আধুনিক নারী
মুহাম্মদ আবদুুল মান্নান ইয়াকুবী
বুদ্ধির খেলায় নারী এখন
জাগছে নরের সঙ্গে,
করছে প্রমাণ শক্তি যে তার
আছে রূপের অঙ্গে।
বীরার বেশে ছুটছে নারী
মনোবল তার চাঙ্গা,
জীবনযুদ্ধে নরের সঙ্গে
আনছে খ্যাতি রাঙ্গা।
হিমালয়ও বিজয়টি তার
ধ্বনিত মৃদঙ্গে,
তাইতো বিশ্ব মুগ্ধ আজ তার
খ্যাতিমাখা রঙ্গে।
সফল তরী বাইছে নারী
জয় করে সব ডাঙ্গা,
বুকভরা তার গর্ব এখন
হৃদয় নেই আর ভাঙ্গা।
.....
No comments:
Post a Comment