Sunday, December 11, 2022

মহানবী (স.) এর জন্মদিনে

মহানবী (স.) এর জন্মদিনে

     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

স্বর্গীয় পুলক আজ আকাশের মাঝে,
ধরাও জেগেছে এক অপরূপ সাজে।

ঘুম থেকে জেগে সবে আঁখি মেলে আজ,
চারদিকে দেখে শুধু মনোলোভা সাজ।

মোহিত সবাই আজ ভোরের আলোয়,
প্রবাহিত হচ্ছে ছন্দে কোমল মলয়।

সর্বত্র ছড়ায় এটি মোহনীয় ঘ্রাণ,
নিঃশ্বাস আর প্রশ্বাসে ভরে যায় প্রাণ।

পাখিরা ধরেছে তান শাখায় শাখায়,
অপূর্ব সুরে সবার হৃদয় মাতায়।

রবির উজ্জ্বলতায় নেই আজ জ্বালা,
মহানন্দে ছুটোছুটি করে মেঘমালা।

ফুলে ফুলে রাঙা আজ সকল কানন,
পুলকের রাজ্য যেন নিখিল ভুবন।

কীট-পতঙ্গ বিহগ আর পশু যত,
তারাও রয়েছে খুব আহ্লাদে রত।

হিংসা-বিদ্বেষ আজ নেই কারো মনে
প্রীতিবিনিময় শুধু চলে জনে জনে।

কেন আজ দিন ভবে এত মধুময়?
সবমুখে এটি শুধু বলাবলি হয়!

ছিল সেটি রবিউল আওয়াল মাস,
এর বারো তারিখেই জাগে উচ্ছ্বাস।

আবির্ভাব হয়েছিল সেদিন নবীর,
তাই ওই দিন ছিল এতই খুশির।
                     ........

Tuesday, December 6, 2022

শ্বশুর বাড়ির ভিক্ষুক

শ্বশুর বাড়ির ভিক্ষুক 
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

যৌতুক দেয়া এবং নেয়া
    দুটোই অপরাধ,
এ কাজে তাই সর্বলোকে
    জানায় নিন্দাবাদ।

যৌতুক নিয়ে বিয়ে-শাদি
       করে থাকে যারা,
শ্বশুরবাড়ির নিম্নস্তরের
     ভিক্ষুক হলো তারা।

নারী-পুরুষ যখন হবে
    যুগলবন্দি ভবে,
তখন তাদের পরস্পরের
   জীবন সার্থক হবে।

এ কারণে দুয়ের মাঝে 
    ঘটাতে মেলবন্ধন,
মানবরাজ্যে চলে থাকে
    বিয়ের আয়োজন।

বিয়ে মানে হয়ে যাওয়া
    দুজনে দুজনার,
সুখে-দুঃখে, মিলে মিশে
   গড়া প্রীতির সংসার।

যৌতুক লোভী পাপীর কিন্তু
    নেই এমন চেতনা,
শ্বশুরবাড়ির যৌতুক পেতে
    করে তালবাহানা।

যৌতুক অংকের যোগ বিয়োগে
          হেরফের হয়ে গেলে,
এ পাপী তার বধু নিয়ে
            ত্রাসের খেলা খেলে।

বিয়ে করার প্রাক্কালে যে
     সুপাত্রীর সন্ধানে,
নলার মজ্জা পানি করে
    হেটে নানা স্থানে।

বহুদিনের সাধনায় সে
    যে সুপাত্রী পা‍য়, 
যৌতুক পেতে তাকেও সে
    ঘর থেকে তাড়ায়।

 মানসিক আর দৈহিক পীড়ন
      চালায় তার উপরে,
চাকু এবং বেত মেরে তার
         দেহ ক্ষত করে।

কেহ ঢেলে গরম পানি 
    ঝলসায় বধুর দেহ,
যে দেহ তার গড়ে পেয়ে
     মাতাপিতার স্নেহ।

এ সমাজে আছে অনেক
      মনুষ্য পিচাশ,
যৌতুক লোভে করে যারা
     আপন বউকে লাশ।

এভাবে যে কতো নারী
    এ দেশের ভেতরে,
যৌতুক লোভীর নিপীড়নে
       গিয়েছে কবরে।

নারীজাতি বলতে বুঝায়
   মা, বোন, বধু, মেয়ে,
কেনো তারা থাকবে বলো
     এমন দুঃখ পেয়ে?

