Tuesday, October 10, 2017

জনৈক পাঠকের কমেন্টেরর প্রত্যুত্তরে ।

দাদা এত সুন্দর ছবি পোষ্ট  করার কি দরকার ছিল এই বয়সে এমনি তো আপনাকে লাইক করি। ছবি দেখে নাতি নাতনি সবাই আপনার পিছন ধরবে তখন কি করবেন?

নাতি, নাতনী সবাই যদি
     পেছন ধরে আমার,
সার্থক পুরুষ ভাববো তখন
       নিজকে বসুন্ধরার।

নেতা সেজে রাখবো তাদের
       করে অনুসারী।
এ কারণে আমার পিছে
     থাকবে তাদের সারি।

বলবে তারা তাদের নেতা
      হবে তাদের দাদা,
এমন দাদার পথ না ধরলে
     হতে হবে গাধা।

(রচনা কালঃ ১০-১০-২০১৭ খ্রতঞব
          
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা সুন্দর  একটা কবিতা লেখার জন্য সবাই কে পেছনে ঘুরাইতে পারা এটা হলো এক ধরনের ক্যাডিত।

No comments: