Thursday, September 28, 2017

বৃক্ষ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ধরার মাঝে বৃক্ষ সেরা
            আশীর্বাদ স্রষ্টার
এর মত তাই উপাকারী
             হয় না কিছু আর।

পৃথিবীতে বৃক্ষ করে
    জীবন মধুময়,
পুষ্প দিয়ে প্রকৃতিকে
    করে রঙ্গালয়।

বাঁধা প্রদান করে বৃক্ষ
   দুর্যোগ আগমনে,
মৃত ধরায় জাগাতে প্রাণ
    বর্ষে তার কারণে।

পরিবেশের ভারসাম্যও
       বৃক্ষ রক্ষা করে,
ভূমিতে সে মানবজাতকে
        প্রাচুর্য দেয় ভরে।

ধরা থেকে দারিদ্রতা
             বৃক্ষে করে মোচন,
এতে ধরায় হয় না কারো
             দুঃখে জীবন যাপন।

প্রভুর সেরা দান বৃক্ষ তাই
     মানুষ বসুন্ধরায়,
দরকারি সব জিনিস গড়তে
     পারে এর দ্বারায়

 তাইতো বলছি, সচেতন হও
    বঙ্গে সর্বজন,
বৃক্ষ বেশি রোপন করো,
   বন্ধ করো নিধন।
           ........

রচনাকালঃ ২৭-৯-২০২৭ খ্রি. রাত ১ টা ২০ মিনিট।

    
   

No comments: