Friday, September 15, 2017

পবিত্র রমজানের সৌজন্যে বন্দনা-১৮

পবিত্র রমজানের সৌজন্যে বন্দনা-১৮

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সর্বস্রষ্টা মহাপ্রভু 
         রাহমান ও রহিম,
সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ যার
    ক্ষমতা অসীম।

জীবন-মরণ সর্বসৃষ্টির
  ঘটে তার ইশারায়,
সর্বজীবের আহার তিনি
  দিয়ে থাকেন ধরায়।

যাকে তিনি বাঁচান তাকে
  পারে না কেউ মারতে,
তাঁর নির্দেশে মরণ থেকে
  কেউ পারবে না বাঁচতে।

তাঁর ইশারায় মুসা নবী 
   ডুবেনি নীল নদে,
অগ্নিকুন্ডে ছিলেন নবী
   ইব্রাহিম আমোদে।

ছোরা অচল রাখেন তিনি
    ইসমাঈল কোরবানে,
শূলে দেয়ার পূর্বে উঠান
    ঈসাকে আসমানে।

১৭ই রমজান বদর যুদ্ধে

       তিনি দয়াময়,

স্বল্প মুসলিম বীরগণকে দেন

      গর্বিত বিজয়।

ভরসা তাই স্রষ্টার উপর
    রাখবে সর্বজনে,
ধর্মের পথে চলতে হবে
   তার তুষ্টি অর্জনে।

জীবনে লাভ করতে পারলে
    আল্লাহর দিদার,
উভয় কালে মেলবে মুক্তি 
      সুখ মেলবে অপার।
                ......

No comments: