নারীর মাহাত্ম্য
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আপনার পবিরবারে
নারী হলে কন্যা,
এসে যাবে তার সাথে
রহমতের বন্যা।
যদি নারী হয়ে থাকে
বোন আপনার,
আমানত ছাড়া সে তো
নয় কিছু আর।
আপনার ঘরে যদি
নারী বিবি হয়,
জানবেন বিধাতার
দান সে নিশ্চয়।
ভবে নারী আপনার
মা জননী হলে,
স্বর্গটা পেয়ে যাবেন
তার পদতলে।
সংসারে নারী করে
নর মহারাজ,
কোরানেও বলে নারী
নরদের সাজ।
যে নরের কাছে নারী
হয় অপমান,
সে নরটা শাস্ত্র মতে
সেরা নাফরমান।
তারিখঃ ২১-০৮- ২০১৯ খ্রি.
........
No comments:
Post a Comment