Friday, August 11, 2023

মুনাফিকের কর্ম ও স্থান

মুনাফিকের কর্ম ও স্থান
       মুহাম্মদ আবদুল মান্নান  ইয়াকুবী

কথায় কথায় মিথ্যা বলার
      অভ্যাস আছে যার,
 কুন্ঠা নেই তার করতে সকল
      অন্যায়- অবিচার।

আত্মসাৎ কেউ করলে কারো
   গচ্ছিত ধন ধরায়।
ইহ-পরকালে সে লোক 
   প্রভুর কৃপা হারায়।

কথা দিয়ে কথা রক্ষা
    করে না যে জন,
সবচেয়ে সে নিকৃ্ষ্ট লোক
    জাতীয় দুশমন। 

এ তিন প্রকার দোষের মিশ্রণ
    যার চরিত্রে থাকে,
হাদিস মতে মুনাফিক লোক
     বলা যাবে তাকে।

মুনাফিকরা স্বার্থপর আর
    মন্দের হয় ঘটক,
নিত্য তারা পেয়ে থাকে 
     শয়তানের সবক।

 তাদের দ্বারা হয় না কোনো
   সমাজহিতে কাজ,
কারণ তারা অসৎ, পাপী
     এবং ফন্দিবাজ। 

মরণের পর হবে তাদের
     জাহান্নামে স্থান,
অনন্তকাল জ্বলবে সেথা
   বলে পাক কোরআন।
                   ...... 
তাং, ১০/০৮/২০২৩ খ্রি.

No comments: