Wednesday, October 12, 2022

তালগাছ নামক গদি রক্ষা

মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

চলে গুম আর খুনাখুনি
এখন নেতার নীতিতে,
উদ্দেশ্য এর একটা শুধু
টিকে থাকা গদিতে।

           তাইতো কারো মিল থাকে না
           কথা কর্ম আর চিন্তায়,
           ঐক্য, সত্য, উদারতা
           গেছে এখন সব গোল্লায়।

ধৈর্য-সহ্য, ন্যায়-নীতি সব
হয়ে গেছে আজ বর্জ্য,
চরিত্রেও দেখায় নেতা
বিশ্বসেরা নির্লজ্জ।

              রেষারেষি চলে শুধু
              আপন স্বার্থ রক্ষার্থে,
             কিন্তু কারো থাকে না মন
             নিবেদিত পরার্থে।

 অন্যায়ের আজ প্রতিবাদ কেউ
 করতে গেলে গুলি খায়,
 এ কারণ গুণীলোকজন 
 নিত্য বলি হয়ে যায়।

            গেলেও যাক অধঃপাতে
            দেশ ও জাতি পুরোটা,
            থাকা চাই নিজ অধিকারে
            তালগাছ নামক গদিটা।
                     ........

Sunday, October 2, 2022

আধুনিক নারী

আধুনিক নারী
       মুহাম্মদ আবদুুল মান্নান ইয়াকুবী

বুদ্ধির খেলায় নারী এখন
    জাগছে নরের সঙ্গে,
করছে প্রমাণ শক্তি যে তার
    আছে রূপের অঙ্গে।

বীরার বেশে ছুটছে নারী
    মনোবল তার চাঙ্গা, 
জীবনযুদ্ধে নরের সঙ্গে
   আনছে খ্যাতি রাঙ্গা।

হিমালয়ও বিজয়টি তার 
     ধ্বনিত মৃদঙ্গে,
তাইতো বিশ্ব মুগ্ধ আজ তার
      খ্যাতিমাখা রঙ্গে।

সফল তরী বাইছে নারী
     জয় করে সব ডাঙ্গা,
বুকভরা তার গর্ব এখন
      হৃদয় নেই আর ভাঙ্গা।
             .....