Tuesday, February 27, 2024

এয়াকুব নগর, আমার গ্রাম

এয়াকুব নগর, আমার গ্রাম
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ধরার মাঝে গ্রামটি আমার
     খোদার সেরা দান,
শ্যামল রূপের বাহারটি এর
     দেখলে জুড়ায় প্রাণ।

প্রকৃতি দেয় নিত্য একে
        অমূল্য রতন,
তাই এখানে হয় না লোকের
       অভাব-অনটন।

আমার গ্রামের কৃষিভূমি
   বন, বাগান আর জল,
সবার জন্যে আহার যোগায়,
    মনে জাগায় বল।

এর মাটিতে কৃষাণেরা ফলায়
      সোনার ফসল,
গ্রামবাসীদের মাঝে নামায়
         সচ্ছলতার ঢল।

নানা জাতের শাক-সব্জি আর
     নানা স্বাদের ফল,
সব ঋতুতে পায় আমদের
      গ্রামের লোক সকল।

এখানে লোক বন্ধুসুলভ 
       কর্মঠ আর ত্যাগী,
সুখ ও দু:খের মাঝে সবার
        চলে ভাগাভাগি।

রূপবৈচিত্রের পাখপাখালি
   আমার গ্রামে আছে,
সুখে জীবন কাটায় এরা
    ফুল-ফলাদির গাছে।

নানা পাখি নানা সুরের
    মধুর গান শুনায়,
এদের গানে ঊষা জাগে
    দিবস বিদায় পায়।।

রাতে ঝোপঝাড় জোনাকিরা
      সাজায় তারার আকাশ,
কী অপরূপ দৃশ্য যে তা
       দেখলে মন হয় উদাস।

বুক চিরে এর চলে গেছে
   দেশের রেল সড়ক,
মধুর ধ্বনি শুনায় রেলে
    ঝক্-ঝকা-ঝক্ ঝক্।

নিশিতে এ গ্রামে হাঁকে 
      শেয়াল শত শত,
ভাবটা যেনো দেখায় তারা
      রাত প্রহরীর মত।

ধর্ম-কর্ম, শিক্ষা-দীক্ষায়
        আলোকিত এ গ্রাম,
তাইতো এতো উন্নত আর
        গর্বিত এর নাম।

পূবপাশে এর আছে পাহাড়
   পশ্চিমে ট্রাংক সড়ক,
মাঝে গাছের মেলায় নিবাস
     দেখায় দারুণ চমক।

এর বাগানের বৃক্ষে ফোটে
     রঙ-বেরঙের ফুল,
এদের রূপের আকর্ষণে
      মন করে ব্যাকুল।

দিনের বেলায় আকাশরাজ আর
     নিশিতে তার রাণী,
অতি উজ্জ্বল রাখে আমার
      এ প্রিয় গ্রামখানি।

রূপমাখা এ গ্রামটি খ্যাত
   এয়াকুব নগর নামে,
তাইতো বলতে মন ভরে যায়
     জন্মেছি এ গ্রামে।

                 .....

Friday, February 23, 2024

বাংলার অবস্থান

বাংলার অবস্থান


মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বাংলাটা থাকছে না
               বাংলার স্থানে,
কি যে হবে পরিণতি
                সৃষ্টিকর্তা জানে।

ইংরেজি শব্দ কিছু
              বাক্যে দিয়ে স্থান ,
কেউ যদি বলে কথা
              বাড়ে যেন মান।

আধুনিক নর-নারী
              বঙ্গে সবখানে ,
এ ভাবে কথা বলে
              কৌলীন্যের জ্ঞানে।

কাকের কন্ঠে কোকিল
                গায় যদি গান ,
মোহিত হবে না তার
               গানে কারো প্রাণ।

প্রতিদিন থাকলে সে
               বিভোর এ ধ্যানে,
ধরায় থাকবে তার
                জাত অপমানে।

কাক এতে হয়ে যাবে
                গর্বে মহীয়ান,
 অথচ বিহগে থাকে
                নিচে তার স্থান।

প্রমিত বাংলা তাই
               বল সাবধানে ,
বাংলিশ একে যেন
              পতনে না টানে ।
                ........

Thursday, February 15, 2024

ঋতুরাজের আগমনে

ঋতুরাজের আগমনে

      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রংবেরঙের ফুটছে ফুল আজ বাগানে,
বসন্তের গান গাচ্ছে কোকিল সবখানে।
ফুলের শোভায় বাগান দেখায় মনোরম
অলিদের তাই হচ্ছে দারুণ সমাগম।
প্রকৃতিও আছে রূপের সাজ পরে,
দেখলে জাগে খুশিতে ঢেউ অন্তরে।
মলয় থেকে বইছে বাতাস সুমধুর,
মন থেকে যা বিষন্নতা করছে দূর।
হিমেল হাওয়া লেজ গুটিয়ে আজ পালায়,
বঙ্গ এতে প্রাণচাপল্য ফিরে পায়।

                       .......

Sunday, February 4, 2024

Different between 'Luxuriant' and 'Luxurious'

Luxuriant or LuxuriousLuxuriant means "characterized by thick or abundant growth." It is usually applies to the growth of plants, fur, or hair. The noun form is luxurianceLuxurious means "characterized by wealth and comfort," more directly from our modern word luxury.