Thursday, September 28, 2017

বৃক্ষ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ধরার মাঝে বৃক্ষ সেরা
            আশীর্বাদ স্রষ্টার
এর মত তাই উপাকারী
             হয় না কিছু আর।

পৃথিবীতে বৃক্ষ করে
    জীবন মধুময়,
পুষ্প দিয়ে প্রকৃতিকে
    করে রঙ্গালয়।

বাঁধা প্রদান করে বৃক্ষ
   দুর্যোগ আগমনে,
মৃত ধরায় জাগাতে প্রাণ
    বর্ষে তার কারণে।

পরিবেশের ভারসাম্যও
       বৃক্ষ রক্ষা করে,
ভূমিতে সে মানবজাতকে
        প্রাচুর্য দেয় ভরে।

ধরা থেকে দারিদ্রতা
             বৃক্ষে করে মোচন,
এতে ধরায় হয় না কারো
             দুঃখে জীবন যাপন।

প্রভুর সেরা দান বৃক্ষ তাই
     মানুষ বসুন্ধরায়,
দরকারি সব জিনিস গড়তে
     পারে এর দ্বারায়

 তাইতো বলছি, সচেতন হও
    বঙ্গে সর্বজন,
বৃক্ষ বেশি রোপন করো,
   বন্ধ করো নিধন।
           ........

রচনাকালঃ ২৭-৯-২০২৭ খ্রি. রাত ১ টা ২০ মিনিট।

    
   

Monday, September 25, 2017

ক্ষোভ

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বাঘের বাচ্চা ছিলি মুসলিম
আজ হলি শেয়াল,
বলছি শোন তোর বিশ্বে এখন
কেন করুণ হাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।

ধরায় তোর সব পূর্ব পুরুষ
ছিল মহাবীর,
তাদের ভয়ে থাকতো সদা
শত্রুরা অস্থির।
কারণ, তাদের ঐক্যের মাঝে
কাটতো জীবনকাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।

তারা ছিল সত্যের প্রতীক
মিথ্যা নাশের যম,
দেখলে তাদের বন্ধ হতো
নির্যাতকের দম।
আজ কিন্তু সে নির্যাতকরা
তুলছে তোদের ছাল-
বাঘের বাচ্চা ছিলি মমুসলিম আজ হলি শেয়াল।।

ওড়ায় তারা শান্তির ঝান্ডা
নীতি কায়েম করে,
সাম্প্রদায়িক  সম্প্রীতি আর
ঐক্যের সমাজ গড়ে।
রাখতো আরো নিরাপদে
সবার জান ও মাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।

নিজ ঐতিহ্য, ধর্ম-কর্ম
ভুললি তুই সবকিছু,
জীবনব্যাপী চললি শুধু
শত্রুর পিছু পিছু।
নিজ ভূমিতে তোরা এখন
শত্রুদের দালাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।

মুসলিম তোরা নামধারী আজ 
কর্মটা ঠিক তেমন,
সিরাজ দৌল্লার সাথে করে 

মীর জাফরে যেমন।
এতে বাংলার মুসলমানদের
হয় পুড়া কপাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।

সব ভেদাভেদ ভুলে ঐক্যে
খোদার রশি ধর,
নিজ জাতিকে রক্ষা করতে
জীবন শপথ কর।
দেখবি দ্রুত এসে যাবে
সোনালি সকাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।
                  ......

Tuesday, September 19, 2017

মুসলিম জাগরণের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জাগরে এখন বিশ্বমুসলিম
হয়ে যা দুর্বার,
বীরের বেশে পথের বাধা
কর্ সবে চুরমার,
শক্তিতে আজ দেখা তোদের
নেই যে জুড়ি আর-
               জাগরে এখন বিশ্বমুসলিম
                হয়ে যা দুর্বার।।

বিশ্বব্যাপী লয়ের তুফান
বইতেছে দেখ ওই,
গর্জনে এর শোনায় আওয়াজ,
মুসলিমেরা কই।
এটি যেন করবে তোদের
নিমিষে ছারখার-
                জাগরে এখন বিশ্বমুসলিম
                হয়ে যা দুর্বার।।

এ তুফানে ইরাক, আফগান
লন্ডভন্ড ধরায়,
সিরিয়া আর ইয়ামেন পঙ্গু
হয়ে যায় এর হানায়।
মরার মত রাখছে আরো
মুসলিম আফ্রিকার-
              জাগরে এখন বিশ্বমুসলিম
              হয়ে যা দুর্বার।।