বিয়ের আগে নারীর মোহর 
       করতে হয় উসুল,
মুসলিমদেরকে এ নির্দেশ দেন 
       আল্লাহ রাব্বুল।

বউকে স্বামীর মোহর প্রদান
    ইসলামি বিধান,
মানতে হবে এবিধানটি
     সকল মুসলমান।

শ্বশুর বাড়ির ভিক্ষুকেরা
    সারা দেশে আজ,
দুর্বিষহ করে রাখছে
     নারীদের সমাজ।

বাংলাদেশের কুলাঙ্গার সব
      এ ভিক্ষুকদের দলে
ঝাড়ু-জুতা মারতে তাদের
         এসো সদল বলে।

বরে যৌতুক নেয়া হারাম
        বলেছে ইসলামে,
এ আদেশ না মানলে কিন্তু
        যাবে জাহান্নামে।

পাপ করো না এ ভিক্ষুকদের
      করে ভিক্ষা দান,
যৌতুককে 'না' বলে বাড়াও
       নারী জাতির মান।
               .......

Saturday, December 3, 2022

ভন্ডপীর

ভণ্ডপীর

        মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভণ্ডপীরে গ্রাস করেছে
    আউলিয়ার  এ দেশ,
ধর্মবৃত্তি করছে তারা
   ধরে অলির বেশ।

তারা হলো সেরা মিথ্যুক
        কুচক্রী আর বাচাল,
যাদের কাছে নেই খোদার ভয়
     আর ইসলামি হালচাল।

এ ভণ্ডরা বিপথগামী
    নামে মুসলমান,
প্রতারণায় এদের কাছে
    হার মানে শয়তান।

বলে তারা তাদের কাছে
          আছে জ্বীনের রাজ,
যাকে দিয়ে করায় তারা
       রোগ সারানোর কাজ।
   
আরো বলে তারা নাকি
     গায়েবী সব জানে,
অজ্ঞরা তাই ভক্ত তাদের
     হচ্ছে মনের টানে।

প্রকাশ্য আর গুপ্ত নাকি
            আছে তাদের দেহ,
কভু নাকি গুপ্তটাকে
        দেখতে পায় না কেহ।

ভক্তদেরকে এসব বলে
   লোভ দেখিয়ে তারা,
হাতিয়ে সব অর্থ তাদের
    করে সর্বহারা।

জাহান্নামের পথিক এসব
      ভন্ডপীরের দল,
পরের অর্থ ভাগিয়ে নেয়
     করে নানা ছল।

এরা আরো বলে নাকি
    গুপ্ত নামাজ পড়ে,
পাঞ্জেগানা নামাজ নাকি
     পড়ে কাবাঘরে।

নামাজ কিন্তু গুপ্ত নহে
    মুক্ত ইবাদত,
প্রকাশ্যে তা' কায়েম করতে
     বলে শরীয়ত।

নামাজ কায়েম করার কথা
     পাক কোরআনে বলে,
জাহান্ননামে যেতে হবে
      এর অন্যথা হলে ।

মাজার পূজা, পেটের পূজা
   আর বেদয়াতি কাজে,
  মগ্ন থাকে এ সব পাপী
     সকাল, দুপুর, সাঁঝে।

মদ-গাঁজাতে চলে তাদের
       রাতে ইবাদত,
ভণ্ডামিতে নষ্ট করে
         নারীদের ইজ্জত।

পায়ে পড়ে সিজদা করার
      বিধান নেই ইসলামে,
শিরকী এ কাজটি চালায়
      এ সব নরাধমে।

শিরক কর্মে রাখে তারা
     পীরগিরিটা ধরে,
মাতাল থাকে নাচ ও গানে 
   তাদের খানকা ঘরে।

এ ভণ্ডদের কেউ করে না
      জনহিতে কর্ম
কুসংস্কারে সমাজ ঢাকার
      কাজটাই এদের ধর্ম।

স্বর্গে যাওয়ার টিকেট নাকি
   এদের কাছে মেলে,
নিত্য এরা হুরের সাথে
    স্বর্গে নাকি খেলে।

লোকজন হলে ভক্ত এদের
    বলে বেড়ায় তারা,
পালন করা লাগে না আর
     শরীয়তের ধারা।

মৃত্যুর পরে স্বর্গ পেয়ে
     হবে ভাগ্যবান,
পাপ থাকলেও হবে না আর
      জাহান্নামে স্থান।

এমন কথা মুখে যারা
   বলবে এ জগতে,
জাহান্নামে জ্বলবে তারা
কোরান-সুন্নাহ মতে।

এ সব ভণ্ড পীরের থেকে
  রক্ষা করুন ঈমান,
মোমিন-মুসলিম ভাই-বোন সবে
    এক্ষুণে হোন সাবধান।
            ......

