একুশের আহ্বান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ইংলিশ বল ভাঙ্গা ভাঙ্গা
বাংলা বল ভুল,
একুশ এলে থাকো শুধু
বাংলাতে মশগুল।
হিন্দি গানের আসর পেলে
মেতে ওঠো প্রাণে,
আভিজাত্যের প্রকাশ ঘটাও
শ্বেতাঙ্গদের গানে।
বৃটিশ, ল্যাটিন শব্দ ঢোকাও
বাংলা বাক্যের মাঝে,
দিবানিশি মত্ত থাকো
বাংলা নাশের কাজে।
শৌর্যে-বীর্যে বাংলাভাষা
চির সচল প্রাণ,
ভাব প্রকাশে লাগে না এর
ভিন্ন ভাষার দান।
বাংলামুখে ভিন জাতির বোল
শুনতে তেমন লাগে,
যেনো কুহুর মধুর কন্ঠে
কাকের ধ্বনি জাগে।
বাংলা মায়ের বাংলা বোলে
বাংলায় কর বাস,
সুস্থ রুচি নিয়ে কর
বাংলাতে উল্লাস।
সারা বিশ্বে সমাদৃত
বাংলাভাষা আজ,
তবু কেনো বাংলা নিয়ে
পাচ্ছ এত লাজ?
আজ একুশে সবে মিলে
কর দৃঢ় পণ,
বাংলার মানটা রক্ষায় রাখ
নিবেদিত মন।
.....
No comments:
Post a Comment