কাশ্মীরে দেখ্ এর তান্ডবে
অবস্থা বেহাল,
পাখির মত মরছে মুসলিম
হায়! পোড়া কপাল।
রোহিঙ্গাদের রক্তে এটি
ভাসায় মিয়ানমার-
              জাগরে এখন বিশ্বমুসলিম
               হয়ে যা দুর্বার।।

 সংখ্যালঘু রোহিঙ্গাদের
মিয়ানমারে বাস,
বিনা দোষে এখন তারা
হারায় নিজ আবাস।
মুসলিম বিধায় নিজ দেশে আজ
পায় না অধিকার-
              জাগরে এখন বিশ্বমুসলিম
              হয়ে যা দুর্বার।। 

মিয়নমারের মুসলমানগণঝ

হয়ে কচুকাটা,

জীবন নাশের কালোমেঘে
আছে তারা ঢাকা।
পথও পায় না আপন দেশ
যেতে পুনর্বার। 
             জাগরে এখন বিশ্বমুসলিম
             হয়ে যা দুর্বার।।

শান্তির নোবেল পেয়ে সুচীর
চোখ দুটো আজ অন্ধ,
পাচ্ছে না তার নাসিকাও
মানবতার গন্ধ।
তার ইন্ধনে মিয়ানমারে
মুসলিম খাচ্ছে মার-
          জাগরে এখন বিশ্বমুসলিম
           হয়ে যা দুর্বার।।

মুসলিম প্রশ্নে জাতিসংঘ
কানে লাগায় তালা,
তাই মুসলিমদের বিপদে এর
মন করে না জ্বালা।
চায় সে ধরায় রুদ্ধ রাখতে
মুসলিম জাতির দ্বার-
            জাগরে এখন বিশ্বমুসলিম
            হয়ে যা দুর্বার।।

না মেনে আজ ওরে মুসলিম
কোরান-সুন্নার বাণি,
হচ্ছে তোদের গ্লানিভরা
ধরায় জীবনখানি।
মেনে চল্ এ গ্রন্থ দুটি
আসবে সুখ অপার-
                জাগরে এখন বিশ্বমুসলিম
                 হয়ে যা দুর্বার।।

আর কত কাল থাকবি মুসলিম
বিশ্বে এমন নাশে,
জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তিতে
সামনে চল্ উচ্ছ্বাসে।
নইলে তোরা খেতে থাকবি
শুধু মার আর মার।
               জাগরে এখন বিশ্বমুসলিম
                হয়ে যা দুর্বার।।
                 
ভয় করিস না ওরে মুসলিম
রাসূলের উম্মত
দেহে রাখ্ তোর ব্যঘ্রশক্তি
অন্তরে হিম্মৎ।
নামরে মাঠে হয়ে এখন
খালিদ ও হায়দার-
          জাগরে এখন বিশ্বমুসলিম
           হয়ে যা দুর্বার।।

দেখবি তবে তাগুত তুফান,
পালাবে তোর ভয়ে,
ধরায় এতে থাকবি তোরা
নতুন নতুন জয়ে।
সারা বিশ্বে বইতে থাকবে
সুখ-শন্তির  জোয়ার-
            জাগরে এখন বিশ্বমুসলিম
             হয়ে যা দুর্বার।।

এক্ষুনি জাগ ঐক্যের সাথে
হায়দরি হাঁক হেঁকে ,
রক্ষা কর্ তোর নিজ ঐতিহ্য
জীবন বাজি রেখে।
তোলরে সবে শক্তির ধ্বনি
আল্লাহু আকবার-
           জাগরে এখন বিশ্বমুসলিম
            হয়ে যা দুর্বার।।
                    

                ....... 

Monday, September 18, 2017

বিশ্ববাসীর কুদৃষ্টিতে মিয়ানমারের জনতা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মিয়ানমারের জনগণ যে
    সেরা হিংস্র আজ,
বাস্তবে তা দেখতে পেলো
     বিশ্বের লোকসমাজ।

মনুষ্যত্বের বোধ নেই তাদের
    হৃদয়ও পাষাণ,
রোহিঙ্গাদের হত্যায় তারা
     করছে তা প্রমাণ।

এদের উপর চালায় তারা
    নিষ্ঠুর নির্যাতন,
যে নির্যাতন দেখলে সবার
    কেঁদে ওঠে মন।

ধরায় তাদের মত এমন
     জাতি নেই উন্মাদ,
তাই তাদেরকে বিশ্বে সবাই
      জানায় নিন্দাবাদ।

ইতিহাসও গড়ছে তারা
        পাশবিকতার,
সব যুগে তাই পাবে তারা
       মানুষের ধিক্কার।

এখন থেকে বিশ্ববাসীর
  নিকট থাকবে তারা,
ঝাড়ু, জুতো, লাঠিপেটা
    এবং থুথু  মারা।
        ............
    