Sunday, November 27, 2022

আশীর্বাদ-২

আশীর্বাদ- ২

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

খোকন সোনা পণ করেছে 
       হবে ফুটবলার,
ফুটবল খেলে করবে সে তার 
       জীবন চমৎকার।

অদ্য সে তার বক্ষে রাখছে
      বিশ্বকাপ ফুটবল,
দক্ষ হবে খেলতে খেলতে
      শেখবে সব কৌশল।

হারবে না সে কোনো খেলায়
        পরবে জয়ের মালা,
বিশ্বকাপে সেরা তাকে
         করো আল্লাহ তা'লা।

 আশীর্বাদ মোর হয় যেন সে
           সঠিক মুসলমান, 
মেনে যেন চলে নিত্য
              ইসলামি বিধান।
              ...... 
            

Sunday, November 13, 2022

তোমার অবদানে ( সনেট)


          তোমার অবদানে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাতের আকাশ ছিল কালো মেঘে ঢাকা;
ছিল প্রচণ্ড বজ্রপাত ও বারিধারা,
অন্ধকারে পথিকেরা ছিল পথহারা, 
চতু্র্দিকে পথঘাট ছিল শুধু ফাঁকা।
পথিকদের পথও ছিল আঁকাবাঁকা।
আঁধারে হার মেনে যায় চাঁদ ও তারা,
বজ্রের ভীতিতে সবে ছিল দিশেহারা,
এ ছিল যেনো নিশির ত্রাস পেতে থাকা।

ভয়াল এ রাতে সবে ভাবে মনে মনে,
এগিয়ে  আসত যদি কেউ আলো নিয়ে,
পৌঁছা তবে সম্ভব হতো গন্তব্যস্থানে।
অন্যরা ছিল তখন নিজ নিজ ধ্যানে,
তুমি  শুধু উদ্ধারিতে এলে আলো নিয়ে,
রাহী গন্তব্য পায় তোমার অবদানে।
                    ...........

Thursday, November 3, 2022

বাংলার হেমন্তে

বাংলার হেমন্তে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুহেলী ঘোমটা পরে
   এসেছে হেমন্ত,
যেনো এক লজ্জাবতী
    নয় প্রাণবন্ত।

বাংলায় এলে তার
  মন থাকে রিক্ত,
ছুপে ছুপে কেঁদে কেঁদে
  আঁখি করে সিক্ত।

দিগন্ত প্রসারি মাঠে
   দেখে না সে ধন,
এ কারণে শোকে তার
     চলছে কাঁদন।

এ কাঁদন দেখে তার
   ব্যোমে দিবাকর,
ঝিমিয়ে ঝিমিয়ে দেয়, 
   আলো দিনভর।

কল্যাণী হেমন্তরাণী
   অতীব উদার,
বঙ্গে তাই নিয়ে আসে
    ধনের জোয়ার। 

মাঠ তার আগমনে 
  ভরে যায় ধানে,
অপার আনন্দ জাগে 
   কৃষকের প্রাণে।

ফুটায় সে কাশফুল 
  নদী-খালকুলে,
উষা রাখে সুবাসিত 
নানা জাত ফুলে। 

অশোক, শিরীষ, চাঁপা
শিমুল, পলাশ,
নিসর্গে ফুটিয়ে দেয় 
অপূর্ব সুহাস।

দিবাকালে পদ্ম যেনো
  আবেগে-উচ্ছ্বাসে,
রবিকে সালাম করে 
  আর নীরে ভাসে।

শশীকে করে সালাম
শাপলারা জলে, 
এ যেনো হেমন্তপ্রীতি
ব্যোমে-জলে চলে।

তাল, বেল, নারকেল 
লেবু,  জামরুল,
পাওয়া যায় এ বঙ্গে
  হেমন্তে  বিপুল।

নীলাকাশে সাদা মেঘ
   আনাঘোনা করে,
রাইফুলের রূপ দেখে 
    মন যায় ভরে।

আকাশটা থাকে অতি
    স্নিগ্ধ ও সুন্দর,
কোথাও মলিনতার 
    পড়ে না আঁচড়।

ধনেভরা হেমন্ত যা
  বিধাতার দান,
রূপসী এ বঙ্গে তার
  স্থান মহীয়ান।    
         .....

