Saturday, August 24, 2019

জ্বলবে কে কোন জাহান্নামে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জ্বলবে কে কোন জাহান্নামে
    বলছি এখন ভাই,
এ কথাটি আমার নহে
    শাস্ত্রে দেখতে পাই।

সাতটি নামে জাহান্নামের
    আছে সাতটি স্তর
 মুসলিম নর ও নারীগণকে
     দিচ্ছি সেই খবর।

'হাবিয়া' এ নামটি হলো
     প্রথম জাহান্নামের,
এতে জ্বলবে ফেরাউন আর
     তার ভক্ত সব কাফের।

দ্বিতীয় যে জাহান্নাম এর
   নামটি হলো 'সাঈর,'
জ্বলবে এতে নাসারা আর,
   খ্রিষ্টান জগদ্বাসীর।

তৃতীয় যে জাহান্নাম এর
  নামটি হলো 'সাকার,'
কপট এবং ধর্মহীন লোক
   হবে এটির আধার।

'জাহীম' নামক যে জাহান্নাম
     চতুর্থ এর স্থান,
এতে মুশরিক, অগ্নিপূজক
     করবে অবস্থান।

জাহান্নামের পঞ্চম স্তরের
   'হুতামা' নাম রাখা,
অনন্ত কাল ইহুদিদের
    এতে হবে থাকা।

ষষ্ট স্তরের জাহান্নামের
   নামটি হলো 'লাজা',
ইবলিশ ও তার অনুসারীর
    হবে এতে সাজা।

'ওয়াইল' হলো সপ্তম স্তরের
      জাহান্নামের নাম,
মনটা দিয়ে শুনুন এতে
       হবে কাদের ঠাম।

শেষ জমানার পাপী উম্মত
     তওবা ছাড়া যারা,
মৃত্যু বরণ করবে এতে
        জ্বলবে শুধু তারা।

জাহান্নামের আজাব থেকে
       মুক্তি পাওয়ার তরে,
চাও সর্বদা খোদার কাছে
      ক্ষমা সকাতরে।

জীবন-যাপন করতে হবে
   কোরান, সুন্নাহ মতে,
চির দৃঢ় থাকতে হবে
         সরল সত্য পথে।
              .........
তারিখঃ ২৩- ০৮ -২০১৯ খ্রি.

   
  
      

Monday, August 19, 2019

নারী-২

     নারীর মাহাত্ম্য

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আপনার পবিরবারে
  নারী হলে কন্যা,
এসে যাবে তার সাথে
   রহমতের বন্যা।

যদি নারী হয়ে থাকে
     বোন আপনার,
আমানত ছাড়া সে তো
      নয় কিছু আর।

আপনার ঘরে যদি
   নারী বিবি হয়,
জানবেন বিধাতার
  দান সে নিশ্চয়।

ভবে নারী আপনার
   মা জননী হলে,
স্বর্গটা পেয়ে যাবেন
     তার পদতলে।

সংসারে নারী করে
   নর মহারাজ,
কোরানেও বলে নারী
    নরদের সাজ।

যে নরের কাছে নারী
   হয় অপমান,
সে নরটা শাস্ত্র মতে
   সেরা নাফরমান।

  তারিখঃ ২১-০৮- ২০১৯ খ্রি.

        ........ 

     

 

Sunday, August 11, 2019

মুজিব তুমি-২

     মুজিব তুমি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুজিব তুমি বঙ্গভূমির
     গর্বিত সন্তান,
তোমার হস্তে রক্ষিত হয়
     বঙ্গ মাতার মান।

নিশার তিমির বিতাড়নের
    তুমি কিরণমালী,
শোষণ, ত্রসন নির্মূলের এক
     শ্রেষ্ঠ বীর বাঙালি।

দেশ-জাতিকে মুক্ত করাই
      ছিল তোমার ব্রত,
তাই শোষকের নির্যাতনে
      ছিলে অবিরত।

সৌর্যে-বীর্যে তুমি যেনো
   ছিলে কালাপাহাড়,
হায়েনারা বঙ্গ ছাড়ে
    ছায়া দেখে তোমার।

