Sunday, September 15, 2019

তর্ক

             তর্ক    

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তর্ক যদি করতে হয় তা
                     জ্ঞানীর সাথে করো,
শেখবে তবে অনেক কিছু
                      গুণে হবে বড়।

মূর্খের সাথে করলে তর্ক
               মান সম্মান হয় বিনাশ,
নিজকে এতে করবে আরো
                 মূর্খ বলে প্রকাশ।

তোমার সাথে মূর্খ যদি
                   বাড়াবাড়ি করে,
চুপটি করে থাকবে তুমি
                    তার কথার উত্তরে।

নইলে তোমার ব্যক্তিত্বটা
                     হবে ধুলিস্যাৎ,
আজীবন এ অপমানে
                     মারবে মাথায় হাত।

মূর্খের তর্কের পরিণাম হয়
                      প্রায়ই ভয়াবহ,
ঘটে এতে ঝগড়া বিবাদ
                       হত্যা অহরহ।

তর্ক করার প্রারম্ভে তাই
                      ভেবে দেখা চাই,
তার্কিক ব্যক্তি মূর্খ হলে
                        তর্ক করতে নাই।
               .........
তারিখঃ ১৫ - ০৯-২০১৯ খ্রি.