Sunday, October 15, 2017

নবীর ঘরের আহ্বান

মাদ্রাসার গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দ্বীন-দুনিয়ার আলো পেতে 
নবীর ঘরে চলে আয়,
চমকমারা যে আলোতে
সুপ্তহৃদয় জেগে যায়।
নূরের স্নিগ্ধ মলয়ে এর জীবন রাঙা হয়ে যায়-
দ্বীন-দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।।

মন রাখলি তুই ধরার কারায়
বন্দী রাত ও দিন,
জীবনটা তোর কাটছে বৃথা
আসলো না সুদিন।
দুনিয়াতে সুদিন পেতে নবীর ঘরে পথ দেখায়-
দ্বীন-দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।।

ভবের জীবন শেষ হলে তোর
আসবে দুঃখের কাল,
জানলি না তুই ভবের রঙে
ওই কালের হালচাল।
সেকালে সুখ লাভের শিক্ষা নবীর ঘরে পাওয়া যায় 
দ্বীন- দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।

 ভবের সিন্ধু পারের একে
যানও বলা চলে
ঝড়-তুফানে ডুববে না 
এ যানটি সিন্ধুর জলে।
উভয় কালের সিন্ধু পারে এ যানটিতে চড়তে আয়-
দ্বীন-দুনিয়ার আলো পেতে নবীর ঘরে চলে আয়।।
                        .......

Tuesday, October 10, 2017

জনৈক পাঠকের কমেন্টেরর প্রত্যুত্তরে ।

দাদা এত সুন্দর ছবি পোষ্ট  করার কি দরকার ছিল এই বয়সে এমনি তো আপনাকে লাইক করি। ছবি দেখে নাতি নাতনি সবাই আপনার পিছন ধরবে তখন কি করবেন?

নাতি, নাতনী সবাই যদি
     পেছন ধরে আমার,
সার্থক পুরুষ ভাববো তখন
       নিজকে বসুন্ধরার।

নেতা সেজে রাখবো তাদের
       করে অনুসারী।
এ কারণে আমার পিছে
     থাকবে তাদের সারি।

বলবে তারা তাদের নেতা
      হবে তাদের দাদা,
এমন দাদার পথ না ধরলে
     হতে হবে গাধা।

(রচনা কালঃ ১০-১০-২০১৭ খ্রতঞব
          
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা সুন্দর  একটা কবিতা লেখার জন্য সবাই কে পেছনে ঘুরাইতে পারা এটা হলো এক ধরনের ক্যাডিত।