বজ্রতুল্য কন্ঠ তোমার
    সুধামাখা বাণি,
আকাশতুল্য উদার তুমি
     আমরা সবাই জানি।
    
হাজার বছর ধরে এ দেশ 
    ছিল পরাধীন,
পারেনি তো এ দেশটাকে
    করতে কেউ স্বাধীন।

তোমার হাতে স্বাধীনতা
      হয়েছে অর্জিত,,
হাজার বর্ষের শ্রেষ্ঠ বঙ্গে
      তাই তুমি স্বীকৃত।

ধন্য তুমি, থাকবে তোমার
    অমর -অক্ষয় নাম, 
হৃদয় ভরে জানাই তোমায়
     শ্রদ্ধা ও সালাম।

          .........

Tuesday, August 6, 2019

অন্তমিলে 'দমন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবরোধ, নিবারণ
            নিগ্রহ, নিরোধ,
অবদমন, শাসন
             নিপীড়ন, বোধ।

তাড়ন, পীড়ন, বাধা
               নিকৃতি, বারণ,
প্রতিহত, প্রতিরোধ
             নিরস্ত, দমন।

অন্তমিলে 'দমন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবরোধ, নিবারণ
            নিগ্রহ, নিরোধ,
অবদমন, শাসন
             নিপীড়ন, বোধ,

তাড়ন, পীড়ন, বাধা
               নিকৃতি, বারণ,
প্রতিহত, প্রতিরোধ
             নিরস্ত, দমন।

অন্তমিলে 'দমন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অবরোধ, নিবারণ
            নিগ্রহ, নিরোধ,
অবদমন, শাসন
             নিপীড়ন, বোধ,

তাড়ন, পীড়ন, বাধা
               বারণ, দমন,
প্রতিহত, প্রতিরোধ
             নিরস্ত, যাতন।

Sunday, August 4, 2019

অন্তমিলে 'অক্ষম'এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অশক্ত, ক্ষমতাহীন
  অযোগ্য, দুর্বল,
অসমর্থ, শক্তিহীন
   ব্যর্থ, হীনবল।

ক্ষীণবল, শক্তিহীন
  অপটু, নীর্বল,
বলহীন, কমজোর
   ক্ষীণ, হতবল।

Saturday, August 3, 2019

অন্তমিলে 'জাগরণ' এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জাগরণ, উদ্বোধন
  উন্মেষ, উদয়,
প্রতিবোধ, প্রবোধন
  জাগা, অভ্যুদয়।

নিদ্রাহীনতা, উন্নতি
  উঠা, অগ্রসর,
গাত্রোত্থান, পাহারা
   প্রবোধ, জাগর।

চৈতন্যলাভ, চৈতন্য
    চেতনা, বোধন,
রাতজাগা, উদ্দীপনা
     উঠতি, চেতন।

চেতনাবোধ উন্নিদ্রা
     চাগা, উদয়ন।
প্রতিবোধন উত্থান
    বৃদ্ধি, উন্নয়ন।
  
    
  

অন্তমিলে 'ঈর্ষা'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পরহিংসা, অসুয়া
            বিদ্রূপ, বিদ্বেষ,
মাৎসর্য, উপহাস
             ঘৃণা, বিষ, দ্বেষ।

রেষ, ঈর্ষা, রেষারেষি
              আড়ি, অন্তর্দাহ,
হিংসা, অবজ্ঞা, হেয়
               তুচ্ছ, চিত্তদাহ।

অন্তমিলে 'শোষণ'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উৎপীড়ন, যন্ত্রণা
         পীড়ন, শোষণ,
নিপীড়ন, জুলুম
          কষ্ট, নির্যাতন।

নির্মমতা, অত্যাচার
            দৌরাত্ম, দলন,
নির্দয়তা, নিষ্ঠুরতা
            পীড়ন, ত্রসন।

অন্তমিলে 'তীক্ষ্ণ'এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তীব্র, রুঢ়, তীক্ষ্ণ, খবর
  প্রখর, ধারাল,
প্রবল, নিশিত, স্পষ্ট
   শানিত, টিকাল।

