মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
বাঘের বাচ্চা ছিলি মুসলিম
আজ হলি শেয়াল,
বলছি শোন তোর বিশ্বে এখন
কেন করুণ হাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।
ধরায় তোর সব পূর্ব পুরুষ
ছিল মহাবীর,
তাদের ভয়ে থাকতো সদা
শত্রুরা অস্থির।
কারণ, তাদের ঐক্যের মাঝে
কাটতো জীবনকাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।
তারা ছিল সত্যের প্রতীক
মিথ্যা নাশের যম,
দেখলে তাদের বন্ধ হতো
নির্যাতকের দম।
আজ কিন্তু সে নির্যাতকরা
তুলছে তোদের ছাল-
বাঘের বাচ্চা ছিলি মমুসলিম আজ হলি শেয়াল।।
ওড়ায় তারা শান্তির ঝান্ডা
নীতি কায়েম করে,
সাম্প্রদায়িক সম্প্রীতি আর
ঐক্যের সমাজ গড়ে।
রাখতো আরো নিরাপদে
সবার জান ও মাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।
নিজ ঐতিহ্য, ধর্ম-কর্ম
ভুললি তুই সবকিছু,
জীবনব্যাপী চললি শুধু
শত্রুর পিছু পিছু।
নিজ ভূমিতে তোরা এখন
শত্রুদের দালাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।
মুসলিম তোরা নামধারী আজ
কর্মটা ঠিক তেমন,
সিরাজ দৌল্লার সাথে করে
মীর জাফরে যেমন।
এতে বাংলার মুসলমানদের
হয় পুড়া কপাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।
সব ভেদাভেদ ভুলে ঐক্যে
খোদার রশি ধর,
নিজ জাতিকে রক্ষা করতে
জীবন শপথ কর।
দেখবি দ্রুত এসে যাবে
সোনালি সকাল-
বাঘের বাচ্চা ছিলি মুসলিম আজ হলি শেয়াল।।
......
No comments:
Post a Comment