   

     

Saturday, September 16, 2017

ভবিষ্যৎ মুসলিমদের সম্পর্কে রাসূল (সঃ)এর বাণি

সুনানে আবু দাউদের একটি হাদীসে বর্ণিত আছে, ‘তোমাদের ওপর এমন একটি সময় আসবে, তোমাদের বিরুদ্ধে সকল জাতি এমনভাবে ডাকবে, যেমনটি খাওয়ার দস্তরখানের দিকে লোকদের ডাকা হয়ে থাকে! এ কথা শোনে একজন লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! সে দিন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম হবে? রাসূলুল্লাহ (সা) বললেন, না, সেদিন তোমরা সংখ্যায় কম হবে না। বরং তোমরা সেদিন আরো অনেক বেশি হবে। তবে তোমরা বন্যার পানির উপরিভাগে ভাসমান খড়কুটার মত হবে। আল্লাহ তা‘আলা তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন। আর তোমাদের অন্তরে ওহান ঢেলে দেবেন। এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! ওহান জ।িনিসটি কী? আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা।’ (সুনানে আবু দাউদ: ৪২৯৭)

Friday, September 15, 2017

পবিত্র রমজানের সৌজন্যে বন্দনা-১৮

পবিত্র রমজানের সৌজন্যে  বন্দনা- ১৮

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সর্বস্রষ্টা মহাপ্রভু 
         রাহমান ও রহিম,
সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ যার
    ক্ষমতা অসীম।

জীবন-মরণ সর্বসৃষ্টির
  ঘটে তার ইশারায়,
সর্বজীবের আহার তিনি
  দিয়ে থাকেন ধরায়।

যাকে তিনি বাঁচান তাকে
  পারে না কেউ মারতে,
তাঁর নির্দেশে মরণ থেকে
  কেউ পারবে না বাঁচতে।

তাঁর ইশারায় মুসা নবী 
   ডুবেনি নীল নদে,
অগ্নিকুন্ডে ছিলেন নবী
   ইব্রাহিম আমোদে।

ছোরা অচল রাখেন তিনি
    ইসমাঈল কোরবানে,
শূলে দেয়ার পূর্বে উঠান
    ঈসাকে আসমানে।

১৭ই রমজান বদর যুদ্ধে

       তিনি দয়াময়,

স্বল্প মুসলিম বীরগণকে দেন

      গর্বিত বিজয়।

ভরসা তাই স্রষ্টার উপর
    রাখবে সর্বজনে,
ধর্মের পথে চলতে হবে
   তার তুষ্টি অর্জনে।

জীবনে লাভ করতে পারলে
    আল্লাহর দিদার,
উভয় কালে মেলবে মুক্তি 
      সুখ মেলবে অপার।
                ......

Monday, September 11, 2017

গৌতম বুদ্ধকে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

এসো ওহে গৌতম বুদ্ধ
দেখ যাও আজ মিয়ানমারে,
কিভাবে সব ভক্ত তোমার
শ্রেষ্ঠ জীবকে হত্যা করে।

মানবতার যেসব শিক্ষা
ধরায় তুমি নিত্য দিতে,
সবই আজকে ভূলুন্ঠিত
বুদ্ধ নেত্রীর ধরনীতে।

জীবহত্যা যে মহাপাপ তা
তোমার বানি, ভিক্ষুরা কয়,
তারাও তোমার দর্শন করছে
মানুষ মেরে কালিমাময়।
              ...  