বিদ্রূপপূর্ণ, অসৎ,
  বেধন, বেদক,
কঠোর, তীক্ষ্ণধী, তিগ্ম
  সাগ্রহ, ভেদক।

অন্তমিলে 'গতি'; এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

গমন, যাত্রা চলন
   গমনশীলতা,
গম্যতা, সরণ, সৃতি
    চলনশীলতা।

চঞ্চলন, চলিষ্ণুতা
   রীতি, জঙ্গমতা,
অস্থবিরতা, অস্থিতি
   ঋতি, অস্থিরতা

জঙ্গমত্ত, রাস্তা, গতি
    উপায়, ব্যবস্থা,
গতিশীল, অস্থাবর
   রত্ম, পথ, পন্থা।

অন্তমিলে 'ধন'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিত্ত, অর্থ, টাকাকড়ি
  ঐশ্বর্য, বৈভব,
ধনসম্পদ, কাঁচন
    প্রাচুর্য, বিভব।

ধনদৌলত, ঋকথ
  মাল, প্রচুরতা,
দৌলত, সম্পত্তি, ঋদ্ধি
  শাঁস, ধনাঢ্যতা।

Friday, August 2, 2019

অন্তমিলে 'তট' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কিনার, ঠেকনা, বেলা
  তীরভূমি, ধার
সমুদ্রতীর, সৈকত
   নদীতট, পার।

উপকূল, তীর, পাড়
    কূল, বেলাভূমি,
নদীকূল, তট, কান্দী
    ডাঙ্গা, তটভূমি।
    

অন্তমিলে 'ক্ষমা' এর প্রতিশব্দ

অনুকম্পা, অনুগ্রহ
     মাফ, সুনজর,
অব্যাহতি, আনুকূল্য
     রেয়াৎ, ওজর।

নিষ্কৃতি, রেহাই, ছুতা
    প্রসাদ, নিস্তার,
মকুব, করুণা, কৃপা
    নিস্তরণ, ছাড়।

অন্তমিলে 'ক্ষতি'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অনিষ্ট, অশুভ, ক্ষতি
  অগুণ, খোয়ার,
অপকৃতি, শয়তানি
   ক্ষয়, অপকার।

উপঘাত, অপকর্ম
  অনর্থ, অহিত,
তসরূপ, অপচয়
হ্রাস, অত্যাহিত।

খারাবি, অশ্রেয়, হারা
     দোষ, অপব্যয়,
অর্থনাশ, লোকসান
     হানি, অর্থব্যয়।

Thursday, August 1, 2019

অন্তমিলে 'লক্ষ্য' এর প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

উদ্দেশ্য, অভীষ্ট, লক্ষ্য
   অভিমিতি, তাক,
উপলক্ষ্য, লক্ষ্যবস্তু
   সংকল্প, টাক।

নজর লক্ষ্যসন্ধান
  নিশানা, নিকায়,
খোঁজা, তাগ, কল্প, দৃষ্টি
     দর্শনীয়, কায়।

অন্তমিলে 'হত্যা' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রাণনাশ, নরহত্যা
            খতম, ঘাতন,
সংহরণ, অর্দন
            হত্যা, উন্মন্থন।

নাশন, মারণ, বধ
              নিধন, হনন,
অভিঘাত, হত্যাকান্ড
               নাশ, নিসূদন।
 

অন্তমিলে 'হরণ' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

লুটপাট, অপযশ
    খর্বতা, লুন্ঠন,
ছিনতাই, নিন্দা, হ্রাস
   ডাকাতি, ধর্ষণ।

পাচার, সতীত্বনাশ
     অবমুল্যায়ন,
চুরি, চৌর্য, তসরূপ
     হরণ, লুঠন।

অন্তমিলে 'নতুন'এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আধুনিক, তাজা, নয়া
    টাটকা, তরুণ,
সদ্যজাত, নব্য, নব
     নবীন, নতুন।

অন্তমিলে 'হীন' এর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নীন্দনীয়, অবনত
   গরীব, অধম,
ক্ষীণ, শূন্য,  নীচ, হীন
     ইতর, অক্ষম।