বাংলার অবস্থান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
বাংলাটা থাকছে না
বাংলার স্থানে,
কি যে হবে পরিণতি
সৃষ্টিকর্তা জানে।
ইংরেজি শব্দ কিছু
বাক্যে দিয়ে স্থান ,
কেউ যদি বলে কথা
বাড়ে যেন মান।
আধুনিক নর-নারী
বঙ্গে সবখানে ,
এ ভাবে কথা বলে
কৌলীন্যের জ্ঞানে।
কাকের কন্ঠে কোকিল
গায় যদি গান ,
মোহিত হবে না তার
গানে কারো প্রাণ।
প্রতিদিন থাকলে সে
বিভোর এ ধ্যানে,
ধরায় থাকবে তার
জাত অপমানে।
কাক এতে হয়ে যাবে
গর্বে মহীয়ান,
অথচ বিহগে থাকে
নিচে তার স্থান।
প্রমিত বাংলা তাই
বল সাবধানে ,
বাংলিশ একে যেন
পতনে না টানে ।
........
No comments:
Post a Comment