Friday, September 8, 2017

মুজিব তুমি--১

        মুজিব তুমি

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুজিব তুমি
বাংলার আকাশে ভোরে জাগা
রক্তিম থালার মত নিশার তিমির তাড়িত রবি আর অগণিত মিটিমিটি তারার মাঝে সুধাকরের স্নিগ্ধ হাসি।

মুজিব তুমি
সুজলা-সুফলা- শস্য-শ্যামলা এ বঙ্গবাগের চেনা- অচেনা অসংখ্য ফুলের মাঝে প্রস্ফুটিত নয়নকাড়া এক অপরূপা ফুল, যে ফুলের সুহাস জাগায় খুশির জোয়ার আর মৃদু সমীরণে ছড়িয়ে দেয় এর মাতাল করা সুবাস।

মুজিব তুমি,
প্রকৃতির খেলাঘর লাল সবুজের এ বঙ্গে এক ব্যতিক্রম প্রজন্ম,
তোমার আবির্ভাবে বাংলা ও বাঙ্গালি 
পেয়েছে নতুন প্রাণ; হয়েছে ধন্য,
নবরূপে জেগেছে বন-বনানী,
মাটি মা পেয়েছে উর্বরতা,
নদ-নদী পেয়েছে প্রবাহের উচ্ছ্বাস আর পারাবারে জেগেছে বিজয়ের হিল্লোল। প্রলয় নেশার মেঘ দূরিভূত হয়ে বঙ্গের আকাশ পেয়েছে উন্মুক্ত উদারতা, কাননে শাখীর শাখায় শাখায় পাখির কণ্ঠে জেগেছে সুরের অপূর্ব মূর্ছনা আর ঋতুরাজ পেয়েছে
নির্ভীক স্বাধীনচেতা বসন্তদূত যার
সুরেলা কুহরণে মুখরিত থাকে
এ চির সবুজ বাংলা।

মুজিব তুমি,
শোষকের মুখেমারা সিংহের থাবা,
হায়েনা বিতাড়নের ব্যঘ্রগর্জন,
যে গর্জনে হিংস্ররা হয়ে যায় সন্ত্রস্ত;
প্রাণ রক্ষায় খুঁজতে থাকে গহিন বন;
দিগ্বিদিক ছুটে পালায় কুরঙ্গের মত।

মুজিব তুমি,
বাংলার অন্তরীক্ষে পরাধীনতা নিঃশেষের ইঙ্গিত বহনকারী এক উজ্বল শুকতারা, স্বাধীনতার ঢেউ জাগানো বহতা নদী, লেখক-লেখিকার ক্ষুরদার লেখনী,
বীরের হস্তে বিজয়ের শানিত তরবারি,
সশস্ত্র সৈনিকের সামনে চলার
অপ্রতিরুদ্ধ প্রবল উদ্দীপনা,
'হয় স্বাধীনতা, না হয় মৃত্যু-' এ চেতনা জাগানো এক শ্রেষ্ট কাণ্ডারী।

মুজিব তুমি
এ রূপসী বাংলায় বজ্রকণ্ঠের এক বিপ্লবী বীর। তোমার কণ্ঠে থাকে যাদুর আকর্ষণ, অনলবর্ষী তোমার ভাষণ, মধুর তোমার ভাষা, সত্য ও বস্তুনিষ্ট তোমার রাজনৈতিক দর্শন, চির উন্নত তোমার শির, চিত্ত তোমার মহত্বের বিশাল রাজ্য, বাঙ্গালীর অধিকার ও সুখৈশ্বর্যের জন্যে তুমি ছিলে প্রতিবাদীকণ্ঠ ও অস্থির।
জাতিকে চিরসুমহান করে রাখা ছিল তোমার স্বপ্ন ও ধ্যান। এ কারণে ৭ই মার্চে শোষকের বিরুদ্ধে তুমি বাঙ্গালিকে করেছ ঐক্যের উদাত্ত আহ্বান; করেছ ঘোষণা, "এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।"

মুজিব তুমি
আমাদের জাতির পিতা,
বাঙ্গালিদের নয়ন মণি, গর্বের ধন, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয়  ও সর্বজনশ্রদ্ধ কাঙ্ক্ষিত এক অসাধারণ নেতা। তাইতো দেশমাতৃকার স্বাধীনতার জন্যে তোমার আহ্বানে এ সোনার বাংলায় শিশু, কিশোর, যুবক-যুবতী, ও বৃদ্ধ-বৃদ্ধার মাঝে নবরূপে জেগে ওঠে সংগ্রামের এক অপ্রতিরুদ্ধ ঢেউ, ব্যঘ্রতুল্য
সাহসী চেতনা ও উন্মাদনা।
শুধু তাই নয়, আকাশ, বাতাস
ও পাতালে চলে জনতার
সংগ্রামী মিছিলের অনুরণন
আর সর্বত্র বিরাজমান থাকে তোমার
নির্দেশনা ও অনুশাসন।

অবশেষে বাঙ্গালিদের  বাংলা মারে
মাত্র নয় মাসে লেজ গুটিয়ে পালায়
শোষক গোষ্ঠী, বাঙ্গালি ছিনিয়ে আনে
লাল সবুজের পতাকা আর
বিশ্বের মানচিত্রে স্বাধীন- সার্বভৌম
এ বাংলাদেশ পেয়ে থাকে গর্বিত আসন।

মুজিব তুমি,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,
বাংলার স্বাধীনতার স্থপতি,
এ দেশের আকাশে স্বাধীন সার্বভৌমত্বের
উদীয়মান সূর্য, তবে সূর্য অস্ত যায় বেলা শেষে পশ্চিমাকাশে রক্তিম আভা ছড়িয়ে আর তুমি অস্তিমিত হয়েছ সপরিবারে, মনুষ্য হায়েনাদের আঘাতে; স্বদেশের মাটি রক্তে রঞ্জিত করে। প্রতি বছর ১৫ আগস্ট তোমার রক্তে ভেজা বাংলার মাটি লাল আভা ছড়িয়ে সমগ্র জাতিকে কাঁদায়।

মুজিব তুমি
দেশমতৃকা ও নিজ জনতার পক্ষে
কথা বলতে গিয়ে শোষক গোষ্ঠীর
অপরিসীম নির্যাতনের শিকার হয়েছ বার বার, হয়েছ বহু মিথ্যা মামলার আসামি, বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয়েছ অকারণে, কারাবরণ করেছ হাস্যমুখে, এতে তোমার পরিবারে নেমেছিল মহা যাতনা ও দুর্ভোগ।
সবশেষে ঘাতকের গুলিতে সপরিবারে
শাহাদাত বরণ করেছ প্রিয় মাতৃভূমির মাটিতে।

মুজিব তুমি
পরিবারের একজন সার্থক পিতা,
রেখে গেছো তোমার সাহসীচেতা বীরা মেয়ে বঙ্গের অগ্নিকন্যা জননেত্রী শেখ হাসিনা। সে তোমার সার্থক মেয়ে, 
নিয়েছে তোমার হত্যার প্রতিশোধ,
জিব কেটে মিটিয়ে দিয়েছে হায়েনাদের রক্ত পানের স্বাদ।

মুজিব তুমি
পরকে  ভাবতে নিজের মত আর
নিজকে বিলিয়ে দিতে পরের জন্যে।
বাংলা ও বাঙ্গালির উৎকর্ষ সাধন ছিল তোমার কর্ম, চিন্তা, সপ্ন ও গবেষণা।
তাইতো বঙ্গালিদের হৃদয়ের মণিকোটায় রয়েছে তোমার চির আসন। সত্যই তুমি এক কিংবদন্তি ;
তোমার উদাহরণ তুমি নিজেই।
তুমি অমর,
অক্ষয় তোমার নাম,
তোমাকে জানাই
শ্রদ্ধা ও সালাম।
       ........

YOU MUJIB,

        Md. Abdul Mannan Yaqub

YOU MUJIB,
The morning sun that rises like
an Incarnadine plate to remove
the darkness of night and
the sweet smile of the moon
among the numerous twinkling
stars in the sky of  Bengal.

YOU MUJIB,

In the garden of Bengal, girt with
green trees, rivers, flowers, fruits
and corns, you are the most beautiful
of known and unknown blowing
flowers. Your beauty brings the tide of
pleasure In the heart of people and
the gentle breeze spreads your
fragrant all around.

YOU MUJIB,

An exceptional generation in this
red green Bengal, the playground
of nature. Due to your advent,
Bengal and her people have got
the new spirit and become
praise worthy; the forests
have awaken charmingly;
the land has got fertility;
the rivers are ebullient enough
to flow highly and the shores
are cheered with the joy of
victory; The destructive clouds
have disappeared and the sky
has got open generosity;
the birds are chirping sweetly
in the branches of trees in
the forests and the Spring, king of
the seasons, has got the fearless
and ever freed cuckoos with whose
melodious cooing, this ever green
Bengal is resounded.

YOU MUJIB,

The slap on the face of exploiters
like the lion's paw and the roaring
like the tiger to drive out the hyaena.
Hearing your roaring, the ferocious
become restless in fear and run
to and fro in search of forest to hide
to  protect themselves from death.

