Tuesday, August 22, 2023

চাওয়া

চাওয়া
  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তোমার কাছে তিনটা চাওয়া
      আছে হে মোর রব,
মঞ্জুর করে রেখো আমার
      জীবনে সেসব।

ঋনমুক্ত আর সুস্থ জীবন
    দিও ভবে তুমি,
দৃঢ় ঈমান  চাই গো আরও
    তোমার চরণ চুমি।
          ...... 
২২/০৮/২০২৩ খ্রি.



   


No comments: