Saturday, March 26, 2022

তোতার স্বাধীনতা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।

জনি একটি তোতা পোষে খাঁচার ভেতর রেখে,
কলা-মুড়ি নিত্য খাওয়ায় আদর করে তাকে।
একদিন জনির তোতা খাঁচার দুয়ার খোলা পেয়ে,
ফুড়ুৎ করে উড়াল দিয়ে বসলো গাছে যেয়ে।
গাছ তলাতে গিয়ে জনি ডাকে তোতা আয়,
স্বাদের ফলমূল তোকে আমি ভরে দেবো খাঁচায়।
বসে বসে খাবে তুমি চিন্তা কিসে আর,
তাড়াতাড়ি এসে পড়ো খাঁচাতে আমার।
তোতা বলে যাবো না আর তোমার খাঁচায় ভাই, 
যদিও হই পাখি আমি স্বাধীনতা চাই।
             ......... 

Tuesday, March 1, 2022

একুশের আহ্বান

একুশের আহ্বান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইংলিশ বল ভাঙ্গা ভাঙ্গা
   বাংলা বল ভুল,
একুশ এলে থাকো শুধু
    বাংলাতে মশগুল।

হিন্দি গানের আসর পেলে
     মেতে ওঠো প্রাণে,
আভিজাত্যের প্রকাশ ঘটাও
     শ্বেতাঙ্গদের গানে।

বৃটিশ, ল্যাটিন শব্দ ঢোকাও
       বাংলা বাক্যের মাঝে,
দিবানিশি মত্ত থাকো
       বাংলা নাশের কাজে।

শৌর্যে-বীর্যে বাংলাভাষা
     চির সচল প্রাণ,
ভাব প্রকাশে লাগে না এর
      ভিন্ন ভাষার দান।

বাংলামুখে ভিন জাতির বোল
       শুনতে তেমন লাগে,
যেনো কুহুর মধুর কন্ঠে
        কাকের ধ্বনি জাগে।

বাংলা মায়ের বাংলা বোলে
         বাংলায় কর বাস,
সুস্থ রুচি নিয়ে কর
         বাংলাতে উল্লাস।

সারা বিশ্বে সমাদৃত
     বাংলাভাষা  আজ, 
তবু কেনো বাংলা নিয়ে 
   পাচ্ছ এত লাজ?

আজ একুশে সবে মিলে
     কর দৃঢ় পণ,
বাংলার মানটা রক্ষায় রাখ
      নিবেদিত মন।
        .....