Sunday, November 13, 2022

তোমার অবদানে ( সনেট)


          তোমার অবদানে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাতের আকাশ ছিল কালো মেঘে ঢাকা;
ছিল প্রচণ্ড বজ্রপাত ও বারিধারা,
অন্ধকারে পথিকেরা ছিল পথহারা, 
চতু্র্দিকে পথঘাট ছিল শুধু ফাঁকা।
পথিকদের পথও ছিল আঁকাবাঁকা।
আঁধারে হার মেনে যায় চাঁদ ও তারা,
বজ্রের ভীতিতে সবে ছিল দিশেহারা,
এ ছিল যেনো নিশির ত্রাস পেতে থাকা।

ভয়াল এ রাতে সবে ভাবে মনে মনে,
এগিয়ে  আসত যদি কেউ আলো নিয়ে,
পৌঁছা তবে সম্ভব হতো গন্তব্যস্থানে।
অন্যরা ছিল তখন নিজ নিজ ধ্যানে,
তুমি  শুধু উদ্ধারিতে এলে আলো নিয়ে,
রাহী গন্তব্য পায় তোমার অবদানে।
                    ...........

No comments: