Monday, August 9, 2021

কুরবানিতে সাবধান

কোরবানিতে সাবধান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাবধান, মুসলিম সাবধান,
জিলহজ্বে কোরবানে সাবধান।।

কোরবানি নয় শুধু মাংস খাওয়া ,
 এটি হলো আল্লাহর নৈকট্য পাওয়া,  
যদি তার প্রীতিলাভে হয় ত্যাগ দান ,
ইসলামের দৃষ্টিতে হবে কোরবান -
        সাবধান, মুসলিম সাবধান ,
        জিলহজ্বে কোরবানে সাবধান।।

ত্যাগহীন মন হলে কোরবানে তবে,
হবে না তা' কোরবান, পশু বধ হবে ।
ইব্রাহীমী উৎসর্গে, হয়ে তেজী প্রাণ,
আল্লাহর রাহে সবে দাও কোরবান।
     সাবধান, মুসলিম সাবধান ,
     জিলহজ্বে কোরবানে সাবধান।।

গো, মহিষ, ভেঁড়া, উট, দুম্বা আর ছাগ ,
কোরবানি দিয়ে করো মাংসের ভাগ ।
শরীকে মাংসভাগ রাখবে সমান-
সম্প্রীতি বজায় রেখে থেকো অম্লান-
        সাবধান, মুসলিম সাবধান ,
        জিলহজ্বে কোরবানে সাবধান।।

তিন ভাগে ভাগ করে মাংস পশুর ,
দুভাগ বিলাও পেতে সুকৃতি প্রচুর।
দীনে ও কুটুমে করো সে দু'ভাগ দান ,
বাকি ভাগ নিজে রেখে হও পুণ্যবান -
       সাবধান, মুসলিম সাবধান, 
       জিলহজ্বে কোরবানে সাবধান।।

খোদা-প্রীতির ঊর্ধ্বে যে নেই প্রীতি আর
কোরবানে করো সবে এ প্রমাণ  তার।
উৎসর্গে করো আজ মজবুত ঈমান,
'লা শারিক আল্লা' মুখে, তোল ঐকতান-
       সাবধান, মুসলিম সাবধান,
       জিলহজ্বে কোরবানে সাবধান।। 
                       .......