Wednesday, October 12, 2022

তালগাছ নামক গদি রক্ষা

মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

চলে গুম আর খুনাখুনি
এখন নেতার নীতিতে,
উদ্দেশ্য এর একটা শুধু
টিকে থাকা গদিতে।

           তাইতো কারো মিল থাকে না
           কথা কর্ম আর চিন্তায়,
           ঐক্য, সত্য, উদারতা
           গেছে এখন সব গোল্লায়।

ধৈর্য-সহ্য, ন্যায়-নীতি সব
হয়ে গেছে আজ বর্জ্য,
চরিত্রেও দেখায় নেতা
বিশ্বসেরা নির্লজ্জ।

              রেষারেষি চলে শুধু
              আপন স্বার্থ রক্ষার্থে,
             কিন্তু কারো থাকে না মন
             নিবেদিত পরার্থে।

 অন্যায়ের আজ প্রতিবাদ কেউ
 করতে গেলে গুলি খায়,
 এ কারণ গুণীলোকজন 
 নিত্য বলি হয়ে যায়।

            গেলেও যাক অধঃপাতে
            দেশ ও জাতি পুরোটা,
            থাকা চাই নিজ অধিকারে
            তালগাছ নামক গদিটা।
                     ........

Sunday, October 2, 2022

আধুনিক নারী

আধুনিক নারী
       মুহাম্মদ আবদুুল মান্নান ইয়াকুবী

বুদ্ধির খেলায় নারী এখন
    জাগছে নরের সঙ্গে,
করছে প্রমাণ শক্তি যে তার
    আছে রূপের অঙ্গে।

বীরার বেশে ছুটছে নারী
    মনোবল তার চাঙ্গা, 
জীবনযুদ্ধে নরের সঙ্গে
   আনছে খ্যাতি রাঙ্গা।

হিমালয়ও বিজয়টি তার 
     ধ্বনিত মৃদঙ্গে,
তাইতো বিশ্ব মুগ্ধ আজ তার
      খ্যাতিমাখা রঙ্গে।

সফল তরী বাইছে নারী
     জয় করে সব ডাঙ্গা,
বুকভরা তার গর্ব এখন
      হৃদয় নেই আর ভাঙ্গা।
             .....

Friday, September 16, 2022

রমজানের প্রার্থনা-১৪

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ১৪
  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সর্ব সৃষ্টির স্রষ্টা তুমি 
  ওহে পরওয়ার,
 দুহাত তুলে করছি আরজ 
    দরবারে তোমার।

আমার সকল সৎ প্রচেষ্টা, 
  সৎ চিন্তা আর কাজ, 
কবুল এবং মঞ্জুর করো 
  হে রাজাধিরাজ! 

আমায় প্রভু করো শুধু
   তোমার অনুগত,
আর অনুরূপ করো আমার
   বংশে আসবে যতো।

দেখাও আমায় মাবুদ তোমার 
    বন্দেগীর পদ্ধতি,
তওবা আমার কবুল করো
    ওহে অধিপতি!

নিশ্চয় প্রভু তুমি বান্দার 
  তাওবা কবুলকারী,
করুণাময় এবং সকল 
  গুনাহ মোচনকারী।  

ইহকাল আর পরকালে
     চাই আমি কল্যাণ,
জাহান্নামের অগ্নি থেকে
       যাচি পরিত্রাণ।

তুমি হলে সৃষ্টিকর্তা
    আমি তোমার বান্দা,
তোমার নির্দেশ ভুলে আমি 
     করছি নিজের ধান্ধা।

তাইতো আমার হয়ে গেছে
   পাহাড় সমান পাপ,
দয়াময় হে মহাপ্রভু! 
    করো আমায় মাফ।

এ অবস্থায় যদি আমার
     হয়ে যায় মরণ,
জাহান্নামে অনাদিকাল
     হবে মোর যাপন।  

আমি আমার পাপের জন্যে
    অনুতপ্ত প্রভু।
স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে পাপ
      করব না আর কভুু।

মাফ না করে সব পাপ আমার
        ওহে রহমান,
আজরাইলকে দিয়ো না মোর
        মরণের ফরমান। 
                    ....... 
  



 

Sunday, August 28, 2022

বাংলার শরতে

বাংলার শরতে
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

 নিসর্গে ফুটেছে আজ শ্যামল বাহার, 
পুলক জেগেছে তাই হৃদয়ে সবার।

অন্তরীক্ষে নেই আর মেঘের কাঁদন,
 নেমেছে চাষীর ক্ষেতে ফসলি প্লাবন।

নীলাকাশে সাদা মেঘ হয়ে গেছে ভেলা,
করছে আলোর সাথে লুকোচুরি খেলা।

ঝিলিমিলি রোদ দিনে, রাতে জ্যোৎস্নায়, 
ধরণীটা  সেজে গেছে মোহনী শোভায়।

দিগন্ত প্রসারী মাঠে বাতাসের সঙ্গে,
নাচে কচি ধানচারা হরষে তরঙ্গে।

 প্রবাহিত ফুরফুরে মিষ্টি হাওয়ায়,
তরু-লতা আর তৃণে নাচন চালায়।
        
সমীরণে নেই ধুলো আর অগ্নিতাপ,
ধরাতল থাকে শুধু রূপে ছয়লাপ।
 
হালকা কুয়াশাঢাকা থাকে ভোর বেলা,
তৃণের ডগায় থাকে শিশিরের মেলা।

রবির ছোঁয়ায় ভোরে শিশিরের বিন্ধু
ঘাসঢাকা মাঠ করে  মুক্তাময় সিন্ধু।

বিলে ঝিলে প্রস্ফুটিত  রূপ শাপলার,
ম্লান করে অপরূপ ব্যুমের তারার।

জলজ দামেতে ফুটে কলমির কুঁড়ি,
বেগুনি রূপটি যার নেই যেন জুড়ি।
           
 মাধবি,  বকুল ফুল ফোটে বনে বনে,
 কামিনীর ঘ্রাণে মন ভরে নিশিক্ষণে।

নদীতীরে অগণিত ফুটে কাশফুল,
নিসর্গের রূপ এতে দেখায় অতুল। 

বাতাসের সাথে এরা প্রাণ খোলে নাচে,
পরীনাচ হেরে যায় এ নাচের কাছে।

কুড়িয়ে শিউলি ফুল প্রাতে পল্লিবালা,
গলা ও খোপায় পরে গেঁথে এর মালা।
                 
 মালতি, স্বর্ণকমল,  জুঁই, হাস্নাহেনা 
ফুটে আরো নানা ফুল অচেনা ও চেনা। 

আমড়া, পেয়ারা, তাল বেল, কামরাঙ্গা, 
আরো নানা ফুলে ফলে বঙ্গ থাকে চাঙ্গা।
         
ভরানদী দিয়ে তরী ঢেউ তোলে চলে ডিঙ্গি নৌকা থেকে জেলে জাল ফেলে জলে।

খঞ্জনা, বালিহাঁস ও চকাচকির  ঝাঁক,
রাখে না নদীর তীরে একটুও ফাঁক।

 কানন থাকে পাখির গানে মুখরিত,
  শান্ত নিসর্গে সবার মন করে প্রীত।

সৌম্য শরতে রূপের থাকে ঝলকানি,
তাই তাকে বাংলায় বলি ঋতুরাণি ।

                 ......

Sunday, April 3, 2022

পহেলা রমজানের সৌজন্যে

পহেলা রমজানের সৌজন্যে
           মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের,
প্রভুর প্রেমে নব আত্মা জাগবে সকল মোমিনের।

পানাহারে চলবে না দিন, তন্দ্রাতে রাত কাটবে না,
 সজল নেত্রে যাচবে ক্ষমা সকল মোমিন-মোমেনা।
পরকালে মুক্তি পেতে কাঁদবে শুধু মন তাদের,
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

রমজানব্যাপী চলবে তাদের আত্মসংযম প্রশিক্ষণ,
দানধর্ম আর বন্দেগীতে থাকবে তারা সারাক্ষণ।
লক্ষ্য শুধু থাকবে তাদের খোদা প্রীতি  অর্জনের- বছর গুরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

এ দুনিয়ার সকল প্রকার ভোগবিলাসের মোহের টান,
খোদার দিদার পেতে মুমিন করবে সবই প্রত্যাখ্যান।
এমন দৃঢ় হতে তারা শিক্ষা নিচ্ছে এ মাসের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

আযাযিল আজ গুমরে গুমরে কাঁদছে শুধু এ ধরায়,
এখন তাকে শেকল বেঁধে রাখা হবে জেল খানায়।
কুমন্ত্রনার শক্তিটা আর থাকবে না এ খবিশের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

