ঋতুরাজের আগমনে
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
রংবেরঙের ফুটছে ফুল আজ বাগানে,
বসন্তের গান গাচ্ছে কোকিল সবখানে।
ফুলের শোভায় বাগান দেখায় মনোরম
অলিদের তাই হচ্ছে দারুণ সমাগম।
প্রকৃতিও আছে রূপের সাজ পরে,
দেখলে জাগে খুশিতে ঢেউ অন্তরে।
মলয় থেকে বইছে বাতাস সুমধুর,
মন থেকে যা বিষন্নতা করছে দূর।
হিমেল হাওয়া লেজ গুটিয়ে আজ পালায়,
বঙ্গ এতে প্রাণচাপল্য ফিরে পায়।
.......
No comments:
Post a Comment