Tuesday, August 22, 2023

চাওয়া

চাওয়া
  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তোমার কাছে তিনটা চাওয়া
      আছে হে মোর রব,
মঞ্জুর করে রেখো আমার
      জীবনে সেসব।

ঋনমুক্ত আর সুস্থ জীবন
    দিও ভবে তুমি,
দৃঢ় ঈমান  চাই গো আরও
    তোমার চরণ চুমি।
          ...... 
২২/০৮/২০২৩ খ্রি.



   


Friday, August 11, 2023

মুনাফিকের স্থান

মুনাফিকের স্থান
       মুহাম্মদ আবদুল মান্নান  ইয়াকুবী

কথায় কথায় মিথ্যা বলার
      অভ্যাস আছে যার,
 কুন্ঠা নেই তার করতে সকল
      অন্যায়- অবিচার।

আত্মসাৎ কেউ করলে কারো
   গচ্ছিত ধন ধরায়।
ইহ-পরকালে সে লোক 
   প্রভুর কৃপা হারায়।

কথা দিয়ে কথা রক্ষা
    করে না যে জন,
সবচেয়ে সে নিকৃ্ষ্ট লোক
    জাতীয় দুষমন। 

এ তিন প্রকার দোষের মিশ্রন
    যার চরিত্রে থাকে,
হাদিস মতে মুনাফিক লোক
     বলা যাবে তাকে।

মুনাফিকরা স্বার্থপর আর
    মন্দের হয় ঘটক,
নিত্য তারা পেয়ে থাকে 
     শয়তানের সবক।

 তাদের দ্বারা হয় না কোনো
   সমাজকল্যাণ কাজ,
কারণ তারা অসৎ, পাপী
     এবং ফন্দিবাজ। 

মরণের পর হবে তাদের
     জাহান্নামে স্থান,
অনন্তকাল জ্বলবে সেথা
   বলে পাক কোরআন।
                   ...... 
তাং, ১০/০৮/২০২৩ খ্রি.

لا لله الا الله الملك الحق المبين