YOU MUJIB,

The bright vesper of bearing
the indication of eradicating
the dependability; the flowing
river of rising the high tide
of independence; the writing
of the writers; the sharp sword
of victory in the mighty hand
of the heroes; the great unresisted
inspiration for the armed forces
to march on and the supreme
leader of growing the awareness
of "Either independence or death".

YOU MUJIB,

In this charming Bengal, a
revolutionary hero having the voice
like the thunderbolt with magic power.
You are the greatest orator.
Your speech is sweet.Your political
ideology is truth and realistic.
Your head is ever high and
your heart is the vast realm of
generosity. You were restless and
the protesting vocal for the right,
riches, peace and prosperity
of the people of Bengal. Your dream
and meditation is to make the nation
ever glorious. For this, in your speech
on 7 March in 1970  you enjoined
upon the people of Bengal for unity
to go against the exploiters and
declared, " This struggle is for our
freedom and this struggle is for
independence."

YOU MUJIB,

Our father of the nation.
To us you are our gem, pride,
memorable, acceptable, model,
all respectful and unprecedented
a desired leader. This is why, in
answer to your call of independence
of the motherland the unprotected
wave of courage like the tiger,
awareness and excitement for
the struggle grew newly In the mind
of the child, the young and the old.
Not only that the sky, the air and
the land were echoed with
the sound of revolutionary
procession of the people and your
injunctions were carried everywhere.
At least, after nine month,
the exploiters had to ran away
because of the inability to bear
the Bengal Attack of the Bengali.
Thus the people of Bangladesh
achieved their desired flag
of red green colour and
the independent and sovereign
Bangladesh took a glorious place
in the map of the world. 

YOU MUJIB,

The great Bengali of thousand
years, founder of the independence
of Bangladesh, the rising sun of the independence and sovereignty
of this country. We know the sun
sets blushing in the west after
the end of the day, but you set
with your family at the firing of
some miscreants like hyaenas
staining your own land with your
blood. On 15 March every year
the whole nation weeps
at the sight of it.

YOU MUJIB,

With a view to speaking for
the country and the nation,
you fell victim to oppression
by the oppressor many times.
You were accused of  a lot of
false cases and got imprisoned
groundlessly. For this, the suffering
of your family knew know bounds.
Finally you became martyr
at the bullet of some miscreants
in the dear mother land. 

YOU MUJIB,

Being a successful father of
the family, you left a brave
and a successful daughter
Sheikh Hassina, a popular leader
of the country. She took revenge
for your assassination by cutting
the tongue of sucking blood of 
those hyaenas.

YOU MUJIB,

Thought others as yourself
and dedicate yourself for others.
The development of both Bengal
and Bengali was your task, thoughts,
dream and research. This is why,
you have won the heart
of the people of Bengal.
Actually you are a legend and
your example is yourself only.
Your are immortal, and
ever lived  your name.
We pay our homage to you with Salam.

Wednesday, September 6, 2017

অকবির ক্ষোভ

 মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

লোকের কথায় অকবিটার
     মনটা ছোট হয়,
যেহেতু তার কাব্যে সবার
    মন করে না জয়।

তাদের মতে মানহীন লেখায়
   করবে তাকে নিঃস্ব,
কারণ, এমন লেখার মূল্য
  দেয় না কিন্তু বিশ্ব।

তার লেখার যে মান ভাল না
   নিত্য লোকজন দেখে,
তাইতো তাকে না লেখতে আর
   বলে তারা ডেকে।

মুগ্ধ করতে ব্যর্থ হলে
    লেখায় সবার মন,
দুঃখের অনল অকবিকে
     পুড়বে আজীবন।
      

Saturday, September 2, 2017

ঈদের শিক্ষা ( কোরবান উপলক্ষ্যে)

      ঈদের শিক্ষা

 (কুরবান উপলক্ষ্যে)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

মুছে যাক দুঃখ-ব্যথা,
    হানাহানি, ভ্রান্তি,
কোরবানে এসে যাক
    একতা ও শান্তি।

মনের পশুটা করে
  আজকে জবাই,
প্রীতির রাজ্য সাজাও
     হৃদয়ে সবাই।

পরকে নিজের করো
   নিজকে পরের,
সেরা গুণে সেরা জীব
    হও এ ভবের।

আল্লাহর তুষ্টি এতে
  মেলবে তোমার,
ইহ-পরকালে সুখ
  আসবে অপার।

প্রাণিকুলে সেবা হলো
    ঈদের সবক,
তাই ঈদে বলা হয়

ঈদ মোবারক।

            ......