পুণ্যকর্মে সব মোমিনের কাটবে সময়  এ মাসে,
স্বর্গীয় সুখ তাদের মাঝে বইতে থাকবে উচ্ছ্বাসে।
এতে তাদের মেলবে প্রমাণ সৃষ্টির সেরা মাখলুকের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

সংযত মুখ রাখবে তারা বলবে না কেউ মন্দ বাত,
দিবা-নিশি চলবে তাদের তসবী, যিকির, তিলাওয়াত,
মরলে এদের পরকালটা হবে মহা আনন্দের,
বছর ঘুরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

খুলবে রোজা জান্নাতের দ্বার রুদ্ধ করবে জাহান্নাম,
রোজাদারগণ পাবে জান্নাত ঘোষণা দেয় পাক কালাম।
তারা অতি ভাগ্যবান লোক ইহ-পর দুকালের, 
বছর ঘুরে আত্মশুদ্ধির  মাস এলো ফের রমজানের।  

               ......

Saturday, March 26, 2022

তোতার স্বাধীনতা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।

জনি একটি তোতা পোষে খাঁচার ভেতর রেখে,
কলা-মুড়ি নিত্য খাওয়ায় আদর করে তাকে।
একদিন জনির তোতা খাঁচার দুয়ার খোলা পেয়ে,
ফুড়ুৎ করে উড়াল দিয়ে বসলো গাছে যেয়ে।
গাছ তলাতে গিয়ে জনি ডাকে তোতা আয়,
স্বাদের ফলমূল তোকে আমি ভরে দেবো খাঁচায়।
বসে বসে খাবে তুমি চিন্তা কিসে আর,
তাড়াতাড়ি এসে পড়ো খাঁচাতে আমার।
তোতা বলে যাবো না আর তোমার খাঁচায় ভাই, 
যদিও হই পাখি আমি স্বাধীনতা চাই।
             ......... 

Tuesday, March 1, 2022

একুশের আহ্বান

একুশের আহ্বান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইংলিশ বল ভাঙ্গা ভাঙ্গা
   বাংলা বল ভুল,
একুশ এলে থাকো শুধু
    বাংলাতে মশগুল।

হিন্দি গানের আসর পেলে
     মেতে ওঠো প্রাণে,
আভিজাত্যের প্রকাশ ঘটাও
     শ্বেতাঙ্গদের গানে।

বৃটিশ, ল্যাটিন শব্দ ঢোকাও
       বাংলা বাক্যের মাঝে,
দিবানিশি মত্ত থাকো
       বাংলা নাশের কাজে।

শৌর্যে-বীর্যে বাংলাভাষা
     চির সচল প্রাণ,
ভাব প্রকাশে লাগে না এর
      ভিন্ন ভাষার দান।

বাংলামুখে ভিন জাতির বোল
       শুনতে তেমন লাগে,
যেনো কুহুর মধুর কন্ঠে
        কাকের ধ্বনি জাগে।

বাংলা মায়ের বাংলা বোলে
         বাংলায় কর বাস,
সুস্থ রুচি নিয়ে কর
         বাংলাতে উল্লাস।

সারা বিশ্বে সমাদৃত
     বাংলাভাষা  আজ, 
তবু কেনো বাংলা নিয়ে 
   পাচ্ছ এত লাজ?

আজ একুশে সবে মিলে
     কর দৃঢ় পণ,
বাংলার মানটা রক্ষায় রাখ
      নিবেদিত মন।
        .....

Thursday, February 3, 2022

লেখতে পারে ভালোবাসার কবিতা যে জন

লেখতে পারে ভালোবাসার কবিতা যে জন

           মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
                .......

সঠিকভাবে ভালবাসার
    রয়েছে যার মন,
লেখতে পারে ভালবাসার
    কবিতা সে জন।

সৃষ্টজীবের প্রতি গভীর
        স্নেহ-মমতায়,
হবে না যার গরমিল কভু
    কাজে আর কথায়।

কান্নাটাও আসে না যার
     দেখে দুঃখ শত,
বাস্তবে যে দুঃখের পরে 
   সুখ পায় অবিরত।

জীবনে পথ চলতে যদি
   এসে যায় অভাব,
দিয়ে থাকে অভাবকে যে
    দাঁতভাঙ্গা জবাব।

পৃথিবীতে ভালোবাসায় 
    সব করে যে জয়,
আর সুখ-শান্তির কলমযুদ্ধে
       জীবন করে ক্ষয়।

মনটাও যার নিলাম্বরের 
    মত হয় উদার,
তার শোভা পায় ভালবাসার 
    কবিতা লেখার।

               ........