Friday, August 21, 2020

কারবালার ডাক

কারবালার ডাক

      মুহাম্মমদ আবদুল মান্নান ইয়াকুবী

মুহাররমের চাঁদ ওঠেছে
ডাক পড়েছে কারবালার,
জেগে ওঠো শেরের মত
ধরায় সকল ঈমানদার।
ইসলামেরই সুধা পিয়ে গর্জে ওঠো বারংবার-
মুহাররমের চাঁদ ওঠেছে, ডাক পড়েছে কারবালার।

তাগুত, ইয়াযিদ, ফেরাউনের
নীতির শাসন এ ধরায়,
সৃষ্টির সেরা মানবরাজ্যে
কভু যেন স্থান না পায়।
শান্তির ঝণ্ডা ওড়াও এখন, তাড়িয়ে দাও ব্যভিচার-
মুহাররমের চাঁদ ওঠেছে, ডাক পড়েছে কারবালার।

প্রাণ গেলে যাক, হারাবে না
সাহস, নীতি, মনের বল, 
মহাসত্যের জোয়ার এনে
ডুবিয়ে দাও ধরাতল।
মুসলিম জাতির বিজয় ধ্বনি তোলো আল্লাহু আকবার-
মুহাররমের চাঁদ ওঠেছে, ডাক পড়েছে কারবালার।।

প্রভুর বিধান মানতে হবে
জীবনব্যাপী পৃথ্বিতে
রাষ্ট্র, সমাজ, পরিবারও
চালাবে ওই নীতিতে।
তবে  ভবে সার্থক হবে দিন উদযাপন আশুরার-
মুহাররমের চাঁদ ওঠেছে, ডাক পড়েছে কারবালার।
                       ...