Sunday, November 27, 2022

আশীর্বাদ-২

আশীর্বাদ- ২

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

খোকন সোনা পণ করেছে 
       হবে ফুটবলার,
ফুটবল খেলে করবে সে তার 
       জীবন চমৎকার।

অদ্য সে তার বক্ষে রাখছে
      বিশ্বকাপ ফুটবল,
দক্ষ হবে খেলতে খেলতে
      শেখবে সব কৌশল।

হারবে না সে কোনো খেলায়
        পরবে জয়ের মালা,
বিশ্বকাপে সেরা তাকে
         করো আল্লাহ তা'লা।

 আশীর্বাদ মোর হয় যেন সে
           সঠিক মুসলমান, 
মেনে যেন চলে নিত্য
              ইসলামি বিধান।
              ...... 
            

Sunday, November 13, 2022

তোমার অবদানে ( সনেট)


          তোমার অবদানে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাতের আকাশ ছিল কালো মেঘে ঢাকা;
ছিল প্রচণ্ড বজ্রপাত ও বারিধারা,
অন্ধকারে পথিকেরা ছিল পথহারা, 
চতু্র্দিকে পথঘাট ছিল শুধু ফাঁকা।
পথিকদের পথও ছিল আঁকাবাঁকা।
আঁধারে হার মেনে যায় চাঁদ ও তারা,
বজ্রের ভীতিতে সবে ছিল দিশেহারা,
এ ছিল যেনো নিশির ত্রাস পেতে থাকা।

ভয়াল এ রাতে সবে ভাবে মনে মনে,
এগিয়ে  আসত যদি কেউ আলো নিয়ে,
পৌঁছা তবে সম্ভব হতো গন্তব্যস্থানে।
অন্যরা ছিল তখন নিজ নিজ ধ্যানে,
তুমি  শুধু উদ্ধারিতে এলে আলো নিয়ে,
রাহী গন্তব্য পায় তোমার অবদানে।
                    ...........

Thursday, November 3, 2022

বাংলার হেমন্তে

বাংলার হেমন্তে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুহেলী ঘোমটা পরে
   এসেছে হেমন্ত,
যেনো এক লজ্জাবতী
    নয় প্রাণবন্ত।

বাংলায় এলে তার
  মন থাকে রিক্ত,
ছুপে ছুপে কেঁদে কেঁদে
  আঁখি করে সিক্ত।

দিগন্ত প্রসারি মাঠে
   দেখে না সে ধন,
এ কারণে শোকে তার
     চলছে কাঁদন।

এ কাঁদন দেখে তার
   ব্যোমে দিবাকর,
ঝিমিয়ে ঝিমিয়ে দেয়, 
   আলো দিনভর।

কল্যাণী হেমন্তরাণী
   অতীব উদার,
বঙ্গে তাই নিয়ে আসে
    ধনের জোয়ার। 

মাঠ তার আগমনে 
  ভরে যায় ধানে,
অপার আনন্দ জাগে 
   কৃষকের প্রাণে।

ফুটায় সে কাশফুল 
  নদী-খালকুলে,
উষা রাখে সুবাসিত 
নানা জাত ফুলে। 

অশোক, শিরীষ, চাঁপা
শিমুল, পলাশ,
নিসর্গে ফুটিয়ে দেয় 
অপূর্ব সুহাস।

দিবাকালে পদ্ম যেনো
  আবেগে-উচ্ছ্বাসে,
রবিকে সালাম করে 
  আর নীরে ভাসে।

শশীকে করে সালাম
শাপলারা জলে, 
এ যেনো হেমন্তপ্রীতি
ব্যোমে-জলে চলে।

তাল, বেল, নারকেল 
লেবু,  জামরুল,
পাওয়া যায় এ বঙ্গে
  হেমন্তে  বিপুল।

নীলাকাশে সাদা মেঘ
   আনাঘোনা করে,
রাইফুলের রূপ দেখে 
    মন যায় ভরে।

আকাশটা থাকে অতি
    স্নিগ্ধ ও সুন্দর,
কোথাও মলিনতার 
    পড়ে না আঁচড়।

ধনেভরা হেমন্ত যা
  বিধাতার দান,
রূপসী এ বঙ্গে তার
  স্থান মহীয়ান।    
         .....