
হুঁশ থাকতো না আর।
এক সেকেন্ডে ছয়শত বার
পাখা আমি নাড়ি,
এতে আমার পাখার ভন ভন
আওয়াজ তুলতে পারি।
একশতটি চক্ষু আছে
আমার মাথার পরে,
মাইক্রোস্কোপ দিয়ে দেখলে
মরতে তোমরা ডরে।
পাঁচ বা ছয় মাস বাঁচি আমি
এ পৃথিবীর মাঝে,
এ স্বল্পকালব্যাপী আমি
থাকি রণ সাজে।
মরবো নয়তো জিতবো আমি
কার্য সম্পাদনে,
তাইতো আমি নির্ভীক হয়ে
থাকি এ জীবনে।
আমার থেকে বাঁচতে হলে
শোন বন্ধুগণ,
চারপাশ তোমরা পরিচ্ছন্ন
রেখো সর্বক্ষণ।
আবর্জনার স্তুপ কখনো
রাখবে না কোথাও,
বাসি স্বচ্ছ খোলা পানি
থাকলে ফেলে দাও।
নয়তো কামড় খেয়ে পাবে
রোগ চিকুনগুনিয়া,
হয়তো এতে মরবে তুমি
ছাড়বে এ দুনিয়া।
আরো পাবে ওয়েস্ট নাইল ভাইরাস
জিকা, হলুদ জ্বর,
যেসব জ্বরে মরে মানুষ
দিলাম সে খবর।
এ ছাড়াও যেসব রোগে
ভুগবে এ ভুবনে,
সে সব রোগের খবর এখন
দিচ্ছেন ডাক্তারগণে।
সময় থাকতে সাবধান হবে
অনুরোধ আমার,
যা বললাম তা মেনে চললে
ভয় নেই আদৌ আর।
......
তারিখ. ২৬ আগস্ট ২০১৯।
No comments:
Post a Comment