Saturday, September 2, 2017

ঈদের শিক্ষা ( কোরবান উপলক্ষ্যে)

      ঈদের শিক্ষা

 (কুরবান উপলক্ষ্যে)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুছে যাক দুঃখ-ব্যথা,
    হানাহানি, ভ্রান্তি,
কোরবানে এসে যাক
    একতা ও শান্তি।

মনের পশুটা করে
  আজকে জবাই,
প্রীতির রাজ্য সাজাও
     হৃদয়ে সবাই।

পরকে নিজের করো
   নিজকে পরের,
সেরা গুণে সেরা জীব
    হও এ ভবের।

আল্লাহর তুষ্টি এতে
  মেলবে তোমার,
ইহ-পরকালে সুখ
  আসবে অপার।

প্রাণিকুলে সেবা হলো
    ঈদের সবক,
তাই ঈদে বলা হয়

ঈদ মোবারক।

            ......

No comments: