Monday, April 8, 2019

রমজানে প্রার্থনা-২২

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইয়া আল্লাহু, ইয়া মুয়িয্যু
ইয়া রাশীদু, ইয়া সবুর,
অন্তরে দাও তোমার স্মরণ
কুচিন্তা সব করো দূর।
ইয়া আল্লাহু, ইয়া মুয়িয্যু, ইয়া রাশীদু, ইয়া সবুর।।

ইয়া ওয়াসিয়্যু, ইয়া তাকবিয়্যু
ইয়া নাফিয়্যু, ইয়া নুরু,
তোমার নামে মুসলমানদের
আলোর যাত্রা হোক শুরু।
তারা যেনো তিমির ঘেরা এ ধরায় পায় তোমার নুর-
ইয়া আল্লাহু, ইয়া মুয়িয্যু, ইয়া রাশীদু, ইয়া সবুর।।

ইয়া ফাত্তাহু, ইয়া হাক্কাকু
ইয়া মুযিল্লু, ইয়া বারী,
পথভ্রষ্ট কেউ হয় না যেনো
ধরায় মুসলিম নর-নারী।
অশান্ত এ পৃথিবীতে শান্তি তুমি দাও ভরপুর-
ইয়া আল্লাহু, ইয়া মুয়িয্যু, ইয়া রাশীদু, ইয়া সবুর।

ইয়া ওহহাবু, ইয়া শুকুরু
ইয়া আলিয়্যু, ইয়া মজিদ,
মুসলমানদের প্রতিদিনে
এনে দিয়ো খুশির ঈদ।
তাদের কভু দিয়ো না আর গাইতে ধরায় করুণ সুুর-
ইয়া আল্লাহু, ইয়া মুয়িয্যু, ইয়া রাশীদু, ইয়া সবুর।।

                    ....... 

.

Friday, April 5, 2019

রমজানে প্রার্থনা-২৫

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা--২৫

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।

ইয়া আলিমু, ইয়া কাবিদু
ইয়া বাছেতু, ইয়া বাতিন,
পৃথিবীতে সর্ব বস্তু
থাকে তোমার আওতাধীন।
ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।।

ইয়া মুকযিয়্যু, ইয়া জামিউ,
ইয়া গানিউ, ইয় মাগনি,
তোমার ইচ্ছায় ধরাতে হয়
ফকির মিসকিন আর ধনী।
তুমি করো সঠিক বিচার ওহে রাব্বুল আলামীন,
ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।।

ইয়া মুয়িয্যু, ইয়া মুযিল্লু,
ইয়া সামিউ, ইয়া মাতিন,
তুমি শোনো বান্দার কথা
সারা নিশি সারা দিন।
তেমার ইচ্ছায় সকলে পায়

ধরায় সুদিন আর কুদিন,

ইয়া আলিমু,  ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।

ইয়া মুকসিতু, ইয়া জামেউ,
ইয়া আওয়ালু, ইয়া আখের,

চাহি ক্ষমা তোমার তোমার কাছে
মাফ করো পাপ আমাদের
আর আমাদের ঈমানসহ মৃত্যু দিয়ো হে মতিন!
ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।।

                      ......

Thursday, April 4, 2019

রমজানে প্রার্থনা-২৭


পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২৭

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইয়া আল্লাহু, ইয়া রাহিমু,
ইয়া মালেকু, ইয়া রাহমান।।
মহাবিশ্বের স্রষ্টা তুমি
গাহি তোমার গুণগান।
ইয়া আল্লাহু, ইয়া রাহিমু, ইয়া মালেকু, ইয়া রাহমান।।

ইয়া জালিলু, ইয়া কুদ্দুসু
ইয়া ফাত্তাহু, ইয়া আজিজ,
তাওবায় পাপী তোমার কৃপায়
শাস্তি থেকে পায় খারিজ।
মহাবিশ্বে পাবে না কেউ তোমার মতো  মহীয়ান।।
ইয়া আল্লাহু, ইয়া রাহিমু, ইয়া মালেকু, ইয়া রাহমান।।

ইয়া সালামু, ইয়া মো'মেনু,
ইয়া রাজ্জাকু, ইয়া গাফ্ফার,
তুমি ছাড়া, পাপীকে মাপ
করার মতো কেউ নেই আর।
রোজাব্রতে রোজাদারের মজবুত করে দাও ঈমান।
ইয়া আল্লাহু ইয়া রাহিমু, ইয়া মালেকু ইয়া রাহমান।।

ইয়া কাহ্হারু, ইয়া রাজ্জাকু
ইয়া ফাত্তাহু, ইয়া জব্বার,
মাফ করে দাও আমার গুনা
চাচ্ছি ক্ষমা বারংবার।
বান্দার প্রতি থাকে তোমার অশেষ কৃপা; অশেষ দান-
ইয়া আল্লাহু, ইয়া রাহিমু, ইয়া মালেকু, ইয়া রাহমান।।

  

Wednesday, April 3, 2019

রমজানে প্রার্থনা-১৭

   (পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-১৭)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইয়া আল্লাহু, ইয়া গাফ্ফারু
ইয়া রাহিমু, ইয়া রাহমান,
তোমার দয়ায় এ ধরাতে
সৃষ্টিকূলের বাঁচে প্রাণ -ই

য়া আল্লাহু, ইয়া জালিলু,

ইযা রাহিমু, ইয়া রাহমান।।

সকল সৃষ্টির সূচনা হয়
ধরায় তোমার ইশারায়,
কুন ফাইয়াকুন বললে তুমি
শোভনসৃষ্টি হয়ে যায়।
ছাড়তে চায় না কোনে প্রাণী তোমার রূপের এ জাহান-
ইয়া আল্লাহু, ইয়া জলিলু, ইয়া রাহিমু, ইয়া রাহমান।।

তোমার খাঁটি বান্দা যেনো
হতে পারি এ ভবে,
তবে পরকালে আমার
সুখের জান্নাত লাভ হবে।
আমাকে দাও খাটি বান্দা হওয়ার সকল গুণ ও জ্ঞান--
ইয়া আল্লাহু, ইয়া জালিলু,ইয়া রাহিমু, ইয়া রাহমান।।

তোমার কঠোর শাস্তির জন্যে
করি আমি মৃত্যুর ভয়,
তাই আমি চাই তোমার কৃপা
মৃত্যুভয়টি করতে জয়।
কবুল করো আমার সকল বন্দেগী হে দয়াবান,
ইয়া আল্লাহু, ইয়া জালিলু, ইয়া রাহিমা ইয়া রাহমান।।

                      ..... 

Tuesday, April 2, 2019

রমজানে প্রার্থনা-৪

(পবিত্র রমজানের প্রার্থনা-৪)

মুহাম্মদ আবদুল মান্নান ইযাকুবী

ওহে খোদা, মাফ করে দাও
সকলকে এ রমজানে,
তুমি গাফ্ফার তুমি রহমান
শুনেছি পাক কোরআনে।
ওহে খোদা, মাফ করে দাও সকলকে এ রমজানে।।

রমজান হলো কোরআনের মাস
তাই এ মাসের মর্যাদা,
হাজারো মাস থেকে বেশি
মানি আমরা সর্বদা।
প্রাণের ছেয়ে অধিক মূল্য দেই কোরআনকে জাহানে-
ওহে খোদা, মাফ করে দাও  সকলকে এ রমজানে।।

মাফ করে দাও মা-বাবা আর
সর্ব মুসলিম ভাই বোনকে,
মরলে তাদের জান্নাত দিয়ো
স্থান দিয়ো না দোজখে।
উত্তম কর্ম করতে যেন থাকি সবাই পাক ধ্যানে-
ওহে খোদা, মাফ করে দাও সকলকে এ রমজানে।।

ছোট বড়ো সকল গুণা
শিরেকি ও বিদাতি,
জেনে বা না জেনে করলে
ক্ষমা চাই দুহাত পাতি।
মুসলিমদেরকে সেরা রেখো শরার জ্ঞান ও বিজ্ঞানে--
ওহে খোদা, মাফ করে দাও সকলকে এ রমজানে।।

 ...